অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


উদ্ভিদ হরমোন জীবনবিজ্ঞান জিকে প্রশ্ন উত্তর - Plant Hormones Question Answer Life Sciences Gk

উদ্ভিদ হরমোন জীবনবিজ্ঞান জিকে প্রশ্ন উত্তর - Plant Hormones Question Answer Life Sciences Gk

উদ্ভিদ হরমোন জীবনবিজ্ঞান জিকে প্রশ্ন উত্তর - Plant Hormones Question Answer Life Sciences Gk

উদ্ভিদ হরমোন জীবনবিজ্ঞান জিকে প্রশ্ন উত্তর - Plant Hormones Question Answer Life Sciences Gk


১. হরমোন কী ?


উত্তর: হরমোন হল একপ্রকার প্রোটিনধর্মী, স্টেরয়েডধর্মী বা অ্যামাইনোধর্মী জৈব রাসায়নিক পদার্থ।


২. হরমোন শব্দের অর্থ কী ?


উত্তর: গ্রিক শব্দ ‘Hormao’ থেকে এসেছে হরমোন কথাটি এসেছে, যার অর্থ হল ‘ আমি জাগ্রত করি ‘।


৩. হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?


উত্তর: ১৯০৫ সালে বেলিস ও স্টারলিং।


৪. রাসায়নিক দূত বা ক্যামিক্যাল ম্যাসেঞ্জার কাকে বলা হয় ?


উত্তর: হরমোনকে।


৫. ক্যামিক্যাল কো-অর্ডিনেটার  কাকে বলা হয় ?


উত্তর: হরমোনকে।


৬. উদ্ভিদদেহে প্রথম হরমোনের অস্তিত্ব প্রমান করেন কে ?


উত্তর: চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন (১৮৮০)।


৭. প্রাকৃতিক হরমোনের উদাহরণ কী ?


উত্তর: অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।


৮. গ্যাসীয় হরমোনের উদাহরণ কী ?


উত্তর: ইথিলিন।


৯. কৃত্রিম হরমোনের উদাহরণ কী ?


উত্তর: IBA, NAA, IPA, 2,4-D।


১০. প্রকল্পিত হরমোনের উদাহরণ কী ?


উত্তর: ফ্লোরিজেন ও ভার্নালিন, ডরমিন।


১১. সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কী ?


উত্তর: অক্সিন।


১২. বীজবিহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে ?


উত্তর: অক্সিন।


১৩. গাছের অপরিণতি ফলের মোচন রোধ করা হয় কোন হরমোনের সাহায্যে ?


উত্তর: 2,4-D।


১৪. আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে ?


উত্তর: 2,4-D।


১৫. বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন ?


উত্তর: জিব্বেলিন।


১৬. ডাবের জলে কোন হরমোন থাকে ?


উত্তর: কাইনিন বা সাইটোকাইনিন।


১৭. অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী ?


উত্তর: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA)।


১৮. জিব্বেলিন হরমোনের রাসায়নিক নাম কী ?


উত্তর: জিব্বারেলিক অ্যাসিডন।


১৯. গাছের ফুল ফোঁটাতে সাহায্য করে কোন হরমোন ?


উত্তর: জিব্বেলিন।


২০. কৃত্রিম অক্সিন হরমোনের নাম কী ?


উত্তর: 2,4-D।


২১. “ রিকমণ্ড ও ল্যাঙ এফেক্ট “ কোন হরমোনে লক্ষ্য করা যায় ?


উত্তর: কাইনিন বা সাইটোকাইনিন।


২২. ‘স্ট্রেস ‘ হরমোন কাকে বলা হয় ?


উত্তর: ইথিলিনকে।


Also Read:


Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.