অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


WBP Preliminary Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-7

WBP Preliminary Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-7


WBP Preliminary Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-7



WBP Preliminary Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-7


1. নিচে দেওয়া কোন রাজস্ব ব্যবস্থাটি টোডরমলের সঙ্গে সম্বন্ধিত ? 

(1) জাবতি

(2) নাসাক 

(3) কানকুট 

(4) দহশালা


2. গ্রীক রাজদূত যে রাজার দরবারে এসেছিলেন: 

(1) বিন্দুসার 

(2) অশোক 

(3) চন্দ্রগুপ্ত মৌর্য 

(4) মহাপদ্ম


3. একটি ট্রানজিস্টারের ভূমি হবে: 

(1) চওড়া এবং হালকা

(2) সরু এবং প্রচন্ড 

(3) সরু এবং হালকা

(4) চওড়া এবং প্রচন্ড


4. মৌভান্ডার উৎপন্ন করে:

(1) মধু 

(2) তামা 

(3) কাগজ 

(4) কনট্যাক্ট লেন্স 


5. ধাতু নিস্কাষণে বহুল প্রচলিত রিডিউসিং এজেন্ট হল: 

(1) চারকোল 

(2) হাইড্রোজেন 

(3) ও্যাটার গ্যাস 

(4) কোক 


6. একটি অণুঘটক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে:

(1) সক্রিয় শক্তি বৃদ্ধি করে

(2) সক্রিয় শক্তি হ্রাস করে

(3) বিক্রিয়াশীল উপাদানের সঙ্গে বিক্রিয়া করে

(4) বস্তুটির সঙ্গে বিক্রিয়া করে


7. নিচে দেওয়া কোন রাজ্যের নৃত্যনাট্য হল কুচিপুড়ি ?

(1) অন্ধ্র প্রদেশ

(2) কেরালা

(3) কৰ্ণাটক

(4) তামিলনাড়ু


8. স্বয়ংসিদ্ধা প্রকল্পে দেশের কত সংখ্যক মহিলা উপকৃত হবেন ?

(1) 53,000

(2) 6,50,000

(3) 9,32,000

(4) 9,30,000


9. ডিভাইন কমেডির লেখক কে ?

(1) শেক্সপিয়ার 

(2) গোথে

(3) দান্তে

(4) টলস্টয়


10. নাথুলা পাস অবস্থিত 

(1) কুমায়ন হিমালয় 

(2) নেপাল হিমালয় 

(3) সিকিম হিমালয় 

(4) ভূটান হিমালয়


11. কোন দেশ ছ’বার ডেভিস কাপ প্রতিযোগিতা জিতেছে ?

(1) ডেনমার্ক

(2) সুইডেন 

(3) ইউএসএ

(4) অস্ট্রেলিয়া


12. সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ হল:

(1) মাউন্ট আবু

(2) কালসুবাই

(3) গুরু শিখর

(4) ডোডাবেট্টা


13. নিচে দেওয়া কোন প্রাণীটির সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিল না ?

(1) ষাঁড়

(2) গরু

(3) গন্ডার

(4) ঘোড়া


14. পুরনো নদীবাহতি মাটি এবং প্রস্তর দ্বারা সৃষ্ট মৃত্তিকা যে নামে পরিচিত:

(1) বাঙ্গার

(2) খদর

(3) ভবর

(4) বারিন্ড


15. স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় অক্সিজেনের ভেপার ডেনসিটি হচ্ছে 16 | তাহলে 746 K এবং 2 অ্যাটমোস্ফিায়ারিক চাপে ভেপার ডেনসিটি কত হবে ?

(1) 8

(2) 32

(3) 16

(4) 4


16. উইলিয়াম সমরসেট মম এই বইটির লেখক:

(1) দ্য ম্যাজিক মাউন্টেন

(2) নাইনটিন এইটি ফোর

(3) দ্য অ্যাডভেঞ্চার অফ হাকবেরি ফিন

(4) অফ হিউম্যান বন্ডেজ


17. পশ্চিমবঙ্গের লালমাটি যে নামে পরিচিত:

(1) রাঢ়

(2) বারিন্ড

(3) ট্যানর

(4) ভবর 


18. হাইকোর্টের বিচারপতিরা যত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন:

(1) 58 বছর

(2) 62 বছর

(3) 65 বছর

(4) 70 বছর


19. বিক্রমোরভাসিয়া গ্রন্থের লেখক কে ?

(1) বাণভট্ট 

(2) শুদ্রক

(3) কালিদাস

(4) ভবভূতি


20. দোহয়ি যার সভাকবি ছিলেন:

(1) লক্ষ্মণসেন 

(2) প্রথম দেবপাল

(3) শশাঙ্ক

(4) বিজয়সেন


21. পশ্চিমঘাট অন্য যে নামেও পরিচিত:

(1) সহ্যাদ্রি 

(2) মালায়াদ্রি

(3) নর্দান সিরকার

(4) কোঙ্কন


22. ভারতের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার হল:

(1) গোল্ডেন বিয়ার

(2) গোল্ডেন এলিফ্যান্ট

(3) গোল্ডেন লায়ন

(4) গোল্ডেন পিকক


23. ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে যাদের রক্ষা করতে:

(1) শিশু

(2) শ্রমিক

(3) সরকারী চাকুরে

(4) বিধায়ক


24. নিচে দেওয়া কোনটির ব্লিচিং ধর্ম নেই ?

(1) সালফার ডাই-অক্সাইড

(2) ক্লোরিন

(3) হাইড্রোজেন প্যারাক্সাইড

(4) কার্বন ডাই-অক্সাইড


25. কৃষ্ণ দেবরায় রাজা ছিলেন:

(1) উজ্জয়ীনি

(2) বিজয়নগর

(3) দেবগিরি

(4) দ্বারা সমুদ্র


Also Read:


26. মুসলিম লিগ গঠিত হয়েছিল:

(1) 1906

(2) 1900

(3) 1940

(4) 1890


27. পথের পাঁচালির সঙ্গীত পরিচালক ছিলেন:

(1) আলি আকবর খান

(2) হেমন্ত মুখার্জি

(3) রবিশংকর

(4) সলিল চৌধুরী


28. চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন:

(1) চতুর্দশ শতাব্দীতে

(2) পঞ্চদশ শতাব্দীতে

(3) ষোড়শ শতাব্দীতে

(4) সপ্তদশ শতাব্দীতে


29. মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির প্রচলন করেছিলে:

(1) মহম্মদ-বিন-তুঘলক

(2) আলাউদ্দিন খলজি

(3) কুতুবুদ্দিন মুবারক খলজি

(4) ইলতুৎমিস


30. ভারতীয় সংবিধান অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন:

(1) রাষ্ট্রপতি

(2) রাজ্যপাল

(3) প্রধানমন্ত্রী

(4) উপরাষ্ট্রপতি


31. রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন যার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে:

(1) উপরাষ্ট্রপতি

(2) লোকসভার অধ্যক্ষ

(3) প্রধানমন্ত্রী

(4) প্রধান বিচারপতি


32. নিচের মধ্যে কোনটি প্রচন্ডভাবে উত্তপ্ত করা হলেও অক্সিজেন ত্যাগ করবে না ?

(1) মারকিউরিক অক্সাইড

(2) বেরিয়াম পারঅক্সাইড

(3) সোডিয়াম নাইট্রেট

(4) ম্যাগনেশিয়াম অক্সাইড


33. সাফারি শব্দের অর্থ হল:

(1) যাত্রা

(2) শিকারে যাওয়া

(3) চিড়িয়াখানা

(4) চোরাশিকার


34. কল্লোল (1923) হচ্ছে:

(1) নাটক

(2) কবিতা

(3) মাসিকপত্র

(4) উপন্যাস


35. বলিটিক কাপ সম্বন্ধিত:

(1) দাবা

(2) পোলো

(3) সাঁতার

(4) শ্যুটিং


36. আফগানিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে ?

(1) দস্তুম

(2) রাব্বানি

(3) আবদুল্লা আবদুল্লা

(4) হামিদ কারজাই


37. নিচে দেওয়া কোন বাদ্যযন্ত্রটি বাজাতে পারদর্শী জাকির হুসেন ?

(1) সন্তুর

(2) তবল

(3) সেতার

(4) সরোদ


34. যখন একটি তামার তারকে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডোবানো হয়, দ্রবণের রঙ নীল হয়ে যায় । এর কারণ হল:

(1) তামার রিডাকশন

(2) তামার অক্সিডেশন 

(3) একটি দ্রব্য যৌগের গঠণ 

(4) রূপোর অক্সিডেশন 


39. কোন দেশকে শ্বেত হস্তির ভূমি বলা হয় ?

(1) ভারত 

(2) আফ্রিকা 

(3) শ্রীলঙ্কা 

(4) থাইল্যান্ড


40. এক ব্যক্তি যিনি সংসদের কোন কক্ষেরই সদস্য নন:

(1) কেন্দ্রীয় মন্ত্রীসভার একজন সদস্য হতে পারেন

(2) কেন্দ্রীয় মন্ত্রীসভার একজন সদস্য হিসেবে তাকে সর্বাধিক তিন বছর পর্যন্ত নিয়োগ করা যেতে পারে

(3) কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য হিসেবে সর্বাধিক ছ'মাস তাকে নিয়োগ করা যেতে পারে

(4) পুরো সময় পর্যন্ত পদে থাকতে পারেন


41. ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড রয়েছে:

(1) আমেরিকায়

(2) সুইজারল্যান্ড

(3) অস্ট্রেলিয়া

(4) হল্যান্ড


42. নিচে দেওয়া কোন দশাটি আলোর ওয়েভনেচারের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?

(1) ইন্টারফারেন্স

(2) পোলারাইজেশন

(3) ডিফারেন্স

(4) ফটোইলেকট্রিক এফেক্ট


43. 2000 সালের জেসি ওয়েন্স পুরস্কার দেওয়া হয়েছে:

(1) ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার

(2) মরিয়ন জোনস

(3) জুলি ক্রিস্টি

(4) উপরোক্ত কেউই নন


44. যে ধর্মের জন্য হারে একটি পাথর হিসেবে মূল্যবান হয়ে উঠেছে ?

(1) কাঠিন্য

(2) উচ্চ প্রতিসরাঙ্ক

(3) করোসন প্রতিরোধ ক্ষমতা

(4) উচ্চ গলনাঙ্ক


45. তিন স্তরীয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) যা দেশের সমস্ত রাজ্যে লাগু হয়েছে । এপ্রিল 1, 2002 সালে তাতে করের সর্বনিম্ন হার রাখা হয়েছে:

(1) 5 %

(2) 7 %

(3) 10 %

(4) 12 %


46. ফ্রানজ কাফকা হলেন:

(1) চেক উপন্যাসিক

(2) জার্মান কবি

(3) স্পেনীয় নাট্যকার

(4) ইংরেজ প্রবন্ধকার


47. বিদেশী দ্রব্য বয়কট এবং স্বদেশী আন্দোলন যে ঘটনার পর শুরু হয়েছিল:

(1) বঙ্গভঙ্গ, 1905

(2) অবোধ অধিগ্রহণ, 1856

(3) রাণীর ঘোষণা, 1858

(4) নীল বিদ্রোহ, 1859-60


48. কারনান মালেশ্বরীর নাম যে ক্রীড়ার সঙ্গে সম্বন্ধিত:

(1) ব্যাডমিন্টন 

(2) অ্যাথেলেটিক্স `

(3) কবাড়ি

(4) ওয়েটলিফটিং


49. মানব শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত করে ?

(1) ফুসফুস

(2) হৃদপিন্ড

(3) বৃক্ক

(4) যকৃৎ


50. যদি দুটি সমধরণের বস্তুর মধ্যে নিখুঁত ইলাস্টিক কলিশন হয়, তাহলে:

(1) তাহলে তারা তাদের গতিবেগ আদানপ্রদান করে 

(2) একটি বস্তু থেমে যায় 

(3) দুটি বস্তুর গতিবেগ এক হয় 

(4) দুটি বস্তুর গতিবেগ শূন্য হয়


WB Police Practice Set PDF: Download Now


ANSWERS

1. (1) 2. (3) 3. (3) 4. (2) 5. (4) 6. (2) 7. (1) 8. (1) 9. (3) 10. (3) 11. (2) 12. (4) 13. (4) 14. (3) 15. (3) 16. (4) 17. (1) 18. (2) 19. (3) 20. (1) 21. (1) 22. (4) 23. (2) 24. (4) 25. (2) 26. (1) 27. (3) 28. (2) 29. (2) 30. (2) 31. (1) 32. (4) 33. (1) 34. (3) 35. (1) 36. (4) 37. (2) 38. (2) 39. (4) 40. (3) 41. (2) 42. (4) 43. (4) 44. (2) 45. (*) 46. (1) 47. (1) 48. (4) 49. (1) 50. (3)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.