অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk

ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk

ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk

ভারতীয় রেল প্রশ্নোত্তর - Indian Railways Question Answer Gk


1. ভারতীয় রেল নীচের কোন রাজ্যে দেশের ‘দীর্ঘতম রেলওয়ে টানেল’ নির্মাণ করছে?

[A] উত্তরপ্রদেশ  

[B] গুজরাট  

[C] জম্মু ও কাশ্মীর  

[D] মনিপুর 


Answer: [D] মনিপুর 


2. ‘মুঘলসরাই জংশনটি’ সম্প্রতি ‘দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন’ নামকরণ হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?

[A] মহারাষ্ট্র 

[B] উত্তরপ্রদেশ  

[C] মধ্যপ্রদেশ  

[D] কেরালা 


Answer: [B] উত্তরপ্রদেশ 


3. নব নির্মিত রেলওয়ে জোন ‘East Coast Railways’ এর সদর দফতর নীচের মধ্যে কোনটি?


[A] ভুবনেশ্বর 

[B] কোলকাতা  

[C] বিশাখাপত্তম  

[D] হায়দরাবাদ


Answer: [A] ভুবনেশ্বর


4. ভারতের কোন ট্রেনের রুটের দৈর্ঘ্য দীর্ঘতম?

[A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস 

[B] কন্যাকুমারী – জম্মু তাবি হিমসাগর এক্সপ্রেস 

[C] গুয়াহাটি-তিরুবন্তপুরম এক্সপ্রেস 

[D] হাওড়া – জম্মু তাভি হিমগিরি এক্সপ্রেস


Answer: [A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস


5. রেলওয়ে স্টাফ কলেজটি কোথায় অবস্থিত?

[A] Vadodara 

[B] Pune 

[C] Delhi 

[D] Allahabad


Answer: [A] Vadodara


6. নীচের কোনটির উপরে ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রিজ অবস্থিত?

[A] ভেম্বনাদ হ্রদ 

[B] গঙ্গা নদী 

[C] চিল্কা হ্রদ  

[D] ব্রহ্মপুত্র নদ


Answer: [A] ভেম্বনাদ হ্রদ


7. নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের 3 টি আঞ্চলিক সদর দফতর অবস্থিত?

[A] গোহাটি  

[B] মুম্বাই  

[C] কানপুর  

[D] কোলকাতা 


Answer: [D] কোলকাতা 


8. রেল টাইম টেবিলগুলি ডিজাইন করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে পরিচিত?

[A] George Bradshaw 

[B] George Bernard Shaw 

[C] জর্জ ব্র্যাডম্যান 

[D] জর্জ ব্রুমেল


Answer: [A] George Bradshaw


9. ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে___

[A] প্রথম  

[B] দ্বিতীয়  

[C] তৃতীয়  

[D] চতুর্থ 


Answer: [D] চতুর্থ 


10. ভারতে প্রথম রেল চলে ___

[A] 1853 সালের 16 এপ্রিল  

[B] 1854 সালের 18 এপ্রিল  

[C] 1851 সালের 16 এপ্রিল  

[D] 1855 সালের 17 এপ্রিল 


Answer: [A] 1853 সালের 16 এপ্রিল 


11. রেলওয়ে ভারতে প্রথম চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

[A] লর্ড ডালহৌসি  

[B] লর্ড বেন্টিক  

[C] লর্ড উইলিয়াম  

[D] লর্ড রিপন 


Answer: [A] লর্ড ডালহৌসি 


12. বাংলায় প্রথম ট্রেন চলাচল করে___

[A] 1854 সালে  

[B] 1864 সালে  

[C] 1860 সালে  

[D] 1856 সালে 


Answer: [A] 1854 সালে 


13. ভারতে ইলেকট্রিক ট্রেন শুরু হয়___

[A] 1975 সালে  

[B] 1976 সালে  

[C] 1977 সালে  

[D] 1979 সালে 


Answer: [A] 1975 সালে 


14. ভারতে দীর্ঘতম রেলওয়ে স্টেশন____

[A] Kharagpur railway station 

[B] Gorakhpur railway station 

[C] Kollam Junction 

[D] Kanpur Central


Answer: [B] Gorakhpur railway station


15. নীচে কোন ব্যক্তির শততম বার্ষিকী উপলক্ষে 1989 সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল?

[A] স্বামী বিবেকানন্দ 

[B] মহাত্মা গান্ধী 

[C] জওহরলাল নেহেরু 

[D] রবীন্দ্রনাথ ঠাকুর


Answer: [C] জওহরলাল নেহেরু


16. নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন?

[A] John Mathai 

[B] Lal Bahadur Shastri 

[C] Jawaharlal Nehru 

[D] Shanmugham Shetty


Answer: John Mathai


17. মৈত্রী এক্সপ্রেস নিম্নলিখিত দেশগুলির সাথে ভারতকে সংযুক্ত করে?

[A] নেপাল  

[B] বাংলাদেশ  

[C] পাকিস্তান 

[D] মায়ানমার 


Answer: [B] বাংলাদেশ 


18. নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল?

[A] Seikan Tunnel 

[B] Gotthard Base Tunnel 

[C] Channel Tunnel 

[D] Yulhyeon Tunnel


Answer: [B] Gotthard Base Tunnel


19. ভারতের, ভারতীয় রেলের প্রথম মহিলা লোকোপাইলট (ট্রেন চালক) নিম্নলিখিতগুলির মধ্যে কে?

[A] Surekha Shankar Yadav

 [B] Rajashree Sachdev 

[C] Ritu Chauhan 

[D] Rajashree Sachdev


Answer: [A] Surekha Shankar Yadav


20. নিচের কোন রেল স্টেশনে ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে?

[A] Gorakhpur Railway Station 

[B] Kollam Junction 

[C] Bilaspur Railway Station 

[D] Kharagpur Railway Station


Answer: [A] Gorakhpur Railway Station


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.