Siliguri Municipality Corporation Recruitment 2021 - শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ - Apply Now

Siliguri Municipality Corporation: পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দার্জিলিং জেলার শিলিগুড়ি পৌরসভা-র  তরফ থেকে Siliguri Municipality Corporation Recruitment 2021 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে।  শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ 2021 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।


Siliguri Municipality Corporation Recruitment 2021 - শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ - Apply Now


Siliguri Municipality Corporation Recruitment 2021

Siliguri Municipality Corporation Vacancies 2021

Gksolves চাকরির খবর

চাকরির বিবরণ

  • পদের নাম: Various
  • চাকুরির স্থান: Siliguri, Kolkata, WB
  • শূন্যপদ সংখ্যা: 10
  • আবেদন পদ্ধতি: অফলাইন
  • নির্বাচন প্রক্রিয়া: ইন্টারভিউ


      গুরুত্বপূর্ণ তারিখ

      • আবেদন শেষ: 06/09/2021
      • পরীক্ষার তারিখ: শীঘ্রই আসছে
      • এডমিট প্রকাশের তারিখ: পরীক্ষার 10 দিন আগে

            আবেদন ফি

            • আবেদন ফি: আবেদন ফি লাগবে না

                বয়স সীমা (01-01-2021 অনুযায়ী)

                • সর্বনিম্ন বয়স: 18 Years
                • সর্বোচ্চ বয়স: 45 Years

                [সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য]

                  যোগ্যতা

                  • পদ অনুযায়ী ভিন্ন

                  শূন্যপদের বিবরণ

                  পদের নাম

                  মোট

                  Various

                  10

                  প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

                  গুরুত্বপূর্ণ লিঙ্ক

                  আবেদনের লিঙ্ক

                  ক্লিক করুন

                  অফিসিয়াল নোটিশ

                  ক্লিক করুন

                  অফিসিয়াল ওয়েবসাইট

                  ক্লিক করুন



                  Siliguri Municipality Corporation Recruitment 2021 - শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ - Apply Now



                  Siliguri Municipality Corporation Recruitment 2021 - শিলিগুড়ি পৌরসভায় নিয়োগ - Apply Now


                  শিলিগুড়ি পৌরসভায় বিভিন্ন পদের বিবরণ


                  পদের নাম: OSD (Legal)

                  • Total Vacancy: 01
                  • Education Qualification: আবেদনকারীকে অবশ্যই LLB কোর্স করা থাকতে হবে এবং কমপক্ষে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
                  • Age Limit (As On 01/01/2021): আবেদনকারীর কমপক্ষে 37 বছর বয়স হতে হবে।     
                  • Salary ( Per Month): Rs. 16,500/-

                  পদের নাম: Manager

                  • Total Vacancy: 01
                  • Education Qualification: এই পদে আবেদন করার জন্য MBA করা থাকতে হবে অথবা Hotel Management কোর্স করা থাকতে হবে এবং কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
                  • Job Location: Athiti Niwas, Beleghata, Kolkata
                  • Age Limit (As On 01/01/2021):  আবেদনকারীর বয়স  23 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
                  • Salary (Per Month): Rs. 30,000/-


                  পদের নাম: Cook

                  • Total Vacancy: 01
                  • Education Qualification: আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাশ করা থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
                  • Job Location: Athiti Niwas,Beleghata,Kolkata
                  • Age Limit (As On 01/01/2021):  এই পদে আবেদনের জন্য কমপক্ষে 20 বছর বয়স হতে হবে।
                  • Salary (Per Month): Rs. 11,000/-


                  পদের নাম: Surveyor

                  • Education Qualification: এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সরকার স্বকৃত কোনো প্রতিষ্ঠান থেকে Surveyorship কোর্স করা থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
                  • Total Vacancy: 02
                  • Age Limit (As On 01/01/2021):  আবেদনকারীর বয়স কমপক্ষে 21 বছর হতে হবে


                  পদের নাম: SAE (Mechanical)

                  • Total Vacancy: 01
                  • Education Qualification: এই পদে আবেদনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকতে হবে।  অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীকে প্রাধাণ্য দেওয়া হবে।
                  • Age Limit (As On 01/01/2021): 45 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
                  • Salary (Per Month): Rs. 16,500/-


                  পদের নাম: SAE (Electrical)

                  • Total Vacancy: 03
                  • Education Qualification: এই পদে আবেদনের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকতে হবে।  অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীকে প্রাধাণ্য দেওয়া হবে।
                  • Age Limit (As On 01/01/2021):  45 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে
                  • Salary ( Per Month): Rs. 16,500/-


                  পদের নাম: IT Personal

                  • Total Vacancy: 01
                  • Education Qualification: এই পদে আবেদন করার জন্য Computer Application বা Computer Science বা Information Technology তে স্নাতক হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীকে প্রাধাণ্য দেওয়া হবে।
                  • Age Limit (As On 01/01/2021):  আবেদনকারীর বয়স কমপক্ষে 21 বছর হতে হবে।
                  • Salary ( Per Month): Rs. 10,000/-


                  Siliguri Municipality Corporation নির্বাচন প্রক্রিয়া

                  • ব্যক্তিত্ব পরীক্ষা (ইন্টার ভিউ)

                  Siliguri Municipality Corporation পরীক্ষার এডমিট প্রকাশের তারিখ


                  • Siliguri Municipality Corporation পরীক্ষার এডমিট পরীক্ষার 10-15 দিন আগে পাওয়া যাবে।
                  • প্রার্থীরা Siliguri Municipality Corporationপোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের এডমিট ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ঠিকানায় কোনো এডমিট পাঠানো হবে না।
                  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীদের জন্ম তারিখ এবং সঠিক নিবন্ধন আইডি ব্যবহার করতে হবে।
                  • পরীক্ষার হলে অবশ্যই এডমিট নিয়ে প্রবেশ করতে হবে ।

                  [বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]



                  Others Important Link

                  Syllabus Link: Click Here

                  Question Paper Link: Click Here

                  Admit Card Link: Click Here

                  Result Link: Click Here

                  Latest Job: Click Here

                  Post a Comment

                  0 Comments
                  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.