বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম - Pseudonyms Of Bengali Writers
বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম - Pseudonyms Of Bengali Writers
কবি সাহিত্যিকদের ছদ্মনামের তালিকা |
---|
নং | প্রকৃত নাম | ছদ্মনাম |
---|---|---|
১ | প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর |
২ | বিহারীলাল চট্টোপাধ্যায় | নাদাপেটা হাঁদারাম |
৩ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অনিলা দেবী, শ্রীকান্ত শর্মা |
৪ | কালীপ্রসন্ন সিংহ | হুতোম পেঁচা |
৫ | রাজশেখর বসু | পরশুরাম |
৬ | প্রভাত মুখোপাধ্যায় | রাধামনি দেবী |
৭ | সত্যেন্দ্রনাথ দত্ত | নবকুমার কবিরত্ন |
৮ | অচিন্তকুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী |
৯. | প্রমথ নাথ বিশী | প্র.না.বি |
১০ | চারুচন্দ্র চক্রবর্তী | জরাসন্ধ |
১১ | বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল |
১২ | মণীশ ঘটক | যুবনাশ্ব |
১৩ | অখিলবন্ধু নিয়োগী | স্বপন বুড়ো |
১৪ | অজিত দত্ত | রৈবতক |
১৫ | সুবোধ ঘোষ | কালপুরুষ, সুপান্থ |
১৬ | বিনয় মুখোপাধ্যায় | যাযাবর |
১৭ | জগদীশ ভট্টাচার্য | কলেজ বয় |
১৮ | অন্নদাশঙ্কর রায় | লীলাময় রায় |
১৯ | অক্ষয় দত্ত | অনঙ্গমোহন |
২০ | শক্তি চট্টোপাধ্যায় | অভিনব গুপ্ত, রূপচাদ পক্ষী |
২১ | বিনয় ঘোষ | কালপেঁচা |
২২ | হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় | ঘোগলা চন্দ্র বন্দিয়ান |
২৩ | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | চন্দ্রহাঁস |
২৪ | সন্তোষকুমার ঘোষ | উত্তমপুরুষ |
২৫ | পরিমল গোস্বামী | এক কলমী |
২৬ | মুজতবা আলি | ওমর খৈয়াম, সত্যপীর |
২৭ | অমিতাভ চৌধুরী | চাণক্য, নিরেপেক্ষ |
২৮ | দীপ্তেন্দ্রনাথ সান্যাল | নীলকণ্ঠ |
২৯ | শক্তিপদ রাজগুরু | পঞ্চমুখ |
৩০ | বিমল ঘোষ | মৌমাছি |
৩১ | দুলাল চন্দ্র মুখোপাধ্যায় | বনফুল |
৩২ | রাধারানী দেবী | অপরাজিতা দেবী |
৩৩ | শরৎচন্দ্র মুখোপাধ্যায় | ত্রিশঙ্কু |
৩৪ | মহেন্দ্রনাথ গুপ্ত | শ্রীম |
৩৫ | অরবিন্দ গুহ | ইন্দ্রমিত্র |
৩৬ | প্রেমেদ্র মিত্র | কৃত্তিবাস ভদ্র |
৩৭ | কবিতা সিংহ | সুলতানা চৌধুরী |
৩৮ | গৌরকিশোর ঘোষ | রূপদর্শী |
৩৯ | নারায়ন সান্যাল | বিকর্ণ |
৪০ | নিখিল চন্দ্র সরকার | শ্রীপান্থ |
File Details:
File Name: কবি ও লেখকদের ছদ্মনাম [www.gksolve.in]
File Format: PDF
Quality: High
File Size: 3 Mb
File Location: Google Drive
Also Read:
❏ Bengali to English Translation writing Pdf
❏ বাংলা ব্যাকরণ বাক্য ও বাচ্য Pdf
❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf
❏ 900 + সমার্থক শব্দ তালিকা Pdf
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box