WBP Excise Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-9

WBP Excise Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-9

WBP Excise Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-9



WBP Excise Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-9


1. একটি উপাদান, যেটি সব যৌগে পাওয়া যায়, সেটি হল:

(1) কার্বন 

(2) ক্যালসিয়াম 

(3) নাইট্রোজেন 

(4) অক্সিজেন 


2. যখন সাধারন লবণ বরফের সঙ্গে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্ক: 

(1) কমে যায়

(2) বেড়ে যায়

(3) অপরিবর্তিত থাকে 

(4) প্রথমে কমে ও তারপর বাড়ে 


3. আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংঘটিত হয় যখন আপাতন কোণ সংকট কোণের থেকে ________ হয় । 

নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে শুন্যস্থানটি পূরণ কর:

(1) কম 

(2) বেশি 

(3) সমান

(4) দ্বিগুণ


4. শচীন চেন্ডুলকর ছাড়া 2013 সালে আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল ?

(1) ধ্যানচাঁদ

(2) এ পি জে আব্দুল কালাম 

(3) ভীমসেন যোশি 

(4) সি এন আর রাও 


5. জয় জওয়ান, জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার ?

(1) জহরলাল নেহেরু 

(2) লালবাহাদুর শাস্ত্রী 

(3) ইন্দিরা গান্ধী 

(4) মোরারজী দেশাই 


6. একাদশতম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল: 

(1) কুয়েত

(2) থাইল্যান্ড 

(3) ইরান 

(4) ব্রুনেই 


7. মিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি  অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান ?

(1) অক্সিজেন 

(2) নাইট্রোজেন 

(3) হাইড্রোজেন 

(4) ক্লোরিন 


8. বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক

(1) অমৃতা প্রীতম 

(2) ভরতেন্দু হরিশচন্দ্র 

(3) মুন্সি প্রেমচাঁদ 

(4) সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা


9. দুটি তার একই বস্তু দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের, কিন্তু একটি তারের ব্যাসার্ধ অপর তারের দ্বিগুণ । তাদের রোধের অনুপাত হল:

(1) 4 : 1

(2) 2 : 1 

(3) 1 : 2 

(4) 1 : 4 


10. শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না ? 

(1) জল

(2) ইস্পাত

(3) বায়ু 

(4) শুন্য মাধ্যম 


11. ভারত ও আফগানিস্থানের মধ্যবর্তী সীমারেখা যে নামে পরিচিত 

(1) রোভার্স লাইন 

(2) মার্টিমার লাইন 

(3) র্যাডক্লিফ লাইন 

(4) ডুরান্ড লাইন 


12. নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয় ?

(1) ব্রোঞ্জ 

(2) ব্রশি

(3) রাংঝাল

(4) গান মেটাল


13. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িৎ এর সুপরিবাহী ?

(1) হীরা

(2) অ্যানথ্রাসাইট

(3) গ্রানাইট

(4) গ্রাফাইট


14. যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়, সেটি হল:

(1) ভিটামিন A

(2) ভিটামিন B 

(3) ভিটামিন C

(4) ভিটামিন D


15. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতিবিদ্যার জনক বলে পরিচিত ? 

(1) রবার্ট হুক 

(2) জি জে মেন্ডেল 

(3) চার্লস ডারউইন 

(4) হুগো দ্য ড্রাইস 


16. ফুলের পুরুষ অংশকে বলা হয়: 

(1) পুংস্তবক 

(2) বৃতি 

(3) দলমণ্ডল 

(4) স্ত্রীস্তবক 


17. কোষের শক্তিঘর হল:

(1) প্লাস্টিড

(2) ক্লোরোপ্লাস্ট 

(3) গলগি বস্তু 

(4) মাইটোকন্ড্রিয়া


14. যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটি হল: 

(1) কেলভিন চক্র 

(2) সালোক সংশ্লেষ 

(3) ক্লোরোসিন্থেসিস 

(4) অন্ধকার বিক্রিয়া 


19. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ? 

(1) অক্সিন (Auxin) 

(2) জিব্বারেলিন (Gibbereline) 

(3) থাইরক্সিন (Thyroxin) 

(4) ইথাইলিন (Ethylene) 


20. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল ? 

(1) 1792 

(2) 1793 

(3) 1794 

(4) 1795 


21. আইন-ই-আকবরী এর লেখক হলেন:

(1) আকবর 

(2) বীরবল

(3) টোডরমল 

(4) আবুল ফজল


22. বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে ?

(1) জগদীশ চন্দ্র বোস 

(2) রবীন্দ্রনাথ ঠাকুর

(3) অজ্ঞানচন্দ্র ঘোষ

(4) প্রফুল্ল চন্দ্র রায়


23. অর্থশাস্ত্রের রচয়িতা কে ? 

(1) কালিদাস 

(3) কৌটিল্য 

(2) পাণিনি 

(4) হর্ষবর্ধন 


24. গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন ? 

(1) 1469 

(2) 1470 

(3) 1471 

(4) 1468 


25. ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে ভারতে ‘ ড্রেন তত্ব (Drain Theory) এর প্রবক্তা কে ছিলেন ? 

(1) সুরেন্দ্রনাথ ব্যানার্জি 

(2) দাদাভাই নরেজী 

(3) মতিলাল নেহেরু 

(4) সি আর দাস 


Also Read:


26. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ?

(1) প্রথম পুলকেশী 

(2) অমোঘবর্ষ 

(3) কৃষ্ণরাজ 

(4) দান্তিদুর্গ 


27. শুঙ্গ রাজ বংশের প্রতিষ্ঠাতা হলেন:

(1) পুষ্যমিত্র 

(2) অগ্নিমিত্র 

(3) দেবভূতি 

(4) কীর্তিবর্মন 


28. ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেছিলেন ?

(1) বীর সাভারকর 

(2) রমেশ চন্দ্র মজুমদার

(3) বাল গঙ্গাধর তিলক 

(4) বিপিন চন্দ্র পাল 


29. হরিষেনা কার মহাকবি ছিলেন ?

(1) অশোক 

(2) সমুদ্রগুপ্ত 

(3) চন্দ্রগুপ্ত 

(4) হর্ষবর্ধন


30. কোলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল ?

(1) 1856 

(2) 1857 

(3) 1875 

(4) 1880


31. শকদের বিখ্যাত রাজা ছিলেন; 

(1) নহপান 

(2) প্রথম রুদ্রদামন

(3) ঔষভদাতা

(4) ঘামাটিকা


32. কোন বছরে কোলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?

(1) 1767 

(2) 1784 

(3) 1787 

(4) 1790


33. 1932 সালে কে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন ?

(1) র্যামসে ম্যাকডোনাল্ড 

(2) ক্লিমেন্ট এটলী 

(3) লর্ড আরউইন

(4) স্ট্যাফোর্ড ক্রিপস 


34. মুদ্রারাক্ষসের রচয়িতা হলেন:

(1) শুদ্রক 

(2) কালিদাস 

(3) বাণভট্ট 

(4) বিশাখদত্ত 


35. নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন ?

(1) ঋকবেদ 

(2) সামবেদ 

(3) যজুর্বেদ 

(4) অথর্ববেদ


36. কোন গভর্নর জেনারেল সত্ত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ?

(1) লর্ড রিপন 

(2) লর্ড বেন্টিক

(3) লর্ড কার্জন

(4) লর্ড ডালহৌসি


37. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন ?

(1) সুনীতা উইলিয়ামস 

(2) কল্পনা চাওলা 

(3) অভিনব বিন্দ্রা 

(4) রাকেশ শর্মা 


38. কোন দেশে নায়গ্রা জলপ্রপাত অবস্থিত ?

(1) ইউ এস এ 

(2) ইউ কে 

(3) কানাড়া 

(4) মেক্সিকো 


39. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ? 

(1) গোদাবরী 

(2) মহানদী 

(3) কৃষ্ণা 

(4) কাবেরী 


40. ভারতীয় সেনা আকাডেমি কোথায় অবস্থিত ? 

(1) দেরাদুন 

(2) পুণে 

(3) ব্যাঙ্গালুরু 

(4) কানপুর 


41. পদাধিকারবলে রাজ্যসভার সভাপতি কে ? 

(1) রাষ্ট্রপতি 

(2) উপরাষ্ট্রপতি 

(3) প্রধানমন্ত্রী 

(4) রাজ্যসভায় বিরোধী দলের নেতা


42. কানাডায় রকিজ (Rockles) পর্বতমালার । উপর দিয়ে প্রবাহিত বায়ু প্রবাহের নাম :

(1) সিরোকো 

(2) মিস্ট্রাল 

(3) ফোয়েন 

(4) চিনুক 


43. আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াস যে দেশে অবস্থিত সেটি হল: 

(1) ইন্দোনেশিয়া 

(2) ফ্রান্স 

(3) জাপান 

(4) ইটালি


44. হিমালয় কোন প্রকারের পর্বত ?

(1) ক্ষয়িষ্ণু পর্বত 

(2) আগ্নেয় পর্বত 

(3) স্তুপ পর্বত 

(4) ভঙ্গিল পর্বত


45. ভারতে কোন একটি বিলকে অর্থবিলে প্রত্যয়িত করে কে ?

(1) অর্থমন্ত্রী 

(2) রাষ্ট্রপতি 

(3) প্রধানমন্ত্রী 

(4) লোকসভার স্পিকার 


46. কোন প্রকারের পর্বতে জীবাশ্ম পাওয়া যায় ?

(1) আগ্নেয় পর্বত 

(2) সুপ পর্বত 

(3) ভঙ্গিল পর্বত 

(4) অবশিষ্ট পূর্ণত 


47. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায় ?

(1) কৃষ্ণা

(2) গোদাবরী 

(3) কাবেরী 

(4) নর্মদা


48. সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকুরিক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে ?

(1) অনুচ্ছেদ 14

(2) অনুচ্ছেদ 19 

(3) অনুচ্ছেদ 15 

(4) অনুচ্ছেদ 16 


49. বায়ুমন্ডলের সবচেয়ে নিম্নস্তরের নাম হল:

(1) ট্রপোস্ফিয়ার (Troposphere) 

(2) স্ট্রাটোস্ফিয়ার (Stratospliere) 

(3) আয়নোস্ফিয়ার (lonosphere) 

(4) ওজনোস্ফিয়ার (Ozoospliere)


50. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছে ?

(1) 42 তম সংশোধনী

(2) 14 তম সংশোধনী

(3) 43 তম সংশোধনী

(4) 45 তম সংশোধনী


WB Police Practice Set PDF: Download Now


ANSWERS

1. (1) 2. (1) 3. (2) 4. (4) | 5. (2) 6. (4) 7. (3) ৪. (3) 9. (4) 10. (4) 11. (4) 12. (3) 13. (4) 14. (3) 15. (2) 16. (1) 17. (4) 18. (2) 19. (4) 20. (1) 21. (4) 22. (4) 23. (3) 24. (1) 25. (2) 26. (4) 27. (1) 28. (1) 29. (2) 30. (2) 31. (2) 32. (2) 33. (1) 34. (4) 35. (1) 36. (4) 37. (4) 38. (1) 39. (3) 40. (1) 41. (2) 42. (4) 43. (4) 44. (4) 45. (4) 46. (3) 47. (3) 48. (4) 49. (1) 50. (1)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.