অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান Gk - Work Power And Strength Question Answer Physics Gk

কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান Gk - Work Power And Strength Question Answer Physics Gk

কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান Gk - Work Power And Strength Question Answer Physics Gk

কার্য ক্ষমতা ও শক্তি প্রশ্নোত্তর ভৌতবিজ্ঞান Gk - Work Power And Strength Question Answer Physics Gk


১. কার্য , ক্ষমতা ও শক্তি কি ধরনের রাশি ?


উত্তর: স্কেলার রাশি।


২.CGS পদ্ধতিতে কার্যের পরম একক কী ?


উত্তর: আর্গ।


৩. SI পদ্ধতিতে কার্যের পরম একক কী ?


উত্তর: জুল বা নিউটন-মিটার।


৪. CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী ?


উত্তর: গ্রাম-সেন্টিমিটার।


৫. SI পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কী ?


উত্তর: কিলোগ্রাম-মিটার।


৬. কার্যের ব্যবহারিক একক কী ?


উত্তর: জুল।


৭. ১ জুল = কত আর্গ ?


উত্তর: ১ জুল = ১০৭ আর্গ


৮. অমসৃণ তলের একটি বস্তুকে ঠেলে নিয়ে যাওয়া হলে ঘর্ষন বল দ্বারা কি ধরনের কৃতকার্য হবে ?


উত্তর: নেগেটিভ কৃতকার্য।


৯. অভিকর্ষজ বল দ্বারা কি ধরনের কৃতকার্য হবে ?


উত্তর: শূন্য কৃতকার্য।


১০. বস্তুর সরন সর্বদা অতিক্রান্ত দূরত্বের থেকে কি ধরনের হবে ?


উত্তর: সমান বা কম হবে।


১১. ক্ষমতা কী ?


উত্তর: কার্য করার হারকে ক্ষমতা বলে।


১২. CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী ?


উত্তর: আর্গ/সেকেন্ড।


১৩. SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক কী ?


উত্তর: ওয়াট।


১৪. CGS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কী ?


উত্তর: গ্রাম-সেমি/সেকেন্ড।


১৫. SI পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কী ?


উত্তর: কিগ্রা-মিটার/সেকেন্ড।


১৬. ক্ষমতার ব্যবহারিক একক কী ?


উত্তর: ওয়াট।


১৭. ১ ওয়াট = কত আর্গ/সেকেন্ড ?


উত্তর: ১ ওয়াট = ১০৭ আর্গ/সেকেন্ড।


১৮. ১ হর্স পাওয়ার = কত ওয়াট ?


উত্তর: ১ হর্স পাওয়ার =৭৪৬ ওয়াট।


১৯. কিসের সাহায্যে বাড়িতে বিদ্যুতের বিল মাপা হয় ?


উত্তর: কিলোওয়াট আওয়ার (Kw-h)।


২০. শক্তি কী ?


উত্তর: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে।


২১. CGS পদ্ধতিতে শক্তির পরম একক কী ?


উত্তর: আর্গ।


২২. SI পদ্ধতিতে শক্তির পরম একক কী ?


উত্তর: নিউটন-মিটার বা জুল।


 ২৩. একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলে সর্বোচ্চ বিন্দুতে কি ধরনের শক্তি উৎপন্ন হবে ?


উত্তর: স্থিতিশক্তি সর্বোচ্চ ও গতিশক্তি শূন্য হবে।


২৪. কোনো বস্তুর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে তাহলে তার গতিশক্তি কি রূপ হবে ?


উত্তর: চারগুন বৃদ্ধি পাবে।


২৫. একটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তবে মাটিতে পড়ার ঠিক পূর্ব মূহুর্তে কি ঘটবে ?


উত্তর: স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে।


২৬. স্প্রিং এর মধ্যে কি ধরনের শক্তি জমা থাকে ?


উত্তর: স্থিতিশক্তি হিসাবে জমা থাকে।


২৭. কোনো বস্থুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফলকে কী বলে ?


উত্তর: যান্ত্রিক শক্তি।


২৮. শক্তির নিত্যতার সূত্র কী ?


উত্তর: শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তিকে কেবলমাত্র একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত করা যায়।বিশ্বব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ কন্সট্যান্ট।  


২৯. কোন কৃতকার্যের ক্ষেত্রে বল ও সরন একই অভিমুখের দিকে থাকে ?


উত্তর: ধনাত্মক কৃতকার্য।


৩০. কোন কৃতকার্যের ক্ষেত্রে বল ও সরন বিপরীত অভিমুখের দিকে থাকে ?


উত্তর: ঋনাত্মক কৃতকার্য।


৩১. কোন কৃতকার্যের ক্ষেত্রে বল ও সরন কোণ ৯০ ডিগ্রি হয় ?


উত্তর: শূন্য কৃতকার্য।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.