Practice Set For WBP Constable - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-8

Practice Set For WBP Constable - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-8

Practice Set For WBP Constable - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-8



Practice Set For WBP Constable - পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট পর্ব-8


1. কলিঙ্গ পুরস্কার কাকে দেওয়া হয় ? 

(1) বছরের সেরা ওড়িয়া উপন্যাসের লেখককে 

(2) বছরের সেরা ওড়িয়া কবিকে 

(3) বছরের সেরা সমজসেবীকে 

(4) বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগীকে 


2. কি নিয়ে দলীপ ট্রফি প্রতিযোগিতা হয় ? 

(1) রাজ্যের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা 

(2) অঞ্চলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা 

(3) ক্লাবের মধ্যে ফুটবল প্রতিযোগিতা 

(4) রাজ্যের মধ্যে জুনিয়রদের ক্রিকেট প্রতিযোগিতা 


3. সালোকসংশ্লেষ সর্বাপেক্ষা সক্রিয় কোথায় হয় ? 

(1) নীল আলোকে 

(2) লাল আলোকে 

(3) সবুজ আলোকে 

(4) সাদা আলোকে 


4. ধাতুর পরমাণু কি চায় ? 

(1) প্রোটন গ্রহণ করতে চায়

(2) ইলেকট্রন গ্রহণ করতে চায় 

(3) ইলেকট্রন ছাড়তে চায় 

(4) প্রোটন ছাড়তে চায়


5. যে বল ইলেকট্রনদের আণবিক কক্ষ পথে রাখে তা হল: 

(1) কুলম্ব

(2) চৌম্বকীয়

(3) মহাকর্ষীয় 

(4) নিউক্লিয়ার 


6. পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম:

(1) রাঢ় 

(2) বারেন্দ্র 

(3) টাঢ় 

(4) ভাবর 


7. দিল্লির কোন ঐতিহাসিক স্মৃতিসৌধ লস্কর-এ-তৈবার আত্মঘাতী বাহিনীর আক্রমণে দুজন সৈনিক এবং একজন অসামরিক নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর সংবাদের শিরোনামে এসেছে ? 

(1) জামা মসজিদ 

(2) কুতুব মিনার 

(3) লাল কেল্লা 

(4) রাজঘাট


8. আরাবল্লির সর্বোচ্চ শিখর হচ্ছে: 

(1) মাউন্ট আবু 

(2) কালসুবাঈ 

(3) গুরুশিখর 

(4) দোডবেট্টা 


9. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয় ? 

(1) পুণে 

(2) সিংহাড় 

(3) রায়গড় 

(4) সুরাত 


10. পৃথিবীর সবচেয়ে বিত্তশালী ব্যক্তি কে ? 

(1) ব্রুনাই -এর সুলতান

(2) বিল গেটস 

(3) পল গেটি 

(4) এদের মধ্যে কেউই নয়


11. নিম্নলিখিত রাজ্যগুলির কোনটিতে গেরিলা গণ-সৈন্যবাহিনী সক্রিয় নয় ?

(1) মধ্যপ্রদেশ 

(2) পশ্চিমবঙ্গ 

(3) অন্ধ্রপ্রদেশ 

(4) মহারাষ্ট্র 


12. এদের মধ্যে কোন জোড়াটা বেমানান ? 

(1) মোহিনী আট্টম - কেরল

(2) ছৌ – পুরুলিয়া

(3) কুচিপুড়ি - অন্ধ 

(4) ডান্ডিয়া - রাজস্থান 


13. দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজ্যসভা অলঙ্কৃত করেন ?

(1) ভোজ পরমার 

(2) মিহির ভোজ

(3) অমোঘবর্ষ

(4) লক্ষণসেন 


14. বিহারের পালামৌ জেলা নিয়ে ভ্রমণ কাহিনী কে লিখেছিলেন ?

(1) রামনাথ বিশ্বাস 

(2) কেদারনাথ বন্দ্যোপাধ্যায় 

(3) প্রবোধ কুমার সান্যাল 

(4) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় 


15. যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে কি বলে ? 

(1) বায়োজেনেসিস 

(2) বায়োসিনোসিস 

(3) জিওসিনোসিস 

(4) হোমিওস্ট্যাসিস 


16. যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে তা হল ? 

(1) সুক্রোজ 

(2) ইউরিয়া 

(3) সাধারণ লবণ

(4) গ্লুকোজ 


17. ফেয়ারওয়েল টু আমর্স হল:

(1) সম্রাট অশোকের ঘোষণাপত্র 

(2) টলস্টয়ের লেখা উপন্যাস 

(3) আর্নেস্ট হেমিংওয়ের লেখা উপন্যাস 

(4) জর্জ বানার্ড শ -এর লেখা উপন্যাস


18. কোন দেশের যুবকরা 1999 সালে ফিফা পরিচালিত বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা জিতেছিল ?

(1) নাইজেরিয়া 

(2) স্পেন 

(3) জামানী 

(4) হল্যান্ড 


19. প্রথম পানিপথ যুদ্ধ কোন সালে হয়েছিল ? 

(1) 1520 

(2) 1530 

(3) 1526 

(4) 1529 


20. ডিম ফুটে নি উৎপন্ন হয় কিসে ? 

(1) আরশোলাতে 

(2) ফিতাকৃমিতে 

(3) প্লাসমোডিয়ামে 

(4) প্যারামেসিয়ামে 


21. পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল: 

(1) ভূপৃষ্ট থেকে এর দূরত্বের উপর নির্ভরশীল 

(2) পৃথিবীর কেন্দ্র থেকে এর দুরত্বের সমানুপাতী 

(3) এর ভরের ব্যস্তানুপাতী 

(4) 24 ঘন্টা 


22. Greater Himalayas –এর আর এক নাম কি ? 

(1) উপগিরি 

(2) অন্তগিরি 

(3) বিহিগিরি

(4) শিবালিক 


23. যে উৎসেচকটি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায় তা হল ? 

(1) এমাইলেজ

(2) পেপসিন 

(3) ট্রিপসিন 

(4) ইনসুলিন 


24. গণ-পরিষদের সভাপতি কে ছিলেন ? 

(1) জওহরলাল নেহরু 

(2) বল্লভভাই প্যাটেল 

(3) মৌলানা আবুল কালাম আজাদ 

(4) রাজেন্দ্রপ্রসাদ 


25. দুধ যখন দইয়ে পরিবর্তিত হয়, তখন উৎপন্ন হওয়া টক আস্বাদের কারণ হল: 

(1) অ্যাসিটিক অ্যাসিড 

(2) টাটারিক অ্যাসিড 

(3) ল্যাকটিক অ্যাসিড 

(4) সাইট্রিক অ্যাসিড 


Also Read:


26. এই বইগুলির কোনটি নীরদ সি. চৌধুরী লেখেন নি ?

(1) এ প্যাসেজ টু ইন্ডিয়া

(2) এ প্যাসেজ টু ইংল্যান্ড 

(3) স্কলার এস্কট্রা অর্ডিনারী 

(4) দি কন্টিনেন্ট অফ সার্সি 


27. ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন ? 

(1) প্রধানমন্ত্রী 

(2) উপরাষ্ট্রপতি 

(3) প্রধান বিচারপতি 

(4) লোকসভার স্পিকার 


28. চিত্রশিল্পে ‘ বেঙ্গল স্কুল এর পুনর্জীবনের পথপ্রদর্শক কে ? 

(1) নন্দলাল বসু 

(2) যামিনী রায় 

(3) অবনীন্দ্রনাথ ঠাকুর 

(4) গণেশ পাইন 


29. ‘ সারে জাঁহাসে আচ্ছা হিন্দুস্তাঁ হমারা ’ গানটি লিখেছিলেন কে ?

(1) মির্জা গালিব 

(2) মহম্মদ ইকবাল 

(3) নাজির আহমেদ 

(4) মির আম্মান দেলভি 


30. কে নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন ? 

(1) বিরজু মহারাজ 

(2) সোনালী মান সিং 

(3) রুককিনী দেবী 

(4) সুতপা তালুকদার


31. কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ? 

(1) 26 শে নভেম্বর, 1949 

(2) 15 ই আগস্ট, 1947 

(3) 26 শে জানুয়ারি, 1950

(4) 1 লা জানুয়ারি, 1952


32. বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে, সেটা কোন সালে ?

(1) 1905 

(2) 1902 

(3) 1899 

(4) 1896 


33. লোকসভায় প্রতিনিধি নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স অবশ্যই হতে হবে:

(1) 18 বছর 

(2) 20 বছর 

(3) 21 বছর 

(4) 25 বছর


34. কোন শহরে আধুনিক কালের প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ?

(1) লন্ডন 

(2) প্যারিস 

(3) এথেন্স

(4) বার্লিন


35. জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত 

(1) 24 

(2) 19 

(3) 22 

(4) 21


36. ‘ বিহু ' ভারতবর্ষের কোন রাজ্যের বিশেষ উৎসব ? 

(1) মেঘালয় 

(2) উড়িষ্যা 

(3) আসাম 

(4) ত্রিপুরা 


37. অমরকন্টক কোন নদীর উৎস ?

(1) কৃষ্ণা 

(2) গোদাবরী 

(3) নর্মদা 

(4) তাপ্তী 


38. আলোক-তড়িৎ সুত্রের আবিস্কারক ?

(1) আইনস্টাইন 

(2) ম্যাক্সওয়েল  

(3) মাইকেলসন 

(4) মরলি 


39. কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ঐতিহাসিক বিবরণ ? 

(1) বাংলা 

(2) মালব 

(3) কাশ্মীর 

(4) জোনপুর


40. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের সংশোধন করা যায় ? 

(1) 367 

(2) 368 

(3) 369 

(4) 370


41. ভারতবর্ষের কোন প্রদেশের স্বাক্ষরতার হার সব চাইতে বেশি ? 

(1) কেরল 

(2) মিজোরাম 

(3) মহারাষ্ট্র 

(4) তামিলনাড়ু 


42. ফ্রাঙ্কেনস্টাইন হল: 

(1) আলফ্রেড হিচককের ভয়ের ছবি 

(2) মেরি শেলির ভয়ের উপন্যাস 

(3) কনান ডয়েলের গোয়েন্দা গল্প 

(4) পি. বি. শেলির কবিতা সংকলন


43. Sutlej নদীর বাংলা নাম কি ?

(1) বিপাশা 

(2) বিতস্তা 

(3) শতদ্রু

(4) ইরাবতী 


44. ম্যাক্সিম গোর্কি ছিলেন মহান একজন:

(1) ইতালিয় কবি

(2) ইংরেজ রাজনৈতিক নেতা

(3) রুশদেশীয় ঔপন্যাসিক

(4) আইরিশ বিপ্লবী


45. নীচের গ্যাসগুলির মধ্যে কোনটি ‘ লাফিং গ্যাস ' নামে পরিচিত ?

(1) নাইট্রাস অক্সাইড

(2) নাইট্রিক অক্সাইড

(3) নাইট্রোজেন

(4) নাইট্রোজেন ডাই-অক্সাইড


46. অগ্ন্যাশয় রস হল একপ্রকার:

(1) ক্ষারীয়

(2) অল্প

(3) প্রশম

(4) কোনটাই নয়


47. নভোবীক্ষণের বিবর্ধন ক্ষমতা বেশী হবে যদি

(1) উহার অভিলক্ষ্যের ফোকাস-দৈর্ঘ্য বেশি হয় 

(2) অভিলক্ষ্যের উন্মেষ বড় হয় 

(3) অভিনেত্রের ফোকাস - দৈর্ঘ্য বেশী হয়

(4) অভিনেত্রের উন্মেষ বড় হয়


48. 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তকে প্র বর্তন করেন কে ?

(1) লর্ড কর্নওয়ালিস

(2) স্যার জন শোর

(3) লর্ড মনরো

(4) ওয়ারেন হেস্টিংস


49. এঁদের মধ্যে কে ভারতরত্ন পান নি ?

(1) ফকরুদ্দিন আলি আমেদ 

(2) সত্যজিৎ রায় 

(3) জে আর ডি টাটা

(4) অমর্ত্য সেন


50. শিবসমুদ্রম জলপ্রপাত নিচের কোন নদীর উপর আছে ?

(1) কাবেরী

(2) কৃষ্ণা

(3) পেন্নার

(4) নর্মদা


WB Police Practice Set PDF: Download Now


ANSWERS

1. (4) 2. (2) 3. (2) 4. (3) 5. (2) 6. (2) 7. (3) 8. (3) 9. (3) 10. (2) 11. (4) 12. (4) 13. (4) 14. (4) 15. (1) 16. (3) 17. (3) 18. (2) 19. (3) 20. (1) 21. (1) 22. (1) 23. (3)  24. (4) 25. (3) 26. (1)  27. (2)  28. (3)  29. (2) 30. (3) 31. (1) 32. (4) 33. (4) 34. (3) 35. (4) 36. (3) 37. (3) 38. (1) 39. (3) 40. (2) 41. (1) 42. (2) 43. (3) 44. (3) 45. (1) 46. (1) 47. (1) 48. (1) 49. (1) 50. (1)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.