অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


WBP Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-5

WBP Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-5

WBP Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-5



WBP Constable Practice Set - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-5


1. কুচিপুরি নৃত্যের উদ্ভব ঘটে-

(1) রাজস্থান 

(2) কৰ্ণাটক 

(3) অন্ধ্রপ্রদেশ 

(4) মণিপুর 


2. 'এ টেল অফ টু সিটিস্ -এর লেখক 

(1) স্যার ওয়াল্টার স্কট 

(2) চার্লস ডিকেন্স 

(3) আর এল স্টিভেনসন 

(4) টি এস ইলিয়ট 


3. কোন দল 2012 সালে IPL Season V ট্রফি জয়ী হয় ? 

(1) মুম্বাই ইন্ডিয়ানস 

(2) চেন্নাই সুপার কিংস 

(3) কলকাতা নাইট রাইডারস 

(4) দিল্লী ডেয়ার ডেভিলস


 4. ‘ভ্রান্তিবিলাস' উপন্যাসটির রচয়িতা 

(1) ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর 

(2) দেবেন্দ্রনাথ ঠাকুর 

(3) রামমোহন রায় 

(4) আজিজুল হক


5. কে আইন-ই-আকবরী রচনা করেন ?

(1) আবুল ফজল 

(2) বাদাওনি 

(3) ফৈজী 

(4) গুলবদন বেগম 


6. মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনায় নিদের্শমূলক নীতির পার্থক্য কি ?

 (1) মৌলিক অধিকার রাষ্ট্রের উপর কোনরকম বাধ্যতামূলক নয়

(2) মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নিদের্শমূলক নীতি নয়

(3) নিদের্শমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়

(4) নিদের্শমূলক নীতি রাষ্ট্রের উপর বাধ্যতামূলক নিদের্শ


7. পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল ? 

(1) উত্তর দিনাজপুর 

(2) পশিচম মেদিনীপুর 

(3) বাঁকুড়া 

(4) পুরুলিয়া 


8. অজয় নদী যে দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তা হল-

(1) দামোদর এবং রুপনারায়ণ

(2) রুপনারায়ণ এবং কংকাবতী 

(3) সূবর্ণরেখা এবং রুপনারায়ণ 

(4) দামোদর এবং ময়ূরাক্ষী 


9. নিস্তড়িৎ পরমাণুসমুহ থেকে আয়ন গঠিত হয় 

(1) ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 

(2) ইলেকট্রন বর্জনের মাধ্যমে 

(3) ইলেকট্রন বর্জন বা গ্রহনের মাধ্যমে 

(4) ইলেকট্রন বাগাভাগির মাধ্যমে 


10. স্বাধীন ভারতবর্যের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন ? 

(1) পি কে ব্যানার্জী 

(2) চুনী গোস্বামী 

(3) শৈলেন মান্না

(4) তালিমেরেন আও 


11. প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণ পরিষদ গঠিত হয় -

(1) ক্রিপস মিশন, 1942 

(2) ওয়াভেল পরিকল্পনা, 1945 

(3) ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 1946 

(4) মাউন্টব্যাটেন পরিকল্পনা, 1947 


12. ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত-

(1) বেহালা 

(2) সরোদ 

(3) তবলা 

(4) সেতার 


13. জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন 

(1) ইয়ান ফ্লেমিং 

(2) হ্যারল্ড রবিনস্ 

(3) জেমস্ হেডলি চেস 

(4) জুল ভার্ন


14. কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপ যায় ? 

(1) ভোল্টামিটার 

(2) গ্যালভানোমিটার 

(3) অ্যামিটার 

(4) পোটেনশিয়োমিটার 


15. কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে (union territory) একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে ? 

(1) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

(2) দমন ও দিউ 

(3) দিল্লী 

(4) লাক্ষাদ্বীপ 


16. আন্না কারেনিনা -এর রচয়িতা হলেন -

(1) টলস্টয়

(2) গোর্কি 

(3) ভোস্টোইভস্কি 

(4) টুরজেনেভ 


17. ভারতের উচ্চতম শৃঙ্গ -

(1) নন্দাদেবী 

(2) কাঞ্চনজঙ্ঘা 

(3) কারাকোরাম 

(4) এভারেস্ট 


18. ইয়াগো যে নাটকের একটি চরিত্র- 

(1) হ্যামলেট 

(2) আম্স্ অ্যান্ড দ্য ম্যান 

(3) জাস্টিস 

(4) ওথেলো 


19. ফ্রাকেস্টাইন হল- 

(1) আলফ্রেড হিচকক্‌ -এর একটি চলচ্চিত্র 

(2) মেরি শেলি -র একটি গোয়েন্দা গল্প 

(3) কোনান ডয়েল -এর একটি ছোট গল্প 

(4) ও হেনরি -র একটি ছোট গল্প


20. 'ভুবন সোম'- এর রচয়িতা 

(1) নীললোহিত 

(2) বনফুল 

(3) মানিক বন্দ্যোপাধ্যায় 

(4) রঞ্জন 


21. ভারতে বৃহত্তম ইস্পাত কারখানা হল 

(1) জামশেদপুর 

(2) বেকারো 

(3) দুর্গাপুর 

(4) ভিলাই


22. ‘পদাতিক’ -এর লেখক হলেন 

(1) সুকান্ত ভট্টাচার্য 

(2) কাজী নজরুল ইসলাম

(3) অরুণ মিত্র 

(4) সুভাষ মুখোপাধ্যায় 


23. ‘আডেনাইশ’ -এর রচয়িতা 

(1) লর্ড টেনিসন 

(2) পি বি শেলী 

(3) জন কিটস

 (4) জন মিলটন 


24. কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন 

(1) 1939 খ্রীঃ 

(2) 1940 খ্রীঃ 

(3) 1941 খ্রীঃ 

(4) 1942 খ্রীঃ


 25. রেীরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ?

(1) মহানদী 

(2) গোদাবরী 

(3) কোয়েল 

(4) ব্রাহ্মণী 

Also Read:


26. মানুষের চোখের কাজ যার মতন:

(1) ক্যামেরা

(2) টেলিস্কোপ

(3) মাইক্রোস্কোপ

(4) পেরিস্কোপ


27. সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ 

(1) তারা খুবই কম সক্রিয় 

(2) তারা অতিমাত্রায় সক্রিয় 

(3) তারা জলে অদ্রবণীয় 

(4) তারা অদাহ্য


28. অলিম্পিকে এশিয়ার পতাকার Ring -এর রং (Colour) কি ? 

(1) লাল 

(2) সবুজ

(3) হলুদ 

(4) সাদা 


29. ‘ব্রজেশ্বর’ ও ‘প্রফুল্ল’ চরিত্র দুটি পাওয়া যায় 

(1) দুর্গেশনন্দিনী 

(2) সীতারাম 

(3) ইন্দিরা

(4) দেবী চৌধুরানী 


30. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় ?

(1) অশোক 

(2) কনিস্ক 

(3) সমুদ্রগুপ্ত 

(4) দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য


31. ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তিলাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল ? 

(1) কোহিমা

(2) দিল্লী 

(3) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

(4) নাগাল্যান্ড 


32. নিচের কোনটি ভেক্টর রাশি ?

(1) ভর 

(2) তাপমাত্রা 

(3) সরণ 

(4) সময় 


33. ‘ মিলিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট (ভ্যানিশিং) রঙ তৈরি করা যায় ফিনলথ্যালাইন -এর সঙ্গে যা মিশিয়ে তা হল 

(1) কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত জল

(2) সালফিউরাস অ্যাসিড 

(3) কস্টিক সোডার লঘু দ্রবণ 

(4) অ্যামোনিয়ার লঘু দ্রবণ 


34. নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক 

(1) উঁশ মাছি 

(2) কিউলেক্স মশা

(3) অ্যানোফেলিস মশা 

(4) ঈডিস মশা 


35. ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে ? 

(1) আরবদের সিন্ধ আক্রমণ দ্বারা 

(2) তুর্কীদের ভারত আক্রমণ দ্বারা 

(3) সুফী ফকিরগণ এবং আরবীয় পরিব্রাজক দ্বারা 

(4) মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা 


36. নিচের কোনটির গ্রীনহাউস প্রভাব নেই ? 

(1) CH4

(2) N2O 

(3) SO2 

(4) H2O


37. অ্যাসকারিয়াসিসের সংক্রমন কিসের মাধ্যমে হয় । 

(1) দুষিত বায়ু 

(2) দুষিত জল 

(3) সংক্রমিত খাদ্য

(4) ব্যাকটেরিয়া


38. NABARD -এর বর্তমান চেয়ারম্যান কে ? 

(1) প্রকাশ বক্সি 

(2) সি . রঙ্গারাজন 

(3) সি , বি , ভাবে 

(4) উপরের কেহই নয়


39. শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ? 

(1) 30 % 

(2) 22 %

(3) 25 % 

(4) 35 % 


40. 2012 সালে লন্ডন অলিম্পিকে ভারত কটি রৌপ্য পদক পায় ? 

(1) 2 

(2) 3 

(3) 4 

(4) 5 


41. বর্তমান পোপ কোন দেশের নাগরিক ?

(1) ইটালি 

(2) আর্জেন্টিনা

(3) অস্ট্রিয়া 

(4) ব্রাজিল 


42. ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি ? 

(1) মহম্মদ মোরশি 

(2) হোসনি মুবারক

(3) মুয়াম্মার গাদ্দাফি

(4) আলি আবদুল্লাহ সালে


43. কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কর কারণ ?

(1) নাগার্জুনা সাগর বাঁধ 

(2) মুল্লা পেরিয়ার বাঁধ

(3) পেরুনচানি বাঁধ

(4) মেটুর বাঁধ


44. 11 তম যোজনার (Plari) সময়কাল ভারতীয় অর্থনীতির গড় বৃদ্ধির হার কত ?

(1) 7 %

(2) 7.5 %

(3) 8 %

(4) 8.5 %


45. মেরি কম 2012 সালের লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে ?

(1) উইমেনস হেভিওয়েট বক্সিং

(2) উইমেনস 60 কিলোগ্রাম ফ্রি স্টাইল বক্সিং

(3) উইমেনস ফ্লাই ওয়েট বক্সিং 

(4) উপরের কোনটিই নয়


46. কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় ?

(1) ভার্গিস করিয়েন 

(2) এম. এস. স্বামীনাথন 

(3) পি. জি. বানতোল 

(4) স্যাম পিত্রাদা


47. কি ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাঙ্ক খোলার কথা 2013-14 Union Budget -এ প্রস্তাব রাখা হয়েছে 

(1) কৃষি ব্যাঙ্ক 

(2) শিল্প ব্যাঙ্ক 

(3) বাণিজ্যিক ব্যাঙ্ক 

(4) মহিলাদের ব্যাঙ্ক 


48. লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্লাম সিঙ্গলস ফাইনাল কোনটি ? 

(1) ফ্রেঞ্চ ওপেন 

(2) উইম্বলডন 

(3) ইউ. এস. ওপেন 

(4) অস্ট্রেলিয়ান ওপেন 


49. অ্যাসিড বৃষ্টির কারণ

(1) বাতাসে CO2 -এর উপস্থিতি

(2) বাতাসে CO ও CO2 -এর উপস্থিতি

(3) বাতাসে ওজোন -এর উপস্থিতি

(4) বাতাসে SO2 ও CO2 -এর উপস্থিতি


50. দেবদাসের রচয়িতা: 

(1) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(2) বিক্রম শেঠ 

(3) মুন্সি প্রেমচাঁদ 

(4) রবীন্দ্রনাথ ঠাকুর


WB Police Practice Set PDF: Download Now


ANSWERS

1. (3) 2. (2) 3. (3) 4. (1) 5. (1) 6. (2) 7. (4) 8. (4) 9. (3) 10. (4) 11. (3) 12. (2) 13. (1) 14. (3) 15. (3) 16. (1) 17. (2) 18. (4) 19. (2) 20. (2) 21. (1) 22. (4) 23. (2) 24. (3) 25. (4) 26. (1) 27. (1) 28. (3) 29. (4) 30. (3) 31. (3) 32. (3) 33. (3) 34. (2) 35. (4) 36. (3) 37. (3) 38. (4) 39. (3) 40. (1) 41. (2) 42. (1) 43. (2) 44. (3) 45. (3) 46. (1) 47. (4) 48. (4) 49. (4) 50. (1)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.