Speedy Current Affairs 12th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Speedy Current Affairs 12th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ Health QUEST Study (Health Quality Upgradation Enabled by Space Technology of ISRO) ইভেন্টের এর উদ্বোধন করলেন ISRO চিফ ড: কে সিবান
❏ ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া 21 শে আগস্ট থেকে ইন্দো-প্যাসিফিক গুয়াম উপকূলে বার্ষিক মালাবার নৌ-অনুশীলনে অংশগ্রহণ করবে
❏ Swachh Survekshan 2021 এর অধীনে ভারতের সর্বপ্রথম 'Water Plus' শহর হলো মধ্যপ্রদেশের ইন্দোর
❏ প্রতিবছর 12 ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক যুব দিবস হিসেবেও পালিত হয় , এ বছরের থিম - Transforming Food Systems : Youth Innovation for Human and Planetary Health
❏ ভারতীয় ডিফেন্স রিসার্চ সংস্থা (DRDO) সম্প্রতি সাবসনিক ক্রুজ মিসাইল Nirbhay এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো
Also Read:
❏ শিশুদের জন্য অনলাইন সুরক্ষিত পৃথিবী গড়ে তুলতে সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা ফেসবুক UNICEF এর সাথে জোটবদ্ধ হলো
❏ ভারত এবং সৌদি আরবের মধ্যে প্রথমবার নৌ-অনুশীলন 'Al-Mohed-Al-Hindi 2021' সম্পন্ন হতে চলেছে
❏ স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট আওয়ার্ড 2021 তালিকায় প্রথমস্থান অধিকার করলো কাতারের দোহা হামাদ এয়ারপোর্ট, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট 45 তম স্থান অধিকার করলো
❏ মেরিটাইম সিকিউরিটির উপর United Nations Security Council (UNSC) Open Debate এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
❏ অরুণাচল প্রদেশের রাজ্যপাল বি ডি মিশ্র কে মিজোরাম রাজ্যের এবং সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ কে মণিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো
Also Read:
Please do not share any spam link in the comment box