Sports Current Affairs 27th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Sports Current Affairs 27th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ নীতি আয়োগ এবং Cisco জোটবদ্ধ হয়ে ওমেন এন্ত্রাপ্রেনিউরশিপ প্লাটফর্ম এর পরবর্তী ফেজ 'WEP Nxt' লঞ্চ করলো
❏ আন্তর্জাতিক মিলিটারি এবং টেকনিক্যাল ফোরাম 'ARMY 2021' রাশিয়ার মস্কোতে আয়োজিত হলো, এটি আগস্টের 22 থেকে 28 শে আগস্ট পর্যন্ত চলবে
❏ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এর অন্তর্বর্তীকালীন CEO পদে Carol Furtado কে নিযুক্ত করা হলো, এর আগে এই পদে ছিলেন নীতিন চাগ
❏ 2021-22 বর্ষের জন্য পাবলিক সেক্টর ব্যাংক (PSB) রিফর্মস এজেন্ডা 'EASE 4.0' প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, EASE 4.0 এর থিম - Technology enabled, simplified and collaborative banking
❏ EASE রিফর্ম ইনডেক্স আওয়ার্ড 2021 (EASE 3.0) এ সব ক্ষেত্র মিলিয়ে প্রথম স্থান অধিকার করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), দ্বিতীয় স্থানে ব্যাংক অফ বরোদা, তৃতীয় স্থানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
Also Read:
❏ প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং অলিম্পিয়ান O Chandrasekharan সম্প্রতি প্রয়াত হলেন
❏ ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে মালাবার নৌ-অনুশীলন পশ্চিম প্রশান্ত মহাসাগরে শুরু হলো
❏ পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি মেগা ট্যুরিজম ইভেন্ট 'Ladakh : New Start, New Goals' এর উদ্বোধন করলেন
❏ ভারতীয় রিজার্ভ ব্যাংক Hitendra Dave কে সম্প্রতি HSBC India ব্যাংকের CEO পদে নিযুক্ত করলো
❏ ভারতীয় পুরুষ হকি দলের ডিফেন্ডার অমিত রোহিদাস কে ওড়িশা সরকারের পক্ষ থেকে সম্মানীয় বিজু পট্টনায়েক স্পোর্টস আওয়ার্ড এ সম্মানিত করা হলো
Also Read:
Please do not share any spam link in the comment box