পৃথিবীর বিখ্যাত নদনদী সংক্রান্ত প্রশ্নোত্তর - World Famous Rivers Questions Answers
পৃথিবীর বিখ্যাত নদনদী সংক্রান্ত প্রশ্নোত্তর - World Famous Rivers Questions Answers
১. নীল নদ (৬৬৫০কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- মিশর।
২. আমাজান (৬৪৩৭কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- দক্ষিণ আফ্রিকা।
৩. মিসিসিপি- মিসৌরী (৬০২০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- আমেরিকা।
৪. ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- চীন।
৫. কঙ্গো (৪৮০০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- আফ্রিকা।
৬. লেনা (৪৪০০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- রাশিয়া।
৭. হোয়াং হো (৪৩৪৪ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- চীন।
৮. ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- উত্তর আমেরিকা।
৯. নাইজার (৪১৮০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- আফ্রিকা।
১০. পারানা (৪০০০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- দক্ষিণ আফ্রিকা।
১১. মারে ডালিং (৩৭৮০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- অস্ট্রেলিয়া।
১২. ভলগা (৩৬৯০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- রাশিয়া।
১৩. ইরাবতী (২০১০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- মায়ানমার।
১৪. জাম্বেসী (৩৫৪০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- আফ্রিকা।
১৫. ইউকন (৩১৮৫ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- কানাডা।
১৬. রিও গ্রেনডে (৩০৪০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- যুক্তরাষ্ট্র ও ম্যাক্সিকো।
১৭. দানিউব (২৮৫০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- ইউরোপ।
১৮. আমুর (২৮২৪ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- এশিয়া।
১৯. ইউফ্রেটিস (২৭৩৫ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- ইরাক।
২০. গঙ্গা (২৬৫৫ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- ভারত।
২১. শির দরিয়া (২১৪০ কি.মি.) কোথায় অবস্থিত?
উওরঃ- রাশিয়া।
Also Read:
Please do not share any spam link in the comment box