WBP Constable Preliminary Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-4
WBP Constable Preliminary Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-4
1. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ?
(1) হিমালয়
(2) ভারত মহাসাগর
(3) অ্যান্টাটিকা
(4) আরব সাগর
2. নিন্মে উল্লেখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উৎপাদন ক্ষমতা (মেগাওয়াট) সবচেয়ে বেশি ?
(1) শবরীগিরি (কেরালা)
(2) কয়না (মহারাষ্ট্র)
(3) ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)
(4) কুনডা (তামিলনাড়ু)
3. বাবরনামার লেখক ছিলেন:
(1) আবুল ফজল
(2) ফিরদৌসি
(3) আফিফ
(4) বাবর
4. কোন বছরে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ?
(1) 1854
(2) 1857
(3) 1860
(4) 1874
5. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
(1) জহরলাল নেহেরু
(2) সর্দার প্যাটেল
(3) জে বি কৃপালণি
(4) আবুল কালাম আজাদ
6. শাল হচ্ছে এক ধরণের:
(1) সরল বর্ণীয় বৃক্ষ
(2) চিরসবুজ বৃক্ষ
(3) ম্যানগ্রোভ
(4) পর্ণমোচী বৃক্ষ
7. নিচের কোনটি একটা এন্ডেমিক উদ্ভিদ ?
(1) কুয়েরকার ইনকানা
(2) এলিউসাইন কোরাকানা
(3) ফোয়েনিক্স প্যালুডোসা
(4) কাইডিয়া ক্যালিসিনা
8. নিন্মলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী ?
(1) লোহিত মৃত্তিকা
(2) রেগুর
(3) পলল মৃত্তিকা
(4) ফ্ল্যাটেরাইট
9. কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন ?
(1) বিম্বিসার
(2) বিন্দুসার
(3) অশোক
(4) কালশোক
10. আফ্রিকান ইউনিয়ন এর শীর্ষ সম্মেলন কোথায় হয় ?
(1) সোমালিয়া
(2) উগান্ডা
(3) দক্ষিণ আফ্রিকা
(4) জিম্বাবোয়ে
11. নিন্মলিখিত কোনটি ম্যাচিং দল নয় ?
(1) ক্রে ফিস, ক্যাটল ও হ্যাগ ফিস
(2) স্টার ফিস, সি-আরচিন, সি-কুকামবার
(3) আরসোলা, কাঁকড়া ও মাকড়সা
(4) তিমি, টিকটিকি ও ব্যাঙ
12. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
(1) জহরলাল নেহেরু
(2) দাদাভাই নরেজি
(3) মহাত্মা গান্ধী
(4) উপরের কেউই নন
13. ভারতীয় সংবিধানের ২৪ তম ধারায় কোন কারখানায় শিশুদের নিযোগ নিষিদ্ধ, যদি তাদের বয়স হয়
(1) ১৪ বছরের কম
(2) ১২ বছরের কম
(3) ৭ বছরের কম
(4) ১৫ বছরের কম
14. রাজ্য তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রযোজন হয়:
(1) জাতীয় স্বার্থে
(2) সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে
(3) শিক্ষা এবং সামাজিক সুযোগ সু -বিধার বিষয়ে তুলনামুলক ভাবে ধনুন্নত সম্প্রদায়ের স্বার্থে (4) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে
15. প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড রযেছে ?
(1) অশোক
(2) চন্দ্রগুপ্ত মৌর্য
(3) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(4) সমুদ্রগুপ্ত
16. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(1) এম এন যোশি
(2) জহরলাল নেহেরু
(3) লালা লাজপত রায়
(4) মুজাফর আহমেদ
17. কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে ?
(1) জহরলাল নেহেরু
(2) মহাত্মা গান্ধী
(3) বল্লভভাই প্যাটেল
(4) উঃ রাজেন্দ্র প্রসাদ
18. 3-5 % পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভলকানাইজেশন বলে, তা হল:
(1) গন্ধক
(2) চুন
(3) পটাসিয়াম পারম্যাঙ্গানেট
(4) ন্যাপথলিন
19. লওরা চিন চিলা কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান ?
(1) ব্রাজিল
(2) চিলি
(3) আর্জেন্টিনা
(4) কোস্টারিকা
20. সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল:
(1) 24 তম সংশোধনী
(2) 42 তম সংশোধনী
(3) 43 তম সংশোধনী
(4) 44 তম সংশোধনী
21. নিউক্লীয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল:
(1) ফিসন (বিভাজন)
(2) ফিউজন (সংশ্লেয়ন)
(3) স্প্যাগেশন
(4) নিউট্রন অভিশোষণ
22. পিতল নিন্মোক্ত ধাতুদ্বয়ের সংকর:
(1) লোহা ও তামা
(2) তামা ও টিন
(3) তামা ও অ্যালমুনিয়াম
(4) তামা ও দস্তা
23. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমন করেছিলেন ?
(1) ইলতুৎমিস
(2) আলাউদ্দিন খলজি
(3) হিযাসুদ্দিল বলবন
(4) মহম্মদ বিন তুঘলক
24. পৃথিবীর বৃহত্তম সৌর শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় কোন দেশে চালু হয়েছে । সাম্প্রতিক সময়ে ?
(1) মার্কিন যুক্তরাষ্ট্র
(3) স্পেন
(2) ইংল্যান্ড
(4) জাপান
25. হলদিয়া একটি:
(1) পেট্রো-রসায়ন শিল্প কেন্দ্র
(2) গভীর সমুদ্রে মৎস চাষ কেন্দ্র
(3) লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র
(4) কারিগরি শিল্প কেন্দ্র
Also Read:
❏ চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর
❏ গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ
❏ জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম
❏ ভিটামিনের নাম উৎস ও অভাবজনিত রোগ
❏ বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম ও পাঠ্য বিষয়
❏ কীটপতঙ্গের বর্গের নামের তালিকা
❏ সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর
❏ প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম
❏ সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য
26. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সুচিত হয়েছিল ?
(1) তৃতীয়
(2) চতুর্থ
(3) পঞ্চম
(4) ষষ্ঠ
27. প্রথম বিশ্ব ক্লাসিক্যাল তামিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
(1) চেন্নাই
(2) তিরুচিরাপল্লী
(3) কোয়েম্বাটুর
(4) মহাবলীপুরম
28. গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল ?
(1) নিউইয়র্ক
(2) টোকিও
(3) সানফ্রান্সিসকো
(4) লাহোর
29. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই
(1) হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার
(2) জলবিদ্যুৎ উৎপাদনের জন্য
(3) চাষের জমিতে জল সরবরাহের জন্য
(4) উপরের কোনটিই নয়
30. ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
(1) ভারত ও পাকিস্তান
(2) ভারত ও চিন
(3) ভারত ও নেপাল
(1) ভারত ও বাংলাদেশ
31. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়
(1) নীল আলোয়
(2) কমলা আলোয়
(3) সবুজ আলোয়
(4) লাল আলোয়
32. নিন্মলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল ?
(1) নাগাল্যান্ড
(2) মণিপুর
(3) আসাম
(4) অরুণাচল প্রদেশ
33. উদ্ভিদ কোষের মুল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হল:
(1) সেলুলোজ
(2) সুক্রোজ
(3) স্টার্চ
(4) লিগনিন
34. উদারনীতির অর্থ:
(1) শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ
(2) ক্ষুদ্র শিল্পের সারণী থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা
(3) এমআরটিপি সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া
(4) কোনটিই নয়
নববই এর দশকে ভারত সরকার কোনগুলি গ্রহণ করেছিল ?
(1) 1, 2 এবং 3
(2) 1 এবং 2
(3) 1 এবং 3
(4) 2 এবং 3
35. দিল্লির কোন সুলতান একটি অশোকস্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?
(1) ইলতুৎমিস
(2) আলাউদ্দিন খলজি
(3) মুহম্মদ বিন তুঘলক
(4) ফিরোজ শাহ তুঘলক
36. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিন্মলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষন করা হয় ?
(1) টোপোগ্রাফিক্যাল মানচিত্র
(2) স্যাটেলাইট ইমেজারি
(3) জিআইএস
(4) অক্সফোর্ড অ্যাটলাস
37. 2001 সালের জনগণনা অনুযায়ী সর্বভারতীয় লিঙ্গানুপাত কত ?
(1) 875 মহিলা প্রতি 100 পুরুষে
(2) 975 মহিলা প্রতি 1000 পুরুষে
(3) 950 মহিলা প্রতি 100 পুরুষে
(4) 933 মহিলা প্রতি 1000 পুরুষে
34. ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ?
(1) 1880
(2) 1883
(3) 1885
(4) উপরের কোনটিই নয়
39. অধীনতামুলক মিত্ৰতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?
(1) ডালহৌসি
(2) ক্যানিং
(3) ওয়েলেসলি
(4) ওয়ারেন হেস্টিংস
40. একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কি ?
(1) 8 %
(2) 8.5 %
(3) 9 %
(4) 8.1 %
41. বাংলার নীল বিদ্রোহ ঘটেছিল এই বছরে:
(1) 1859
(2) 1860
(3) 1863
(4) 1869
42. কোন অঞ্চল দখলের জন্য বাহমণি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হত ?
(1) মাদুরাই
(2) বরঙ্গল
(3) মালাবার
(4) রায়চুর দোয়ার
43. নিন্মলিখিত শিল্পগুলির মধ্যে কোনটিতে আশির দশক থেকে উচ্চ উন্নয়নের হার পরিলক্ষিত হয়েছে:
(1) মুলধনী দ্রব্যের শিল্প
(2) মধ্যবর্তী দ্রব্যের শিল্প
(3) স্থায়ী বোগদ্রব্যের শিল্প
(4) অস্থায়ী বোগদ্রব্যের শিল্প
44. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন
(1) লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা
(2) লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
(3) কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
(4) কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা
45. সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মুলত
(1) বৃষ্টিনির্ভর একফসলি চাষ করে
(2) ভ্রমণার্থীদের পরিষেবা প্রদান করে
(3) মাছ ধরে
(4) বাঁধ নির্মাণ করে
46. নিন্মলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত ?
(1) কৃষি
(2) শ্রমিক কল্যাণ
(3) জনস্বাস্থ্য
(4) বিমা ব্যবস্থা
47. কোন রাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী ন্যাওটো কান ?
(1) চিন
(2) রিপাবলিক অফ নর্থ কোরিয়া
(3) জাপান
(4) মালয়েশিয়া
48. দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন ?
(1) কুতুবুদ্দিন আইবক
(2) ইলতুৎমিস
(3) বলবন
(4) আলাউদ্দিন খলজি
49. সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুর্নবিবেচনার জন্য সেটি হল
(1) প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যের সম্পর্ক
(2) আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক
(3) শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক
(4) কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক
50. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত
(1) আসাম ও বাংলাদেশ
(2) বিহার ও ঝাড়খন্ড
(3) সিকিম ও ভুটান
(4) উডিশা ও ঝাড়খন্ড
1. (3) 2. (2) 3. (4) 4. (2) 5. (3) 6. (4) 7. (1) 8. (2) 9. (2) 10. (3) 11. (4) 12. (2) 13. (4) 14. (1) 15. (2) 16. (1) 17. (2) 18. (1) 19. (4) 20. (2) 21. (1) 22. (1) 23. (1) 24. (1) 25. (1) 26. (1) 27. (2) 28. (3) 29. (1) 30. (2) 31. (3) 32. (4) 33. (1) 34. (1) 35. (4) 36. (3) 37. (4) 38. (2) 39. (3) 40. (3) 41. (1) 42. (4) 43. (3) 44. (1) 45. (1) 46. (2) 47. (3) 48. (1) 49. (4) 50. (1) 51. (2) 52. (1)
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box