লক্ষ্মীর ভান্ডার প্রকল্প - Lakshmir Bhandar Scheme - Download Lakshmir Bhandar Scheme Application Form

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প WB Lakshmir Bhandar Scheme: বর্তমান রাজ্যের সরকার রাজ্যের গৃহস্থ  মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প (WB Lakshmir Bhandar Scheme) চালু করবে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রকল্পের দায়িত্ব রয়েছে নারী ও সমাজ কল্যাণ দপ্তরের উপর।

Table Of Content (toc)

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প - Lakshmir Bhandar Scheme - Download Lakshmir Bhandar Scheme Application Form


লক্ষ্মীর ভান্ডার প্রকল্প - Lakshmir Bhandar Scheme - Download Lakshmir Bhandar Scheme Application Form


লক্ষ্মীর ভান্ডার প্রকল্প - Lakshmir Bhandar Scheme
প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
প্রদানকারী কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ সরকার
সুবিধাভোগী গৃহস্থ মহিলা
উদ্দেশ্য মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দান
রাজ্য পশ্চিমবঙ্গ
আবেদন শুরু 16 আগস্ট 2021
আবেদন শেষ 15 সেপ্টেম্বর 2021
সর্বোচ্চ সহায়তা 1000/মাস
সর্বনিম্ন সহায়তা 500/মাস
আবেদনের মাধ্যম দুয়ারে সরকার ক্যাম্প



লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর উদ্দেশ্য - The Purpose of the Lakshmir Bhandar Scheme


পশ্চিমবঙ্গের গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়াই হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য।



লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর সুবিধা - Advantages of Lakshmir Bhandar Scheme


  1. এই প্রকল্পে মহিলাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয় যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
  2. তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) ভুক্ত মহিলারা মাসিক ১,০০০ টাকা করে পাবেন।
  3. তপশিল্ভুক্ত নন যারা অর্থাৎ OBC ও জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক ৫০০ টাকা করে পাবেন।

Also Read: স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 - Student Credit Card West Bengal 2021


কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প –এর সুবিধা পাবেন - Who Will Get The Benefit Of Lakshmir Bhandar Scheme?


  • স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত থাকতে হবে।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • কেন্দ্র সরকার / রাজ্য সরকারের অধীনস্ত কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী, স্ট্যাটুটারি বডিস / পঞ্চায়েত / মিউনিসিপ্যাল কর্পোরেশন / লোকাল বডিস / সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদিতে কর্মরতা মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।


লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রয়োজনীয় নথি - Lakshmir Bhandar Scheme Required Documents


  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি  
  • স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স  
  • আধার কার্ডের জেরক্স  
  • SC/ST/ সার্টিফিকেট  জেরক্স (If Any)
  • ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠার  জেরক্স


Download Lakshmir Bhandar Scheme Application Form - ডাউনলোড লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের ফর্ম


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.