সেন বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Sen Dynasty Question Answer History Gk

সেন বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Sen Dynasty Question Answer History Gk

সেন বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Sen Dynasty Question Answer History Gk

সেন বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Sen Dynasty Question Answer History Gk


১. বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


উত্তরঃ সামন্ত সেন


২. স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


উত্তরঃ বিজয় সেন কে


৩. সেন রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?


উত্তরঃ বিজয় সেন


৪. বিজয় সেনের রাজধানী কোথায় ছিল?


উত্তরঃ দুটি রাজধানী ছিল- পূর্ববঙ্গের বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গের বিজয়পুর


৫. বিজয় সেনের মৃত্যুর পর সেন বংশের রাজা কে হয়েছিলেন?


উত্তরঃ বল্লাল (সেন বিজয় সেনের পুত্র)


৬. দানসাগর ও অদ্ভূতসাগর গ্রন্থটি কে রচনা করেন? 


উত্তরঃ বল্লাল সেন


৭. বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?


উত্তরঃ বল্লাল সেন


৮. বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে?


উত্তরঃ আনন্দ ভট্ট


৯. বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি (রাজা) কে ছিলেন?


উত্তরঃ লক্ষণ সেন


১০. গৌড়েশ্বর কোন সেন রাজার উপাধি ছিল?


উত্তরঃ লক্ষণ সেনের


১১. গীতগোবিন্দ কার লেখা?


উত্তরঃ লক্ষণ সেনের সভাকবি- জয়দেবের


১২. আর্য সপ্তসতী গ্রন্থটি কার লেখা?


উত্তরঃ লক্ষণ সেনের সভাকবি গোবর্ধর্নের 


১৩. বক্তিয়ার খলজির বাংলা আক্রমণ এর সময় বাংলা রাজা কে ছিলেন?


উত্তরঃ লক্ষণ সেন


১৪. সেন বংশের শেষ রাজা কে ছিলেন?


উত্তরঃ কেশব সেন


১৫. ‘পবনদূত’ গ্রন্থটি কার রচনা?


উত্তরঃ লক্ষণ সেনের সভাকবি ধোয়ীয়ের 


Also Read:

❏ প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম

❏ সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য

❏ ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ

❏ উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য

❏ 1000+ জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

❏ উদ্ভিদ কলাতন্ত্র - Plant tissue in Bengali

❏ জীবন বিজ্ঞান বই Pdf

❏ 1000+ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর Pdf

❏ উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম

❏ জীবন বিজ্ঞান Oneliner Book Pdf

❏ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর Pdf

❏ Endocrine Glands - অন্তঃক্ষরা গ্রন্থি Pdf

❏ সাধারণ বিজ্ঞান জিকে প্রশ্নোত্তর

❏ জীবন বিজ্ঞান বই Pdf

❏ জীবন বিজ্ঞান (জনন) Pdf

❏ জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Pdf

❏ সালোকসংশ্লেষণ ও শ্বসন Pdf

❏ Vitamin (ভিটামিন) - Vitamins Pdf 



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.