West Bengal Police Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-2
West Bengal Police Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-2
জেনারেল অ্যাওয়ারনেস
1. ' বিশ্ব জনসংখ্যা দিবস ' কবে পালন করা হয় ?
(a) ৮ এপ্রিল
(b) ৯ এপ্রিল
(c) ১১ সেপ্টেম্বর
(d) ১১ জুলাই
2. হলদিঘাটের যুদ্ধ কত সালে ?
(a) ১৫৭৬ সালে
(b) ১৫৫৬ সালে
(c) ১৫৮৬ সালে
(d) ১৫৬৫ সালে
3. নিচের কোন সমুদ্র স্রোতটি শীতল ?
(a) কুরেশিয়ো স্রোত
(b) ক্যালিফোর্নিয়া স্রোত
(c) পেরু স্রোত
(d) নিরক্ষিয় স্রোত
4. পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
(a) জয়পুর
(b) জব্বলপুর
(c) কলকাতা
(d) হাজীপুর
5. নটি ভারতের দীর্ঘতম সেচখাল ?
(a) যমুনা খাল
(b) শিরহা খাল
(c) ইন্দিরা গান্ধী খাল
(d) উচ্চ বাড়ি দোয়াব খাল
6. মেওড়াটি দস্যুদের কে দমন করেন ?
(a) বলবন
(b) ইলতুৎমিশ
(c) আকবর
(d) ঔরঙ্গজেব
7. কততম সংশোধনীতে পঞ্চায়েতী রাজব্যবস্থা সংবিধানে স্বীকৃত পায় ?
(a) ৭২ তম
(b) ৭৩ তম
(c) ৭৪ তম
(d) ৭৫ তম
8. পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন ?
(a) পরিকল্পনা কমিশন
(b) রাষ্ট্রপতি
(c) জাতীয় উন্নয়ন পরিষদ
(d) লোকসভা ও বিধানসভা
9. নীলনদের উৎস কী ?
(a) আন্দিজ পর্বত
(b) তিব্বতীয় মালভূমি
(c) লোহিত সাগর
(d) ভিক্টরিয়া হ্রদ
10. রসায়ন বিদ্যার জনক কে ?
(a) জেমস ওয়াট
(b) রবার্ট বয়েল
(c) প্রিস্টলে
(d) এরিস্টটল
11. ক্রোমোজিমে কি থাকে ?
(a) DNA Scenica
(b) শুধু DNA
(c) DNA, RNA ও প্রোটিন
(d) DNA ও RNA
12. বায়ু কী ?
(a) মৌল
(b) যৌগ
(c) মিশ্রণ
(d) কোনোটিই নয়
13. নিখিল ভারত ট্রেডইউনিয়ন (AITUC) কবে গঠিত হয় ?
(a) ১৯৩০ সালে
(b) ১৯২৫ সালে
(c) ১৯২০ সালে
(d) ১৯৩৫ সালে
14. মোহালি স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
(a) দিল্লি
(b) পাঞ্জাব
(c) গুজরাট
(d) মুম্বাই
15. ‘ প্রার্থনা সমাজ ’ কে প্রতিষ্ঠা করেন ?
(a) রাজা রামমোহন রায়
(b) দয়ানন্দ সরস্ততী
(c) আত্মারাম পান্ডুরঙ্গ
(d) তুলসী রাম
16. ' নিবলিক ' শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
(a) হকি
(b) বক্সিং
(c) গল্ফ
(d) বেসবল
17. ভোটদানের অধিকার সংবিধানের কোন ধারায় অছে ?
(a) ৩২৬ ধারা
(b) ৩২৪ (২) ধারা
(c) ৩২৫ ধারা
(d) ৩১৭ ধারা
18. ‘ স্বত্ব বিলোপ নীতি ’ কে প্রবর্তন করেন ?
(a) লর্ড কর্নওয়ালিস
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড ডালহৌসি
(d) উইলিয়াম হেস্টিং
19. সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত ?
(a) টেনিস
(b) ক্রিকেট
(c) টেবিল টেনিস
(d) ব্যাডমিন্টন
20. মায়ানমারের মুদ্রার নাম কী ?
(a) ইয়েন
(b) কিয়াত
(c) টেঙ্গে
(d) রিয়াল
21. ‘ঘনাদা ’ চরিত্রের স্রষ্টা কে ?
(a) প্রেমেন্দ্র মিত্র
(b) সত্যজিৎ রায়
(c) সতীনাথ ভাদুড়ী
(d) শিবরাম চক্রবর্তী
22. বাস্তুতন্ত্রের প্রবক্তা কে ?
(a) হেকেল
(b) ওড়াম
(c) ট্যানসেল
(d) ডারউইন
23. ‘ভারতের আইনস্টাইন ’ কাকে বলা হয় ?
(a) মেঘনাদ সাহা
(b) সি. ভি. রমন
(c) সত্যেন্দ্রনাথ বোস
(d) জগদীশ চন্দ্র বসু
24. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?
(a) ব্রিটেন
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) অস্ট্রেলিয়া
(d) জাপান
25. মানবদেহের রক্তসঞ্চালন পদ্ধতি কেআবিষ্কার করেন ?
(a) বেস্যালিয়াস
(b) জেনার
(c) উইলিয়াম হার্ভে
(d) লুই পাস্তুর
26. বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
(a) B5
(b) B1
(c) B12
(d) B2
27. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
(a) অশ্বিনী কুমার দত্ত
(b) সতীশ চন্দ্র মুখোপাধ্যায়
(c) রাধাকান্ত দেব
(d) ডিরোজিও
28. তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?
(a) মাদাম কুড়ি
(b) রাদারফোর্ড
(c) আইনস্টাইন
(d) বেকারেল
29. বায়ুর আপেক্ষিক আদ্রর্তা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
(a) হাইড্রোমিটার
(b) থার্মোমিটার
(c) হাইগ্রোমিটার
(d) ব্যারোমিটার
30. প্রেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত ?
(a) উত্তর আমেরিকা
(b) দক্ষিণ আমেরিকা
(c) আফ্রিকা
(d) অস্ট্রেলিয়া
Also Read:
31. দারুচিনির দ্বীপ কাকে বলা হয় ?
(a) আন্দামান
(b) মালদ্বীপ
(c) শ্রীলঙ্কা
(d) নরওয়ে
32. ' সংগ্রামই জীবন, সংগ্রামহীনতা মৃত্যু ' -কে বলেছেন ?
(a) মহাত্মা গান্ধী
(b) মাও সে তুং
(c) নেতাজি সুভাষ বসু
(d) স্বামী বিবেকানন্দ
33. ‘ চানক্য সেন ’ কার ছদ্মনাম ?
(a) ভবানী সেনগুপ্ত
(b) বিনয় ঘোষ
(c) বীরেন ঘোষ
(d) পূর্ণেন্দু পত্রী
34. ' শিলাদিত্য ' উপাধি কোন রাজা নেন ?
(a) সমুদ্রগুপ্ত
(b) শশাঙ্ক
(c) হর্ষবর্ধন
(d) ধর্মপাল
35. লোহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয় ?
(a) ফুসফুস
(b) হৃৎপিন্ড
(c) কিডনি
(d) অস্থিমজ্জা
36. কোন কারখানায় বা খনিতে কাজ করার নূন্যতম বয়স কত ?
(a) ১২
(b) ১২
(c) ১৪
(d) ১৫ বছর
37. কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল ?
(a) বাংলা
(b) বিহার
(c) ওড়িষ্যা
(d) অসম
38. ' বিশ্ব তামাক বিরোধী দিবস ' পালিত হয় ?
(a) ৩১ মে
(b) ১৫ মে
(c) ১৫ মার্চ
(d) ১৬ মার্চ
39. রোহান বোপান্না কিসের সঙ্গে যুক্ত ?
(a) বিজ্ঞান
(b) ক্রীড়া
(c) সিনেমা
(d) সাংবাদিকতা
40. নিচের কোনটি খরিফ ফসল ?
(a) গম
(b) ভুট্টা
(c) যব
(d) ডাল
41. ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি ?
(a) ইনস্যাটে 4B
(b) ভাস্কর
(c) অ্যাপল
(d) কোনটিই নয়
42. পামির মালভূমির উচ্চতা কত মিটার ?
(a) ৫,৬৬০
(b) ২,৪৬০
(c) ৪,৩০০
(d) ৪,৮৭৩
43. মায়ানমারের রাজধানীর নাম কী ?
(a) মোভাক
(b) মাদালয়
(c) মৌলমেন
(d) ইয়াঙ্গন
44. কিসের পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন বর্ণহয় ?
(a) চাপ
(b) তাদের বিকিরণ
(c) ঘনত্ব
(d) তাপমাত্রা
45. কৃষিজ আয়কর কে ধার্য করেন ?
(a) কেন্দ্রীয় সরকার
(b) রাজ্য সরকার
(c) কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই
(d) কোনটিই নয়
46. উলটিক কী ?
(a) বেলে পাথর
(b) কাদা পাথর
(c) নুড়ি পাথর
(d) চুনা পাথর
47. সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে ?
(a) ৪১ তম
(b) ৪২ তম
(c) ৪৩ তম
(d) ৪৪ তম
48. ' নাথুলা পাস ' কোথায় অবস্থিত ?
(a) নেপাল হিমালয়
(b) সিকিম হিমালয়
(c) ভুটান হিমালয়
(d) কুমায়ুন হিমালয়
49. বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) - এর সদর দপ্তর কোথায় ?
(a) লিসবন
(b) তেল আবিব
(c) ম্যানিলা
(d) লুসান
50. সংবিধান সভা গঠনের ভিত্তি কী ?
(a) ভারতীয় স্বাধীনতা আইন, ১৯৪৭
(b) ক্যাবিনেট মিশন প্ল্যান, ১৯৪৬
(c) ভারতীয় জাতীয় সভার সিদ্ধান্ত
(d) কোনটিই নয়
এলিমেন্টরী ম্যাথমেটিক্স
51. একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির নৌকাটির বেগ কত ?
(a) 4.5
(b) 4.3
(c) 4.8
(d) 5.4
52. A ও B একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। তারা একত্রে 10 দিন কাজটি করার পর B চলে যায় এবং বাকী কাজটি A একা 30 দিনে শেষ করে। একা B সমগ্র কাজটি কত দিনে শেষ করবে ?
(a) 95
(b) 90
(c) 80
(d) 85 দিন
53. A একটি কাজ 12 দিনে করতে পারে। আবার B, A- র থেকে 60 % বেশি দক্ষ। তাহলে, ঐ একই কাজ 73 করতে B=এর কত সময় লাগবে ?
(a) 7 1/3
(b) 6 2/3
(c) 5 1/4
(d) 7 1/2
54. একটি খেলনার উপর 20 % ছাড় দিতে চাইল দোকানদারকে খেলনাটি 300 টাকার বিক্রয় করতে হবে। যদি সে খেলনাটি 405 টাকায় বিক্রি করে, তবে, তার শতকরা লাভ বা ক্ষতি কত ?
(a) 9 %
(b) 7 %
(c) 10 %
(d) 8 %
55. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 2 যোগ করা হয়, অনুপাতটি 1 : 2 হয়। তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত হবে ?
(a) 30
(b) 40
(c) 20
(d) 50
56. একটি শ্রেণিকক্ষে 30 জন ছেলে আছে এবং তাদের গড় বয়স 17, 18 বছরের একটি ছেলে শ্রেণিকক্ষত্যাগ করল এবং আর একটি ছেলে এসে যোগদান করল। শ্রেণিকক্ষের ছেলেদের বয়সের গড় 16.9 হল। নতুন ছেলেটির বয়স কত ?
(a) 20
(b) 15
(c) 25
(d) 30
57. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং গ.সা.গু 8। তাহলে ল.সা.গু কত ?
(a) 160
(b) 170
(c) 150
(d) 155
58. 300 মিটার লম্বা একটি ট্রেন 64 কিমি / ঘন্টা গতিবেগে যায়। একটি টেলিগ্রাফ পোস্টকে কতক্ষণে সে অতিক্রম করবে ?
(a) 22 সেকেন্ড
(b) 25 সেকেন্ড
(c) 20 সেকেন্ড
(d) 18 সেকেন্ড
59. 240 মিটার লম্বা একটি ট্রেন উল্টো দিক থেকে 3 কিমি/ঘন্টা গতিবেগ আসা একটি ব্যক্তিকে 10sec -এ অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত ?
(a) 83
(b) 83.4
(c) 82
(d) 72
60. 6 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে। তা হলে ৪ জন পুরুষ এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ কত দিনে করতে পারেন ?
(a) 15
(b) 14
(c) 13
(d) 12
61. কিছু সংখ্যক টাকার সুদ 1/16 অংশ আসলের এবংসুদের হার বছরের সংখ্যা সমান। তাহলে সুদের হার কত ?
(a) 3 1/2
(b) 2 1/2
(c) 2 1/3
(d) 2 2/3
62. 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে করে। যখন 10 জন মহিলা সেই কাজটি 5 দিনে করে। কত দিনে সেই কাজটি 5 জন মহিলা এবং 3 জন পুরুষ করতে পারে ?
(a) 12
(b) 7
(c) 5
(d) 6
63. সমান সংখ্যকটাকা x এবং y কে 7.5 % বার্ষিকসরল সুদের হারে 4 এবং 5 বছরের জন্য ধার দেওয়া হল। যদি তারা 150 টাকা দেয়, তাহলে কত টাকা ধার দেওয়া হয়েছিল ?
(a) 2500
(b) 2000
(c) 3000
(d) 1900
64. কিছু সংখ্যক টাকা 5 % হার সুদে 3 বছরের সুদেমূল্যে টাকা এবং 4 বছরের সুদেমূল্যে টাকার পার্থক্য 42 টাকা। আসল টাকা কত ছিল ?
(a) 830
(b) 840
(c) 850
(d) 820
65. দশম ইনিংসের পর কোন খেলোয়াড়ের গড় রান 32। পরবর্তীইনিংসেকত রান করলে তার গড় 6 বৃদ্ধি পাবে ?
(a) 69
(b) 78
(c) 88
(d) 98
66. 25 টি বস্তুর ক্রয়মূল্য 20 টি বস্তুর বিক্রয়মূল্যের সমান। তাহলে, লাভ বা ক্ষতি কত ?
(a) 25 %
(b) 28 %
(c) 30 %
(d) 35 %
67. যদি, = x = 1/3 y এবং y = 1/2 z, তাহলে, x : y : z = ?
(a) 1 : 3 : 5
(b) 1 : 3 : 6
(c) 1 : 3 : 4
(d) 1 : 5 : 2
68. যদি A : B = 3 : 4, B : C = 5 : 7, C : D = 8 : 9 তাহলে A : D = ?
(a) 12:14
(b) 14:16
(c) 10:21
(d) 10:22
69. 2 একজন ক্রিটারের 10 ইনিংসের গড় রান 60 | 11 তম ইনিংসে কত রান করলে তার গড় 62 রান হবে ?
(a) 80
(b) 82
(c) 83
(d) 72
70. 12 টি বস্তুর বিক্রয়মূল্য 15 টি বস্তুর ক্রয়মূল্যের সমান। লাভের শতকরা হার কত ?
(a) 27 %
(b) 30 %
(c) 20 %
(d) 25 %
Also Read:
71. 15 একটি পরিবারের চাল, মাছ এবং তেল - এর খরচ 12 : 17 : 3। এই তিনটি বস্তুর দাম যথাক্রমে 20 %, ৩০ / এবং 50 % বাড়ল। পরিবারটির সর্বমোট খরচ কত বাড়ল ?
(a) 27 1/8
(b) 29 1/8
(c) 28 1/8
(d) 26 1/8
72. একজন ক্রিকেটারের 64 তম ইনিংসের পর গড় রান 62 তম ইনিংসের পর গড় রান 62। তার সর্বোচ্চ রান সর্বনিম্ন রানের থেকে 180 বেশি। এই দুই ইনিংস বাদ দিলে তার গড় 60 | তার সর্বোচ্চ রান কত ?
(a) 215
(b) 213
(c) 216
(d) 214
73. একটি পাত্রে 60 লিটার কোন তরল আছে যা 15 টাকা লিটার হিসাবে কেনা হয়েছে। ইহার দাম 12 টাকা করার জন্য এর মধ্যে জল যোগ করা হল। কত পরিমাণ জল যোগ করা হল ?
(a) 15
(b) 17
(c) 20
(d) 30
74. স্থির জলে একটি নৌকার বেগ 2 কিমি/ঘণ্টা। যদি স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 1 কিমি/ঘণ্টা হয়, তবে স্রোতের বেগ কত ?
(a) 6
(b) 1
(c) 8
(d) 3
75. নবীন ওসমিরের বর্তমান বয়সেরঅনুপাত 5 : 3। তাদের বয়সের ব্যবধান 6 বছর হলে, 5 বছর পর সমীরের বয়স কত হবে ?
(a) 16
(b) 19
(c) 14
(d) 11
76. একটি সমিতিতে যতজন সভ্য ছিল, প্রত্যেকে তত 2 পয়সা চাঁদা দেওয়ায় 141.12 টাকা উঠল। সমিতির সভ্য সংখ্যা কত এবং প্রত্যেকে কত চাঁদা দিল ?
(a) 81 জন, 1.65 টাকা
(b) 82 জন, 1.66 টাকা
(c) 83 জন, 1.67 টাকা
(d) 84 জন, 1.68 টাকা
77. দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে সংখ্যা দুটি কী কী ?
(a) 205 ও 15
(b) 15 ও 105
(c) 225 ও 15
(d) 25 ও 135
78. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4 : 5 এবং সংখ্যা। দুটির গুণফল 1620 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?
(a) 40
(b) 45
(c) 50
(d) 60
79. 512 -এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
(a) 511
(b) 31
(c) 17
(d) 28
80. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9 5/8 এবং 4 5/8 সংখ্যা দুটির গুণফল কত ?
(a) 18
(b) 18 3/8
(c) 15 3/8
(d) 17
রিজনিং
81. যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয়। তাহলে STAY কে কী কোডে লেখা হবে।
(a) WWCZ
(b) WVCZ
(c) WWDB
(d) WVZC
82. যদি APPROACH কে CHOAPRAP এই কোডে লেখা হয় তাহলে RESTRICT কে কী কোডে লেখা হয় ?
(a) CTRISTER
(b) ERTSIRTC
(c) CTRISTRE
(d) TCIRSTRE
83. BARK → 0735, DIRT → 4927, WAGE 4086, এবং RISK → 5718 এই কোডে লেখা হয় তাহলে R এর জন্য কী কোড হবে ?
(a) 2
(b) 7
(c) 5
(d) 0
84. কোনো একটি কোড় ভাষায় ' pe sa de mi ' বলতে বোঝায় yes well no mean এবং ' pe Imi sa de ' বলতে বোঝায়। sell meal well no , তাহলে ' yes ' শব্দের কোড় কী ?
(a) de
(b) pe
(c) mi
(d) sa
85. যদি mud বলতে water, water বলতে heat, heat বলতে gas, gas বলতে air, air বলতে fire, তাহলে মাছ বা fish কোথায় সাঁতার কাটে ?
(a) water
(b) air
(c) heat
(d) fire
86. TEACHER কে ' 152031858 ' কোড লেখা যায়। তবে COLLEGE কে কী কোডে লেখা হবে ?
(a) 1215312575
(b) 12150312575
(c) 1512312575
(d) None of these
87. যদি OUT কে 152120 হিসেবে লেখা হয় তাহলে IN কে কী কোডে লেখা হবে ?
(a) 1015
(b) 819
(c) 1813
(d) 914
88. যদি BAD শব্দটির কোড 514 হয় GIVE শব্দটির কোড 3068 হয়, FOR শব্দটির কোড 729 হয়। তাহলে VIDEO শব্দটির কোড কী হবে ?
(a) 03482
(b) 30214
(c) 60482
(d) 60487
89. পাখা : গ্রীষ্ম : : কম্বল
(a) গরম
(b) বর্ষা
(c) হেমন্ত
(d) শীত
90. Bell : Sound :: Lamp :
(a) flame
(b) light
(c) wick
(d) oil
91. নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয় ?
(a) ডেনমার্ক
(b) ভিয়েতনাম
(c) নরওয়ে
(d) সুইডেন
92. নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয় ?
(a) Harmonium
(b) Flute
(c) Piano
(d) Gramophone
93. 2, 8, 18, 32 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ?
(a) 35
(b) 37
(c) 39
(d) 50
94. 840, 120, 20, 4, 1, ?
জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?
(a) 1/4
(b) 1/3
(c) 1/5
(d) 2/3
95. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?
13 20 27 ? 41
(a) 37
(b) 33
(c) 34
(d) 28
96. যদি CARROM –কে লেখা হয় DBSSPN, তবে HOUSE –কে কী লেখা হবে ?
(a) FNSRC
(b) INVRF
(c) GNTRD
(d) IPVTF
97. যদি PLAY = 8123 এবং RHYME = 49367, তবে MALE = ?
(a) 6217
(b) 6285
(c) 6198
(d) 6395
98. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কত নম্বর হবে ?
583 : 293 :: 488 ?
(a) 291
(b) 378
(c) 487
(d) 581
99. C, F, L, U, ?
(a) J
(b) G
(c) H
(d) I
100. যদি দুটি বিমান একই বিমানবন্দর বেলা ১ টায় ত্যাগ করে, তাহলে তারা 3 টেয় পরস্পর থেকে কত দূরে অবস্থান করবে যদি প্রথম টি ঘন্টায় 150 মাইল বেগে ঠিক উত্তরে ও অন্যাটি 200 মাইল বেগে ঠিক পশ্চিমে যায় ?
(a) 50 মাইল
(b) 100 মাইল
(c) 400 মাইল
(d) 500 মাইল
1. (d). 2. (a). 3. (c). 4. (d). 5. (c). 6. (a). 7. (b). 8. (c). 9. (d). 10. (b). 11. (a). 12. (c). 13. (c). 14. (b). 15. (c). 16. (c). 17. (a). 18. (c). 19. (d). 20. (b). 21. (a). 22. (c). 23. (c). 24. (b). 25. (c). 26. (a). 27. (b). 28. (d). 29. (a). 30. (a). 31. (c). 32. (d). 33. (a). 34. (c). 35. (d). 36. (c). 37. (d). 38. (a). 39. (b). 40. (b). 41. (c). 42. (d). 43. (d). 44. (d). 45. (b). 46. (d). 47. (b). 48. (b). 49. (d). 50. (b). 51. (a). 53. (d). 54. (d). 55. (a). 56. (b). 57. (a). 58. (c). 59. (b). 60. (a). 61. (b). 62. (c). 63. (b). 64. (b). 65. (d). 66. (a). 67. (b). 68. (c). 70. (d). 71. (c). 72. (d). 73. (a). 74. (b). 75. (c). 76. (d). 77. (b). 78. (b). 79. (c). 80. (b). 81. (b) 82. (a) 83. (c) 84. (c) 85. (b) 86. (c) 87. (d) 88. (d) 89. (d) 90. (b) 91. (a) 92. (b) 93. (a) 94. (a) 95. (d) 96. (d) 97. (a) 98. (b) 99. (a) 100. (b)
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box