পর্যায় সারণী প্রশ্ন উত্তর - রসায়নের প্রশ্ন ও উত্তর - Periodic Table Questions Answers Chemistry Gk

পর্যায় সারণী প্রশ্ন উত্তর - রসায়নের প্রশ্ন ও উত্তর - Periodic Table Questions Answers Chemistry Gk

পর্যায় সারণী প্রশ্ন উত্তর - রসায়নের প্রশ্ন ও উত্তর - Periodic Table Questions Answers Chemistry Gk

পর্যায় সারণী প্রশ্ন উত্তর - রসায়নের প্রশ্ন ও উত্তর - Periodic Table Questions Answers Chemistry Gk


১. বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট স্বীকৃত মৌলের সংখ্যা কয়টি ?


উত্তর: ১১৮ টি।


২. পর্যায় সারনীর ত্রয়ী সূত্র কে প্রদান করেছিলেন ?


উত্তর: ১৮১৭ সালে ডোবেরাইনা।


৩. পর্যায় সারনীর অষ্টক সূত্র কে প্রদান করেছিলেন ?


উত্তর: ১৮৬৪ সালে নিউল্যান্ডস।


৪. পর্যায় সারনী কে প্রদান করেছিলেন ?


উত্তর: ১৮৬৯ সালে মেন্ডেলিফ।


৫. পর্যায় সারনীর কার্ভ বা লেখচিত্র কে প্রদান করেছিলেন ?


উত্তর: ১৮৭০ সালে লোথার মেয়ার।


৬. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে কয়টি মৌল ছিল ?


উত্তর: ৬৩ টি।


৭. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীর একটি সমস্যা কী ?


উত্তর: আইসোটোপ অনুপস্থিত।


৮. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে ‘একা বোরন’ কোনটি ?


উত্তর: স্ক্যান্ডিয়াম মৌল।


৯. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে ‘একা অ্যালুমিনিয়াম’ কোনটি ?


উত্তর: গ্যালিয়াম।


১০. মেন্ডেলিফের পুরানো পর্যায় সারনীতে ‘একা সিলিকন’ কোনটি ?


উত্তর: জার্মেনিয়াম।


১১. মেন্ডেলিফ পর্যায় সারনীতে কিসের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন ?


উত্তর: ভৌত ও রাসায়নিক ধর্মের উপর।


১২. মেন্ডেলিফ পর্যায় সারনীতে কোন মৌলগুলি ব্যতিক্রম অবস্থায় রয়েছে ?


উত্তর: আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেলুরিয়াম, আয়োডিন, থোরিয়াম ও প্রোটেক্টিনিয়াম।


১৩. আধুনিক পর্যায় সূত্র কে প্রদান করেন ?


উত্তর: মজলে।


১৪. আধুনিক পর্যায় সারনীতে কটি পর্যায় ও কটি শ্রেনী রয়েছে ?


উত্তর: ৭ টি পর্যায় ও ১৮ টি শ্রেনী।


১৫. আধুনিক পর্যায় সারনীর রূপকার কাকে বলা হয় ?


উত্তর: নীলস বোর।


১৬. পর্যায় সারনীর অসম্পূর্ণ  পর্যায় কোনটি ?


উত্তর: সপ্তম পর্যায়।


১৭. পর্যায় সারনীর অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয় ?


উত্তর: ষষ্ঠ পর্যায়।


১৮. S ব্লকের ব্যতিক্রম মৌলের নাম কী ?


উত্তর: হাইড্রোজেন।


১৯. কোন মৌলের পারমানবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি ?


উত্তর: বেরেলিয়াম।


২০. কোন মৌলের পারমানবিক ব্যাসার্ধ কম ?


উত্তর: সোডিয়াম।


২১. কোন মৌলের জারন ক্ষমতা বেশি ?


উত্তর: ফ্লুরিন।


২২. পর্যায় সারনীতে মৌলের কোন ধর্মগুলো পূনরাবৃত্ত ঘটে না ?


উত্তর: মৌলের তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম, বহুরূপতা।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.