WBP Practice Set Book - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-6

WBP Practice Set Book - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-6

WBP Practice Set Book - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-6



WBP Practice Set Book - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-6


1. 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায় ? 

(1) আসামে 

(2) কেরলে

(3) পাঞ্জাবে

(4) বাংলায়


2. অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন কোন ছবিতে পিতাপুত্রের ভূমিকায় অভিনয় করেছেন ?

(1) বান্টি আউর বাবলি

(2) পহেলা 

(3) সরকার 

(4) রিফিউজি 


3. আগা খাঁ কাপ কোন খেলার পুরস্কার হিসেবে দেওয়া হয় ? 

(1) বিলিয়ার্ড

(2) বক্সিং

(3) হকি 

(4) ঘোড়দৌড় 


4. এই অভিনেতাকে ছোট নবাব’ও বলা হয় । এনার পিতা একজন ক্রিকেট খেলোয়াড় । ইনি কে ?

(1) শাহরুখ খান 

(2) সলমান খান 

(3) সৈফ আলি খান 

(4) আমির খান 


5. সঙ্গীতে এই শব্দগুলির পরিচয় কি মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর 

(1) রাগ

(2) তাল

(3) ঘরানা 

(4) বাদ্যযন্ত্র


6. কোন তুঘলক সুলতান তাঁর রাজধানী দিল্লী থেকে নিয়ে গেলেন দেবগিরি (দৌলতাবাদ) ? 

(1) ফিরোজ শাহ তুঘলক 

(2) গিয়াসউদ্দিন তুঘলক 

(3) মহম্মদ বিন তুঘলক 

(4) তুঘলক শাহ 


7. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীকূলে নির্মিত ? 

(1) ভদ্রা নদী

(2) ব্রাক্ষ্মণী নদী 

(3) দামোদর নদ 

(4) ভীমা নদী 


8. ইক্সিলাস ছিলেন একজন

(1) রোমান কবি 

(2) ইতালীয় কবি 

(3) গ্রীক কবি 

(4) রুশ কবি 


9. একটি বন্ধ ঘরের তাপমাত্রা 20 সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আদ্রর্তা 40 % । তাপমাত্রা 30 ° সেন্টিগ্রেড হলে আপেক্ষিক অর্দ্রতা 

(1) বাড়বে 

(2) অপরিবর্তিত থাকবে

(3) কমবে 

(4) ঘরের আয়তনের উপর নির্ভর করবে । 


10. ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে:

(1) লাল ধোঁয়া উৎপন্ন হয় 

(2) নীল শিখা দেখা যায়

(3)  হলুদ শিখা দেখা যায়

(4) কোন পরিবর্তন হয় না


11. ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র কোথায় ?

(1) তারাপুর

(2) নারেরা 

(3) কোটা 

(4) কলপক্কম 


12 নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই ?

(1) আগ্রা

(2) ফতেপুর সিক্রী

(3) লাহোর

(4) দিল্লী


13. ফুটবল খেলায় পাঁচবার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ ? 

(1) ইতালি

(2) আর্জেন্টিনা 

(3) ব্রাজিল

(4) ফ্রান্স 


14. 25 বছর আগে হারানো, টলিউডের কোন সেই প্রখ্যাত অভিনেতা যাঁর পৌত্রের সাথে । হেমন্ত মুখোপাধ্যায়ের পৌত্রী চিত্রাভিনয় করেছেন ?

(1) ধীরাজ ভট্টাচার্য 

(2) ছবি বিশ্বাস 

(3) উত্তম কুমার

(4) অনিল চট্টোপাধ্যায়


15. WTO- এর আগের নাম ছিল:

(1) UNCTAD

(2) GATT

(3) UNIDO

(4) OECD


16. যথাক্রমে ‘রাজতরঙ্গিনী’ ও ‘হর্ষচরিত’ -এর রচয়িতা হলেন:

(1) কলহন ও বানভট্ট

(2) কলহন ও হেমচন্দ্র

(3) বিহন ও বানভট্ট 

(4) বানভট্ট ও কলহন 


17. অ্যামোনিয়াম মলিবডেট হলুদ অধঃক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও 

(1) বোরেট দ্রবণে 

(2) ফসফেট দ্রবণে 

(3) সিলিকেট দ্রবণে 

(4) ফ্লুরাইড দ্রবণে 


18. ইন্ডিয়ান কাউন্সিলস্ অ্যাক্ট (1909) অন্য কোন্ নামে পরিচিত ?

(1) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার 

(2) মিন্টো-মর্লে সংস্কার 

(3) প্রাদেশিক স্বায়ওশাসন 

(4) পিটের ভারত শাসন আইন


19. সামুদ্রিক মৎস উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয়-

(1) কেরালা ও মহারাষ্ট্র উপকুলে

(2) মহারাষ্ট্র ও কর্ণাটক উপকুলে

(3) কর্ণাটক ও পশ্চিমবঙ্গ উপকুলে 

(4) পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র উপকুলে


20. জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলে:

(1) কমপোস্টিং

(2) কন্ডিশনিং

(3) ক্লিনজিং

(4) রিসাইক্লিং


21. “ জাতীয় বিজ্ঞান দিবস ” হল:

(1) 18 ফেব্রুয়ারী

(2) 28 ফেব্রুয়ারী

(3) 5 জুন

(4) 7 এপ্রিল


22. কোন ভারতীয় টেনিস খেলোয়াড়ের পিতা প্রাক্তন অলিম্পিক হকি খেলোয়াড় এবং মা প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ?

(1) মহেশ ভূপতি

(2) লিয়েন্ডার পেজ

(3) রমেশ কৃষ্ণান

(4) সানিয়া মির্জা


23. একটি P- টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ বহনকারী হল:

(1) ধনাত্মক হোল

(2) ধনাত্মক আয়ন

(3) ইলেকট্রন

(4) ঋণাত্মক অয়ন


24. কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ?

(1) আকবর 

(2) জাহাঙ্গীর 

(3) ঔরঙ্গজেব

(4) বাবর


25. “ দি আরগুমেন্টেটিভ ইণ্ডিয়ান ” গ্রন্থের রচয়িতা হলেন:

(1) বিমল জালান

(2) বিক্রম শেঠ

(3) অমর্ত্য সেন

(4) খুশবন্ত সিং


Also Read:


26. বর্তমানে জনসংখ্যা বিষয়ক জাতীয় কমিশন কার অধীনে ?

(1) পরিকল্পনা কমিশন

(2) মানব উন্নয়ন মন্ত্রক

(3) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

(4) স্বাস্থ্য মন্ত্রক


27. অক্ষয়কুমারের সাথে সিনেমায় একই সাথে মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড কাজ করেছেন দুই নায়িকার ভূমিকায় ?

(1) আন্দাজ

(2) আঁখে

(3) বেওয়াফা

(4) অ্যায়তরাজ


28. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1975 সালের 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল ?

(1) সার্বভৌম, সমাজতান্ত্রিক

(2)  সমাজতান্ত্রিক, ধর্ম-নিরপেক্ষ

(3) ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক

(4) গণতান্ত্রিক, প্রজাতন্ত্র 


29. ভারত ও পাকিস্থানের মধ্যে সীমানা চিহ্নিত

(1) লর্ড মাউন্টব্যাটেন

(2) স্যার সিরিল র্যাডক্লিফ

(3) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস

(4) লরেন্স


30. বুদ্ধের আসল নাম কি ?

(1) তথাগত

(2) সিদ্ধার্থ

(3) বোধায়ন

(4) সাক্য


31. ভারতীয় হিন্দু রাজাদের উপরে‘ স্বত্ববিলোপ নীতি আরোপিত করেছিলেন

(1) লর্ড কর্নওয়ালিস

(2) লর্ড ক্যানিং

(3) লর্ড ডালহৌসি

(4) লর্ড ওয়েলেসলী


32. ভারতের উপদ্বীপীয় অঞ্চলে মুখ্য সেচ ব্যবস্থা হল:

(1) খাল

(2) পুকুর/বদ্ধ জলাভূমি

(3) কুপ

(4) কোনটিই নয়


33. পৃথিবীর বৃহত্তম ফলটি হল:

(1) র্যাফেলেশিয়া

(2) সূর্যমুখী

(3) ডালিয়া

(4) গাঁদা


34. সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন:

(1) রাজনীতিবিদ

(2) স্নায়ুবিজ্ঞানী/মনঃসমীক্ষক

(3) পর্যটক

(4) ঔপন্যাসিক


35. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হল:

(1) ভানুসিংহ

(2) পরশুরাম

(3) বীরবল

(4) বনফুল


36. ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে:

(1) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1858

(2) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919

(3) দি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, 1909

(4) গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935


37. সুপ্রীম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায় ?

(1) সুচনা কালে সুপ্রীম কোর্টকে সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা

(2) বিট্রিশ শাসনকালে সুপ্রীম কোর্ট যে ক্ষমতা ভোগ করত

(3) আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত সমস্যায় সুপ্রীম কোর্টের বিচারের ক্ষমতা

(4) (a) ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্যের মধ্যে; অথবা

(b) একদিকে ভারত সরকার এবং এক বা ততোধিক রাজ্য বনাম এক বা ততোধিক রাজ্য;

(c) দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধের জন্য সুপ্রীম কোর্টের এক্তিয়ার 


38. ভারতের থোরিয়াম উৎপাদক রাজ্যগুলি স্থানগুলি হল:

(1) কেরালা, তমিলনাডু, রাঁচী, পুরুলিয়া

(2) মেদিনিপুর, ভাইজ্যাগ, সুন্দরবন

(3) গোয়া, মুম্বাই, নাগপুর

(4) মধ্যপ্রদেশ, জয়পুর, বারামুলা


39. চিনি শিল্পের অবস্থান ভারতে উত্তর থেকে দক্ষিণ দিকে স্থানান্তরিত হচ্ছে কারণ,

(1) সস্তা মজুরীর যোগান

(2) সম্প্রসারিত আঞ্চলিক বাজার

(3) সস্তা ও সুলভ শক্তির যোগান\


(4) অধিক ফলনশীল ও অধিক চিনিযুক্ত আখ উৎপাদন

40. নীচের সাপগুলির মধ্যে কোনটি বিষহীন ?

(1) কেউটে

(2) অজগর

(3) ভাইপার

(4) কোরাল


41. ভেনেজুয়েলার রাষ্ট্রপতির নাম হল:

(1) জ্যাক স্ট্র

(2) নিকোলাস মাদুরো

(3) কোফি আন্নান

(4) হুগো স্যাভেজ


42. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন ?

(1) 160 অনুচ্ছেদ

(2) 161 অনুচ্ছেদ

(3) 162 অনুচ্ছেদ

(4) 163 অনুচ্ছেদ


43. অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত কিসের প্রতীক ?

(1) দেশ 

(2) বিশ্বশান্তি

(3) মহাদেশ

(4) ক্রীড়া


44. MRI পুরো কথাটি কি ?

(1) মেন্টাল রেজনেন্স ইমেজিং

(2) ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং

(3) ম্যাগনেটিক রিপালসান ইমেজিং

(4) মেটাল ক্লিকেশন ইমেজিং


45. নীচের বইগুলির মধ্যে কোনটি নীরদ সি চৌধুরী লেখেন নি ?

(1) এ প্যাসেজ টু ইন্ডিয়া

(2) এ প্যাসেজ টু ইংল্যান্ড

(3) স্কলার এক্সট্রা-অর্ডিনারি

(4) দি কনটিনেন্ট অফ সার্সি


46. 1 নিউটন বল একটি 500 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে ত্বরণ হবে:

(1) 2 সেমি/সেকেন্ড2

(2) 5 মি/সেকেন্ড2

(3) 0.002 সেমি/সেকেন্ড2

(4) 2 সেমি সেকেন্ড2


47. নিম্নোক্ত কোন যৌগে সবচেয়ে দৃঢ় সমযোজ্যতা দেখা যায় ?

(1) BeCl2

(2) MgCl2

(3) CaCl2

(4) BaCl2


48. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর হল:

(1) বৈদ্যুতিক আধান

(2) বৈদ্যুতিক বিভব

(3) বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য

(4) বৈদ্যুতিক রোধ


49. জীবনানন্দ দাস লেখেন:

(1) পদাতিক

(2) বেলা বেলা কালবেলা

(3) বন্দীর বন্দনা

(4) পারাপার


50. সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সংশ্লিষ্ট:

(1) ফুটবল

(2) ক্রিকেট

(3) পোলো

(4) ভলিবল


WB Police Practice Set PDF: Download Now


ANSWERS

1. (2) 2. (3) 3. (4) 4. (3) 5. (3) 6. (3) 7. (2) 8. (3) 9. (3) 10. (1) 11. (1) 12. (3) 13. (3) 14. (3) 15. (2) 16. (1) 17. (2) 18. (2) 19. (1) 20. (2) 21. (2) 22. (2) 23. (4) 24. (1) 25. (3) 26. (3) 27. (1) 28. (2) 29. (2) 30. (2) 31. (3) 32. (2) 33. (1) 34. (2) 35. (1) 36. (4) 37. (4) 38. (1) 39. (4) 40. (2) 41. (2) 42. (4) 43. (3) 44. (2) 45. (1) 46. (4) 47. (1) 48. (3) 49. (2) 50. (1)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.