Next Exam Current Affairs 24th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Next Exam Current Affairs 24th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট সামিট 2021 সুইজারল্যান্ডের জেনেভা তে 20 - 23 শে সেপ্টেম্বর সম্পন্ন হবে, এই বছরের থিম - Shaping an Equitable, Inclusive and Sustainable Recovery
❏ বরিয়া মজুমদার এবং কুশান সরকার নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'Mission Domination : An Unfinished Quest'
❏ নতুন MGNREGA অ্যাসেটস পরিকল্পনার জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং 'Yuktdhara' পোর্টরাল লঞ্চ করলেন
❏ হাইড্রোজেন ব্রেকথ্রু আয়রনমেকিং টেকনোলজি ব্যবহার করে বিশ্বের প্রথম জীবাশ্ম-মুক্ত স্টিল তৈরি করলো সুইডেন
❏ পার্সিয়ান উপসাগরে ভারত এবং কাতার নৌবাহিনীর মধ্যে 'Zair-Al-Bahr' নামক নৌ-অনুশীলনের দ্বিতীয় সংস্করণ সম্পন্ন হলো
Also Read:
❏ MyGov এবং UN Women জোটবদ্ধ হয়ে অমৃত মহোৎসব শ্রী শক্তি চ্যালেঞ্জ 2021 লঞ্চ করতে চলেছে
❏ দেশীয় পদ্ধতিতে দেশের প্রথম মোটর চালিত হুইলচেয়ার 'NeoBolt' তৈরি করলো আইআইটি মাদ্রাস
❏ পেমেন্ট গেটওয়ের কমপ্রিহেনসিভ সলিউশন গড়ে তোলার জন্য HDFC ব্যাংক অনলাইন পেমেন্ট প্লাটফর্ম Paytm এর সাথে চুক্তিবদ্ধ হলো
❏ এ বছর বিশ্ব জল সপ্তাহ 23 - 27 শে আগস্ট পালন করা হচ্ছে, এ বছরের থিম - Building Resilience Faster
❏ মনিপুর রাজ্যের রাজ্যপাল হিসেবে La Ganesan কে নিযুক্ত করা হলো, রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ
Also Read:
Please do not share any spam link in the comment box