WBP Preliminary Exam Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-13

WBP Preliminary Exam Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-13

WBP Preliminary Exam Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-13


WBP Preliminary Exam Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-13


1. মৃতের স্তুপ নামটি সিন্ধু সভ্যতার কোন শহরের সঙ্গে সম্পর্কিত ? 

(a) হরপ্পা 

(b) কালিবাগান

(c) মহেঞ্জোদাড়ো 

(d) চানহুদারো


2. সি.ডি. দেশমুখ নামটি কীজন্য বিখ্যাত 

(a) প্রথম অর্থকমিশনের প্রধান 

(b) রাজ্যসভার প্রথম চেয়ারম্যান 

(c) রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর 

(d) হাইকোর্টের প্রথম বিচারপতি 


3. নিম্নলিখিত রাষ্ট্রপতিগনের মধ্যে কার মৃত্যু কার্যরত অবস্থায় হয়েছিল ?

(a) ড : রাজেন্দ্র প্রসাদ 

(b) আর . ভেঙ্কটরমন

(c) ড : সর্বপল্লী রাধাকৃয়ান 

(d) ড : জাকির হোসেন 


4. 2011. সালের জনগননাটি স্বাধীন ভারতের কততম ? 

(a) যষ্ঠ 

(b) অষ্টম 

(d) উত্তরপ্রদেশ 

(c) সপ্তম 

(d) নবম 


5. জাতীয় পতাকার কোন অংশটি অগ্রগতির প্রতীক 

(a) গেরুয়া রঙ 

(b) সবুজ রঙ 

(c) সাদা রঙ 

(d) অশোক চক্র 


6. প্রসিদ্ধ স্থান তিরুপতি কোন রাজ্যে অবস্থিত 

(a) অন্ধ্রপ্রদেশ 

(b) উত্তরাল 

(c) মধ্যপ্রদেশ 

(d) উত্তরপ্রদেশ


7. হাওড়া ব্রীজ বা রবীন্দ্রসেতু কতসালে তৈরি হয়-

(a) 1945 

(b) 1941

(c) 1993 

(d) 1943


৪. নীচের উল্লিখিত সঠিক জোড়াটি নির্ণয় করো- 

(a) বেলুড়মঠ 1899 সালে নির্মিত 

(b) দক্ষিনেশ্বরের কালী মন্দির 1855 সালে নির্মিত 

(c) কালীঘাট মন্দির 1809 সালে নির্মিত 

(d) সবকটিই ঠিক 


9. ইতিহাসে কবিরাজ নামে খ্যাত ব্যক্তিটি হলেন- 

(a) অশোক 

(b) কনিষ্ক 

(c) সমুদ্রগুপ্ত 

(d) দ্বিতীয় চন্দ্র গুপ্ত 


10. বায়ুমণ্ডলের কোন স্তরে জেটবিমান বা প্লেন চলাচল করে ? 

(a) ট্রপোস্ফিয়ার 

(b) স্ট্রাটোস্ফিয়ার 

(c) মেসোস্ফিয়ার 

(d) আয়নোস্ফিয়ার 


11. ভারতের মোট বনভূমির পরিমান হল প্রায় 

(a) 12 % 

(b) 15 %

(c) 19.45 % 

(d) 25.25 % 


12. নিম্নলিখিত কোন শস্যটি উৎপাদনে ভারতের স্থান প্রথম 

(a) ধান 

(b) পাট

(c) আখ 

(d) কফি


13. ভারতের কোন রাজ্যটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয় ?

(a) বিহার 

(b) পশ্চিমবঙ্গ 

(c) অন্ধ্রপ্রদেশ 

(d) তামিলনাড়ু 


14. নিম্নলিখিত কোন নদীকে ভারতের দুঃখ বলা হয় ?

(a) গঙ্গা

(b) ব্রম্মপুত্র 

(c) দামোদর 

(d) তিস্তা 


15. রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে নূন্যতম -

(a) 25 বছর 

(b) 28 বছর 

(c) 30 বছর 

(d) 35 বছর 


16. ভারতীয় সংবিধানে মোট কয়প্রকার লেখ বা writ এর উল্লেখ রয়েছে-

(a) 5

(b) 6 

(c) 7 

(d) 4 


17. জরুরী অবস্থা সংক্রান্ত বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? 

(a) কানাডা 

(b) আমেরিকা 

(c) জার্মানী

(d) ফ্রান্স


18. ভারতবর্ষের বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা ? 

(a) CSO 

(b) ISI

(c) NSSO

(d) NSO


19. NDP এর পুরো কথাটি হল-

(a) National Domestic Product

(b) National Disposoble Product 

(c) Net Domestic Product 

(d) Natural Domestic Product 


20. ‘ জিপসাম ’ কোন ধাতুর আকরিক ?

(a) লোহা 

(b) ক্যালশিয়াম 

(c) সোডিয়াম

(d) ম্যাগনেশিয়াম 


21. উল্লেখযোগ্য সংবাদপত্র ‘ পিপলস ডেইলি ’ কোন দেশের ? 

(a) মার্কিন যুক্তরাষ্ট্র 

(b) পাকিস্তান

(c) ফ্রান্স

(d) চীন


22. বাতাসের শহর ও পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয় ?

(a) স্টকহোম 

(b) কুইটো 

(c) শিকাগো 

(d) ঢাকা 


23. প্রজাপতি অভয়ারন্য কোন রাজ্যে অবস্থিত ?

(a) কর্নাটক 

(b) পশ্চিমবঙ্গ 

(c) মধ্যপ্রদেশ 

(d) কেরালা 


24. পাঞ্জাবের স্বর্নমন্দিরের স্থপতি কে ? 

(a) গুরু রামদাস 

(b) মহারানা কুম্ভ 

(c) সওয়াই জয়সিং 

(d) অনন্তবর্মা 


25. লোকসভায়  জিরো আওয়ার (Zero hour) এর সর্বোচ্চ সময়সীমা কত ? 

(a) 30 মিনিট 

(b) 1 ঘণ্টা 

(c) 2 ঘণ্টা 

(d) অনির্দিষ্ট সময় 


Also Read:


26. ‘ জটায়ু ’ চরিত্রটির স্রষ্টা কে ? 

(a) সত্যজিৎ রায় 

(b) মাইকেল মধুসূদন 

(c) কাজী নজরুল ইসলাম 

(d) রবীন্দ্রনাথ ঠাকুর 


27. পশ্চিমবঙ্গের বনভূমির পরিমান হল প্রায়

(a) 10 শতাংশ 

(b) 14 শতাংশ

(c) 18 শতাংশ

(d) 20 শতাংশ


28. কোন কনিষ্ঠতম ক্রিকেট খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিল ?

(a) আজহারউদ্দিন 

(b) শচিন তেন্ডুলকর

(c) কপিলদেব

(d) নবাব পতৌদি 


29. ‘ স্ম্যাস ' কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ? 

(a) টেনিস

(b) ব্যাডমিন্টন

(c) ভলিবল

(d) হকি 


20. পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটি হল ?

(a) ডুরান্ড লাইন

(b) ম্যাকমোহন লাইন

(c) র্যাডক্লিফ লাইন

(d) ম্যাগিনট লাইন


31. ‘ গরবা ’ নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত ?

(a) গুজরাত

(b) মহারাষ্ট্র

(c) ওড়িশা

(d) হিমাচল প্রদেশ


32. কবে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজীকে মহাত্মা’উপাধি দেন ?

(a) 1913

(b) 1915

(d) 1918

(c) 1914


33. হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতে শীর্ষ স্থান অধিকার করে ?

(a) পশ্চিমবঙ্গ 

(b) পাঞ্জাব

(c) তামিলনাড়ু

(d) কর্ণাটক


34. সিন্ধু সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল ?

(a) সোনা

(b) তামা

(c) লোহা

(d) রূপা 


35. মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ?

(a) 22 জন 

(b) 26 জন

(c) 23 জন 

(d) 20 জন


36. তলোয়ার ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

(a) লালা লাজপত রায়

(b) ভগৎ সিৎ

(c) বিনায়ক দামোদর সাভারকার

(d) চাপের ভ্রাতৃদ্বয় 


37. 64 দিনের অনশনে যে বিপ্লবী মারা গিয়েছিলেন তিনি কে ?

(a) বটুকেশ্বর দত্ত 

(b) যতীন দাস 

(c) রাজগুরু 

(d) সুখদেব


38. নীচের কোন পদাধিকার ব্যতীত অন্য সবাইকে পার্লামেন্ট বিতাড়িত করতে পারে ?

(a) CAG (কম্পট্রোলার অ্যাণ্ডঅডিটর জেনারেল)

(b) সুপ্রীম কোর্টের বিচারপতি

(c) ইউ পি এস সির চেয়ারম্যান

(d) হাইকোর্টের বিচারপতি 


39. বর্তমানে সংবিধানেকটি মৌলিক অধিকার স্বীকৃত আছে ?

(a) 9 টি 

(b) 7 টি

(c) 5 টি

(d) 6 টি


 40. প্রথম অরগ্যানিকরাজ্যের তকমা পেয়েছে কোন রাজ্য ?

(a) ওড়িশা 

(b) গোয়া

(c) সিকিম

(d) বিহার


41. ‘ সিলিকন ভ্যালী অফ ইণ্ডিয়া ' কাকে বলা হয় ?

(a) বেঙ্গালুরুকে

(b) নাগপুরকে

(c) হায়দ্রাবাদকে

(d) আমেদাবাদকে 


42. ভারতীয় রেলের জাতীয়করণ করে হয়েছিল ?

(a) 1955 সালে

(b) 1950 সালে

(c) 1951 সালে

(d) 1952 সালে


43. তেলের প্রদীপের পলতের মাধ্যমে উপরে ওঠার কারণ কী ?

(a) তেল উদ্বায়ী

(b) তেল অত্যন্ত হালকা

(c) পৃষ্ঠটানের কারণে

(d) ব্যাপনের কারণে


44. একটি বায়ুর বুদবুদ জলে কেমন আচরণ করে ?

(a) উত্তল লেন্সের ন্যায়

(b) অবতল লেন্সের ন্যায়

(c) উত্তল দর্পনের ন্যায়

(d) অবতল দর্পনের ন্যায়


45. মানুষের রক্তে স্বাভাবিক PH এর মান কত ?

(a) 5

(b) 7.4

(c) 9

(d) 12


46. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহ্যত হয় ?

(a) সোডিয়াম

(b) নিয়ন

(c) আর্গন

(d) হিলিয়াম


47. কাপড় কাচার সোডা হল

(a) সোডিয়াম হাইড্রক্সাইড

(b) সোডিয়াম কার্বনেট

(c) ক্যালসিয়াম হাইড্রক্সাইড

(d) সোডিয়াম বাই-কার্বনেট


48. মানবদেহে কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় ?

(a) A 

(b) D 

(c) C 

(d) K 


49. হার্ট অ্যাটাকের কারণ কী ?

(a) রক্তে শর্করা 

(b) রক্তে কোলেস্টোরল

(c) রক্তে প্রোটিন 

(d) রক্তে ইউরিয়া


50. মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে ?

(a) আঙুল 

(b) মস্তিষ্ক

(c) বুক

(d) কোনটিই নয়


WB Police Practice Set PDF: Download Now


উত্তরমালা

1. (c) 2. (c) 3. (d) 4. (c) 5. (d) 6. (a) 7. (a) 8. (d) 9. (c) 10. (b) 11. (c) 12 : (b) 13. (c) 14. (b) 15. (c)  16. (a) 17. (c) 18. (a) 19. (c) 20. (b) 21. (d) 22. (c) 23. (a) 24. (a) 25. (b) 26. (a) 27. (b) 28. (d) 29. (c) 30. (c) 31. (c) 32. (b) 33. (c) 34. (c) 35. (c) 36. (c) 37. (b) 38. (c) 39. (d) 40. (c) 41. (a) 42. (c) 43. (c) 44. (b) 45. (b) 46. (a) 47. (b)  48. (b) 49. (b) 50. (d)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.