চলন ও গমন প্রশ্নোত্তর জীবনবিজ্ঞান জিকে - Movement And Locomotion Question Answer Life Sciences Gk

চলন ও গমন প্রশ্নোত্তর জীবনবিজ্ঞান জিকে - Movement And Locomotion Question Answer Life Sciences Gk

চলন ও গমন প্রশ্নোত্তর জীবনবিজ্ঞান জিকে - Movement And Locomotion Question Answer Life Sciences Gk

চলন ও গমন প্রশ্নোত্তর জীবনবিজ্ঞান জিকে - Movement And Locomotion Question Answer Life Sciences Gk


১. উদ্দীপকের উপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।


উত্তর: লাউ, কুমড়ো গাছ।


২. উদ্দীপকের অণুপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।


উত্তর: পদ্মফুলের পাঁপড়ির চলন।


৩. উদ্দীপকের উপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।


উত্তর: হাইড্রার কর্শিকা।


৪. উদ্দীপকের অণুপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।


উত্তর: ক্ল্যামাইডোনাস শৈবাল।


৫. উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া এটি কোন ধরনের চলন ?


উত্তর: ফটোট্রপিক চলন।


৬. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন ?


উত্তর: সিসমোন্যাস্টিক চলন।


৭. ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কোন ধরনের চলন ?


উত্তর: কেমোট্যাক্টিক চলন।


৮. উদ্ভিদের মূলের অগ্রভাগে অভিকর্ষের দিকে যায়, এটি কোন ধরনের চলন ?


উত্তর: জিওট্রপিক চলন।


৯. সূর্যমুখীর ফুল আলোর দিকে ফোটে, এটি কোন ধরনের চলন ?


উত্তর: ফোটোন্যাস্টিক চলন।


১০. সূর্যশিশির পাতার রোম পতঙ্গের দিকে ধ্রাবিত হয়, এটি কোন ধরনের চলন ?


উত্তর: কেমোন্যাস্টিক চলন।


১১. টিউলিপ ফুল বেশী উষ্মতায় ফোটে, এটি কোন ধরনের চলন ?


উত্তর: থার্মোন্যাস্টিক চলন।


১২. আকাশমণি বা তেঁতুলের পাতায় এটি কোন ধরনের চলন লক্ষ্য করা যায় ?


উত্তর: নিকটিন্যাস্টিক চলন।


১৩. নুটেশন কী ?


উত্তর: নুটেশন বলতে কান্ডের অগ্রভাগের বৃদ্ধিকে বোঝায়।


১৪. গমনে অক্ষম কয়েকটি প্রাণী নাম কী ?


উত্তর: স্পঞ্জ, সাগরকুসুম, প্রবাল।


১৫. গমনের সক্ষম কয়েকটি উদ্ভিদ নাম কী ?


উত্তর: ক্ল্যামাইডোমোনস, ভলভক্স।


১৬. সামুদ্রিক কচ্ছপএর গমন অঙ্গ নাম কী ?


উত্তর: ফ্লিপার।


১৭. অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে ?


উত্তর: গমন ও খাদ্যগ্রহণের সময়।


Also Read:

❏ ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ

❏ উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য

❏ 1000+ জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF

❏ উদ্ভিদ কলাতন্ত্র - Plant tissue in Bengali

❏ জীবন বিজ্ঞান বই Pdf

❏ 1000+ সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর Pdf

❏ উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম

❏ জীবন বিজ্ঞান Oneliner Book Pdf

❏ জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর Pdf

❏ Endocrine Glands - অন্তঃক্ষরা গ্রন্থি Pdf

❏ সাধারণ বিজ্ঞান জিকে প্রশ্নোত্তর

❏ জীবন বিজ্ঞান বই Pdf

❏ জীবন বিজ্ঞান (জনন) Pdf

❏ জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Pdf

❏ সালোকসংশ্লেষণ ও শ্বসন Pdf

❏ Vitamin (ভিটামিন) - Vitamins Pdf 



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.