WBP Constable Practice Set Book - পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-10

WBP Constable Practice Set Book - পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-10

WBP Constable Practice Set Book - পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-10



WBP Constable Practice Set Book - পুলিশ কনস্টেবল মডেল প্রশ্ন উত্তর পর্ব-10


1. উত্তর-পূর্বাঞ্চলের যে নৃত্যশৈলিটি খুবই জনপ্রিয়:

(1) লাই হারোবা 

(2) পারহাউন 

(3) রুফ 

(4) ভাঙ্গরা 


2. CRIS অর্থাৎ: 

(1) সেন্টার ফর রেলওয়ে ইন্টারন্যাল সার্ভিসেস 

(2) সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস 

(3) সেন্টার ফর রেল এ্যান্ড ইন্ডিয়ান স্টেশনস 

(4) সেন্টার ফর রেলওয়ে ইন্টান্যাশানাল সার্ভিসেস 


3. নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে ?

(1) উত্তর প্রদেশ 

(2) হিমাচল প্রদেশ 

(3) জম্মু ও কাশ্মীর 

(4) হরিয়াণা 


4. নিচে দেওয়া পৃথিবীর অত্যাশ্চর্যগুলির মধ্যে যেটি এখনও টিঁকে রয়েছে: 

(1) ইজিপ্টের পিরামিড

(2) রোডসের কলোসাস 

(3) আলেকজান্দ্রিয়ার ফারাও 

(4) অলিম্পিয়ায় যীশুর মুর্তি 


5. দেবদাসের রচয়িতা: 

(1) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(2) বিক্রম শেঠ 

(3) মুন্সি প্রেমচাঁদ 

(4) রবীন্দ্রনাথ ঠাকুর 


6. কোর্ট হচ্ছে যে খেলার স্থান: 

(1) ব্যাডমিন্টন 

(2) লন টেনিস 

(3) বাস্কেটবল

(4) উপরের সবকটিই


7. নিচে দেওয়া যে শব্দটি ফুটবলের সঙ্গে সম্বন্ধিত নয়:

(1) ফরোয়ার্ড 

(2) কর্ণার 

(3) পাস 

(4) পেনাল্টি কর্ণার


8. নিন্মলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি একটি মুক্ত বিশ্ববিদ্যালয় ? 

(1) কোলকাতা বিশ্ববিদ্যালয় 

(2) মুম্বাই বিশ্ববিদ্যালয় 

(3) ইগনু 

(4) নালন্দা বিশ্ববিদ্যালয়


9. নিচে দেওয়া কোন রাজ্যটি ভারতের মধ্যে সবচেয়ে বেশি পশম উৎপাদন করে ?

(1) পাঞ্জাব 

(2) হরিয়াণ

(3) গুজরাট

(4) উত্তর প্রদেশ


10. হড়প্পা সংস্কৃতি যে যুগের সঙ্গে সম্বন্ধিত: 

(1) লৌহ যুগ

(2) ব্রোঞ্জ যুগ 

(3) তাম্র যুগ 

(4) প্রস্তর যুগ


11. কে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন 1025 খ্রিষ্টাব্দে ?

(1) গজনির মহম্মদ

(2) মহম্মদ ঘোরি

(3) চেঙ্গিজ খান

(4) তৈমুর লং


12. প্রথম যে ইউরোপিয়ানেরা ভারতে এসেছিলেন ?

(1) ব্রিটিশ

(2) ফরাসি

(3) ওলন্দাজ 

(4) পর্তুগিজ 


13. বানিহাল কোন রাজ্যের গুরুত্বপুর্ণ গিরিপথ ?

(1) জম্মু ও কাশ্মীর 

(2) হিমাচল প্রদেশ 

(3) উত্তরাখন্ড 

 (4) সিকিম 


14. 1857 সালের মহাবিদ্রোহের পর কোন মুঘল শাসককে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছিল ?

(1) প্রথম বাহাদুর শাহ 

(2) দ্বিতীয় আকবর

(3) দ্বিতীয় শাহ আলম

(4) বাহাদুর শাহ জাফর


15. বক্সারের যুদ্ধ কখন হয়েছিল ?

(1) 1757 সালে

(2) 1760 সালে

(3) 176 সালে

(4) 1768 সালে


16. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন:

(1) স্যার সৈয়দ আহমেদ খান

(2) মৌলানা আজাদ

(3) বদ্দিন তৈয়াবজি

(4) উপরোক্ত কেউই নন


17. কোন শিখগুরু শিখেদের খালসা নামক সংগঠনটি তৈরি করেছিলেন ?

(1) গুরু তেগ বাহাদুর

(2) গুরু গোবিন্দ সিং

(3) গুরু অঙ্গদ

(4) গুরু হর গোবিন্দ


18. কোন যুগে গান্ধার শিল্পকলা চরম উৎকর্যতা লাভ করেছিল ?

(1) মৌর্য যুগে 

(2) গুপ্ত যুগে 

(3) কুষাণ যুগে 

(4) হর্ষ যুগে


19. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্ণর জেনারেল কে ছিলেন ? 

(1) সি রাজাগোপালাচারী 

(2) মৌলানা আজাদ

(3) সর্দার প্যাটেল

(4) রাজেন্দ্র প্রসাদ


20. লোকসভার সর্বোচ্চ সদস্যের সংখ্যা কত ?

(1) 530 

(2) 540 

(3) 550 

(4) 552 


21. মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান হন ?

(1) চেয়ারপার্সন 

(2) কাউন্সিলার 

(3) মেয়র 

(4) কালেক্টর 


22. নিন্মলিখিত কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ? 

(1) আমেরিকা 

(2) ইংল্যান্ড 

(3) ফ্রান্স

(4) পেন


23. নিন্মলিখিত কোনটি একটি চেকের ধরণ নয় ?

(1) ক্রসড় চেক

(2) ব্ল্যাঙ্ক চেক

(3) স্পিড চেক

(4) ব্যোরার চেক


24. ATM এর পুরো কথাটি হল-

(1) এনি টাইম মানি 

(2) অল টাইম মানি 

(3) অটোমেটেড টেলার মেসিন 

(4) অটোমেটিক টেলিং মেসিন 


25. দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে মন্ত্রক থেকে: 

(1) সমাজকল্যাণ 

(2) করপোরেট অ্যাফেয়ারস 

(3) স্বরাষ্ট্র মন্ত্রক

(4) তথ্য এবং সম্প্রচার 


Also Read:

❏ 1000+ জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

❏ উদ্ভিদ কলাতন্ত্র - Plant tissue in Bengali

❏ জীবন বিজ্ঞান বই Pdf

❏ 1000+ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর Pdf

❏ উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম

❏ জীবন বিজ্ঞান Oneliner Book Pdf

❏ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর Pdf

❏ Endocrine Glands - অন্তঃক্ষরা গ্রন্থি Pdf

❏ সাধারণ বিজ্ঞান জিকে প্রশ্নোত্তর

❏ জীবন বিজ্ঞান বই Pdf

❏ জীবন বিজ্ঞান (জনন) Pdf

❏ জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Pdf

❏ সালোকসংশ্লেষণ ও শ্বসন Pdf

❏ Vitamin (ভিটামিন) - Vitamins Pdf 


26. জম্মু ও কাশ্মীরের একটি জনপ্রিয় নৃত্যশৈসি হল:

(1) গর্ব 

(2) ছৌ

(3) চকরি

(4) বিহু


27. তামিলনাড়ুর কালাপক্কম যে কারণে বিখ্যাত, তা হল:

(1) তৈল শোধনাগার 

(2) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 

(3) চালের উৎপাদন

(4) জল বিদ্যুৎ কেন্দ্র 


24. কোন ছোট বস্তুকে বড় করে দেখতে যে যন্ত্র ব্যবহার করা হয় তা হল:

(1) টেলিস্কোপ

(2) ম্যাক্রোস্কোপ

(3) মাইক্রোস্কোপ

(4) স্টেথোস্কোপ


29. 'Otis' নামটি সম্বন্ধিত হচ্ছে:

(1) টেলিগ্রাফ

(2) সাবমেরিন

(3) কমপিউটার

(4) লিফট


30. কমপিউটার নেটওয়ার্কিং সম্বন্ধিত এর সঙ্গে LAN, এর পুরো কথাটি হল:

(1) স্যান্ড এরিয়া নেটওয়ার্ক

(2) লোকাল এরিয়া নেটওয়ার্ক

(3) লোক্যলি এ্যান্ত নন লোকাল

(4) ল্যান্ড অ্যান্ড নেটওয়ার্ক


31. মহাভারত রচনা করেছিলেন:

(1) মহর্ষি বেদব্যাস

(3) বাল্মীকি

(2) কালিদাস

(4) তুলসিদাস 


32. লোকপাল বিল আন্দোলনের সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তিত্ব হলেন:

(1) মেধা পাটেকর

(2) আন্না হাজারে 

(3) সোনিয়া গান্ধী

(4) বাবা আমতে


33. ভারতীয় বংশোদ্ভুত জুবিন মেহেতা হলেন-

(1) গায়ক

(2) চিত্রকর

(3) যন্ত্রবাদক

(4) কবি


34. নিচে দেওয়া কোন স্টেডিয়ামটি দিল্লিতে অবস্থিত নয় ?

(1) চিপক স্টেডিয়াম

(2) শিবাজি স্টেডিয়াম

(3) জহরলাল নেহেরু স্টেডিয়াম

(4) ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম 


35. I.S.T, এবং G.M.T. এর মধ্যে সময়ের

 (1) 5 ঘন্টা

(2) 5 ঘন্টা এবং 15 মিনিট

(3) 5 ঘন্টা এবং 30 মিনিট

(4) 5 ঘণ্টা এবং 15 মিনিট


36. পৃথিবীর বৃহত্তম বদ্বীপীয় সমতলভুমি হচ্ছে:

(1) মেসোপটেমিয়ার সমতলভূমি

(2) গঙ্গা-ব্রক্ষ্মপুত্ৰ সমতলভূমি

(3) ইরাওয়া-ডে সমতলভূমি

(4) টাইগ্রিস-ইউফ্রেটাস সমতলভূমি


37. সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে ?

(1) যমুনা

(2) নর্মদ

(3) শতদ্রু

(4) ভাগীরথী


38. নিন্মলিখিত কোন ব্যক্তি Art of Living এর প্রচারক ?

(1) শ্রী শ্রী রবিশংকর

(2) স্বামী রামদেব

(3) স্বামী অগ্নিবেশ

(4) রজনীশ


39. মোবাইল সেট ব্ল্যাকবেরি কোন কোম্পানি তৈরি করে ?

(1) নোকিয়া

(2) স্যামসং

(3) মটোরোলা

(4) RIM 


40. জলের স্রোত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বলে:

(1) জিওথার্মাল পাওয়ার 

(2) থার্মাল পাওয়ার 

(3) হাইড্রো ইলেকট্রিসিটি

(4) অপ্রচলিত শক্তি


41. রবার চাষ বেশি দেখা যায়:

(1) মালয়েশিয়া

(2) কানাড়া

(3) আলাস্কা

(4) মেক্সিকো


42. দেরাদুন অংশ হচ্ছে 

(1) হিমাদ্রি

(2) হিমাচল 

(3) শিবলিক 

(4) গারোয়াল পর্বত 


43. পশ্চিম উপকুলের দক্ষিণ অংশকে বলা হয়:

(1) কন্নড

(2) কোঙ্কন

(3) দক্ষিণ সিরকার

(4) মালাবর


44. ভাহীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে যে স্থানে:

(1) হরিদ্বার

(2) দেবপ্রয়াগ

(3) দেরাদুন

(4) গোমুখ


45. নর্মদা নদীর উৎস হচ্ছে:

(1) সতপুরা

(2) ব্রক্ষ্মগিরি

(3) অমরকন্টক

(4) গঙ্গোত্রী


46. মনসুন শব্দটি নেওয়া হয়েছে:

(1) ল্যটিন শব্দ 

(2) সংস্কৃত শব্দ 

(3) উর্দু শব্দ 

(4) আরবিক শব্দ 


47. এল নিনো হচ্ছে:

(1) একটি উষ্ণ সামুদ্রিক স্রোত

(2) সাইক্লোন

(3) পথি

(4) আফ্রিকার একটি জঙ্গল


48. নিচে উল্লেখিত কোন ধাতুটি একটি তরল ?

(1) মার্কারি 

(2) সোডিয়াম

(3) অ্যালুমিনিয়ম

(4) জিঙ্ক


49. সাঁ সাঁ শব্দকারী কোন গ্যাস পানীয়ে দ্রবীভূত থাকে ?

(1) আর্গন

(2) অক্সিজেন

(3) কার্বন ডাইঅক্সাইড

(4) কার্বন মনোক্সাইড


50. মানুষের চোখের কাজ যার মতন:

(1) ক্যামেরা

(2) টেলিস্কোপ

(3) মাইক্রোস্কোপ

(4) পেরিস্কোপ


WB Police Practice Set PDF: Download Now


ANSWERS

1. (1) 2. (2) 3. (1) 4. (2) 5. (1) 6. (4) 7. (4) 8. (3) 9. (1) 10. (2) 11. (1) 12. (4) 13. (1) 14. (4) 15. (3) 16. (1) 17. (2) 18. (3) 19. (1) 20. (4) 21. (3) 22. (4) 23. (3)  24. (3) 25. (4) 26. (3) 27. (2) 28. (3) 29. (4) 30. (2) 31. (1) 32. (2) 33. (3) 34. (1) 35. (3) 36. (2) 37. (2) 38. (1) 39. (4) 40. (3) 41. (1) 42. (3) 43. (4) 44. (2) 45. (3) 46. (4) 47. (1) 48. (1) 49. (3) 50. (1)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.