WBP Excise Constable Main Exam Practice Set -পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-11

WBP Excise Constable Main Exam Practice Set -পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-11

WBP Excise Constable Main Exam Practice Set -পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-11



WBP Excise Constable Main Exam Practice Set -পুলিশ কনস্টেবল মডেল প্র্যাকটিস সেট পর্ব-11


1. র‍্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে ?

(a) ভারত ও পাকিস্তান 

(b) ভারত ও চীন 

(c) ভারত ও আফগানিস্তান 

(d) ফ্রান্স ও জার্মানী 


2. নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপরে গড়ে উঠেছে ? 

(a) মহানদী 

(b) গন্ডক 

(c) কৃষ্ণা

(d) তাপ্তি 


3. রাজীব গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত ? 

(a) দিল্লি

(b) হায়দ্রাবাদ 

(c) মুম্বাই

(d) আমেদাবাদ 


4. ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিউট কোথায় অবস্থিত ? 

(a) কানপুর 

(b) দুর্গাপুর 

(c) লক্ষ্মৌ

(d) ব্যাঙ্গালুরু 


5. প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান ‘অজন্তা গুহা' কোথায় অবস্থিত ?

(a) পাটনা (বিহার) 

(b) ভূপাল (মধ্যপ্রদেশ) 

(c) বিজাপুর (কর্ণাটক) 

(d) ঔরাঙ্গাবাদ (মহারাষ্ট্র) 


6. ঋকবৈদিক যুগে মরুৎ ছিল- 

(d) নদীর দেবী

(a) আকাশের দেবতা 

(c) পৃথিবীর দেবতা 

(b) বায়ুর দেবতা


7. বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন -এর আসল নাম কী ? 

(a) বিষ্ণুগুপ্ত 

(b) ফরিদ খাঁ

(c) রামতনু পাঁড়ে 

(d) রামচন্দ্র পান্ডুরঙ্গ


8. ভারতের বৃহত্তম টাঁকশালটি কোথায় অবস্থিত ?

(a) চেন্নাই

(b) দিল্লি 

(c) কলকাতা 

(d) নাসিক


9. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি ?

(a) গঁদ 

(b) ইউরিয়া

(c) উপক্ষার 

(d) অ্যামোনিয়া


10. বেকিং পাউডার আসলে কী ?

(a) সোডিয়াম নাইট্রেট

(b) সোডিয়াম বাই-কার্বনেট

(c) সোডিয়াম অক্সালেট

(d) সোডিয়াম সাইট্রেট


11. সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ?

a) 15 টি

(b) 18 টি

(c) 22 টি

(d) 28 টি


12. নীচের কোন রাজ্যটি ‘সেভেন সিস্টার’ -এর সদস্য ?

(a) পশ্চিমবঙ্গ

(b) ত্রিপুরা

(c) ওড়িশা

(d) বিহার


13. শব্দদূষণ পরিমাপক একক হল-

(a) হার্জ 

(b) ডেসিবেল

(c) ন্যানোমিটার

(d) সেন্টিবেল


14. রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

(a) কলকাতা

(b) দিল্লি

(c) মুম্বাই

(d) বেঙ্গালুরু


15. রাজ্য সরকারের আইন উপদেষ্টা কী নামে পরিচিত ?

(a) অ্যাডভোকেট জেনারেল

(b) অ্যাটর্নি জেনারেল 

(c) সলিসিটর জেনারেল 

(d) পাবলিক প্রসিকিউটর 


16. বিসমিল্লা খান -এর সঙ্গে জড়িত-

(a) তবলা 

(b) সরোদ 

(c) বাঁশি

(d) সানাই 


17. ‘ভরতনাট্যম’ কোন প্রদেশের নৃত্যশৈলী ? 

(a) তামিলনাড়ু 

(b) কেরল 

(c) অসম 

(d) কর্ণাটক 


18. বীরভূমের মহম্মদ বাজার কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত ? 

(a) চীনামাটি

(b) চুনাপাথর 

(c) ম্যাঙ্গানীজ 

(d) ডলোমাইট


19. গ্লুকোজের দহনে উৎপন্ন হয়-

(a) অক্সিজেন 

(b) কার্বন ডাই অক্সাইড 

(c) নাইট্রাস অক্সাইড 

(d) কার্বন মনোক্সাইড 


20. নিচের কোন তালিকায় পঞ্চায়েতী রাজ সম্পর্কে লিপিবদ্ধ আছে ? 

(a) অষ্টম

(b) দশম 

(c) একাদশ 

(d) দ্বাদশ 


21. ভারতে জাতীয় আয় পরিমাপ করে-

(a) অর্থ মন্ত্রক 

(b) জাতীয় উন্নয়ন পর্ষদ 

(c) সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন 

(d) ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট 


22. পশ্চিমবঙ্গের সঙ্গে নিচের কোন রাজ্যের সীমারেখা যুক্ত নেই ? 

(a) বিহার 

(b) ঝাড়খণ্ড 

(c) ওড়িশা 

(d) মধ্যপ্রদেশ 


23. নিচের কোনটি অ্যাসিডের অপরিহার্য উপাদান ? 

(a) অক্সিজেন 

(b) কার্বন ডাই অক্সাইড 

(c) হাইড্রোজেন 

(d) নাইট্রোজেন 


24. নিম্নলিখিত কোন রাষ্ট্রে বৃহত্তম তৈলক্ষেত্র আছে ?

(a) ভেনেজুয়েলা

(b) ইরান

(c) সৌদি আরব 

(d) রাশিয়া 


25. ‘মোহিনী অট্টম’ কোন প্রদেশের নৃত্যশৈলী ? 

(a) মণিপুর 

(b) কেরল 

(c) কর্ণাটক

(d) তামিলনাড়ু 


Also Read:

❏ বাংলা সাহিত্যের MCQ প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্ঠা Pdf

❏ বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা Pdf

❏ বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা সাহিত্যের Mcq প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা গ্রামার Pdf

❏ কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম মনে রাখার উপায়

❏ কবি সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা Pdf

❏ বিভিন্ন বিষয়ের জনক

❏ বাংলা সাহিত্য কর্মের প্রধান চরিত্র Pdf

❏ গুরত্বপূর্ণ বাংলা বই ও তার লেখক Pdf

❏ একই নামে ভিন্নধর্মী গ্রন্থ ও লেখক Pdf

❏ পুরষ্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর Pdf


26. ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী ? 

(a) যশোধরা 

(b) মহামায়া

(c) চিত্রাঙ্গদা 

(d) কুন্তি 


27. কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা ? 

(a) উদয়ন 

(b) অশোক 

(c) বিম্বিসার

(d) মহাপদ্ম নন্দ 


28. কে বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ আখ্যা দেন ? 

(a) জওহরলাল নেহেরু 

(b) মহাত্মা গান্ধী 

(c) মৌলনা আজাদ 

(d) সরোজিনী নাইডু 


29. ‘গদর পার্টি’ কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় ? 

(a) আমেরিকা, 1913 

(b) ইংল্যাণ্ড, 1917 

(c) ডেনমার্ক, 1921 

(d) স্কটল্যান্ড, 1925

 

30. 9 ° চ্যানেল অবস্থিত লাক্ষাদ্বীপ ও 

(a) মালদ্বীপ 

(b) আন্দামান

(c) মিনিকয়

(d) নিকোবর 


31. " Golden Revolution " কীসের সঙ্গে সম্পর্কযুক্ত ? 

(a) সার

(b) আলু

(c) ফুল চাষ 

(d) মশলা 


32. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজা কোনটি ? 

(a) গোয়া

(b) সিকিম

(c) অরুনাচল প্রদেশ 

(d) মেঘালয় 


33. 21 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কোন কাল ? 

(a) শীত কাল 

(b) গ্রীষ্ম কাল 

(c) বসন্তকাল 

(d) শরৎকাল


34. তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 

(a) লালা লাজপত রায় 

(b) ভগৎ সিং 

(c) বিনায়ক দামোদর সাভারকার 

(d) চাপের ভ্রাতৃদ্বয় 


35. রাজ্যপালের অবসর গ্রহণের বয়সসীমা কত ? 

(a) 60 বছর 

(b) 65 বছর

(c) 80 বছর

(d) কোনো নির্দিষ্ট সীমা নেই


36. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নবম তপশিলী সংযোজিত হয় ?

(a) প্রথম 

(b) দ্বিতীয়

(c) দশম 

(d) অষ্টম 


37. শিক্ষা কোন তালিকাভুক্ত ?

(a) কেন্দ্র তালিকায়

(b) রাজ্য তালিকায়

(c) যৌথ তালিকায়

(d) এ গুলির কোনটিই নয়


38. কত সালে সংবিধান সংশোধন করে এবং কোন ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে ?

(a) 2000 সালে 31 ধারায়

(b) 2005 সালে 31 (ক) ধারায়

(c) 2002 সালে 21 (ক) ধারায়

(d) 2003 সালে 31 (গ) ধারায়


39. কত সালে রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ কার্যকরী হয় ?

(a) আগস্ট, 1947 

(b) জানুয়ারি, 1949 

(c) জুন 1934 

(d) আগস্ট 1969 


40. ‘আন্তজার্তিক বন’ দিবস কবে ?

(b) 5 জুন

(a) 21 মার্চ

(c) 10 জুলাই

(d) 11 জুলাই


41. “Numbers Do lie” বইটি কার লেখা ?

(a) আজিঙ্কা রাহানে

(b) শচীন তেণ্ডুলকর

(c) আকাশ চোপড়া

(d) রাহুল দ্রাবিড়


42. পশ্চিমবঙ্গে 21 তম জেলা কোনটি

(a) ঝাড়গ্রাম

(b) জলপাইগুড়ি

(c) কালিম্পং

(d) পশ্চিম বর্ধমান


43. ‘বিভেদ প্রভেদ’ পরিমাপক যন্ত্রটি হল-

(a) পোটনশিও মিটার

(b) অ্যামিটার

(c) ভোল্ট মিটার

(d) গ্যালভানো মিটার


44. E = mc2 সমীকরণে C কী প্রকাশ করে ?

(a) তড়িৎ প্রবাহকে 

(b) ধারকত্বকে 

(c) শূন্য মাধ্যমে আলোর বেগকে 

(d) যে-কোন ধ্রুবককে 


45. নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ? 

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) হিলিয়াম

(d) কার্বন-ডাই-অক্সাইড


46. কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড থাকে ?

(a) আম

(b) আপেল

(c) আমলকী

(d) কমলালেবু


47. A IDS রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধ কোনটি ?

(a) জিডোভুডিন

(b) মিকোনোজাল

(c) ননোক্সিনল 9

(d) ভিরাজোল


48. রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ কোনটি ?

(a) ফিলোকুইনন

(b) থিয়ামিন

(c) সায়ানোকাবালামিন

(d) হেপারিন


49. AIDS-এর সম্পূর্ণ নাম কী ? 

(a) Acquired Immune Discase Syndrome 

(b) Acquired Immunity Deficiency Syndrome 

(c) Acquired Immuno Deficiency Syndrome 

(d) Acquired Infection Deficiency Syndrome


50. 21 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কোন কাল ? 

(a) শীত কাল 

(b) গ্রীষ্ম কাল 

(c) বসন্তকাল 

(d) শরৎকাল


WB Police Practice Set PDF: Download Now


উত্তরমালা

1. (a) 2. (c) 3. (b) 4. (a) 5. (d) 6. (b) 7. (c) 8. (c) 9. (a) 10. (b)11. (c) 12. (b) 13. (b) 14. (c) 15. (a) 16. (d) 17. (a) 18. (a) 19. (b) 20. (C) 21. (c) 22. (d) 23. (c) 24. (a) 25. (b) 26. (a)  27. (a) 28. (b) 29. (a) 30. (c)  31. (c) 32. (c) 33. (a) 34. (c) 35. (d) 36. (a) 37.C 38. (C) 39. (b) 40. (a) 41. (C) 42. (c) 43. (C) 44. (c) 45. (d) 46. (d) 47. (a) 48. (d) 49. (C) 50. (a)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.