হর্ষঙ্ক বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Harshanka Dynasty Question Answer History Gk

হর্ষঙ্ক বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Harshanka Dynasty Question Answer History Gk

হর্ষঙ্ক বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Harshanka Dynasty Question Answer History Gk

হর্ষঙ্ক বংশ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Harshanka Dynasty Question Answer History Gk


১. মহাজন শব্দের আক্ষরিক অর্থ কি?


উত্তরঃ  বৃহৎ রাজ্য বা বড়ো রাজ্য


২. মহাজনপদ শব্দের অর্থ কি?


উত্তরঃ  অনেক গুলি রাজ্যের সমষ্টি


৩. ষোড়শ মহাজনপদের 16 টি রাজ্যের মধ্যে কোথায় কোথায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল?


উত্তরঃ  মল্ল ও বৃজি-তে


  • বাকি 14 টি রাজ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল


৪. মগধ সাম্রাজ্যের প্রসার কোন কোন বংশকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?


উত্তরঃ   হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং মৌর্য বংশ।


৫. দক্ষিন ভারতের একমাত্র মহাজনপদ কোনটি ছিল?


উত্তরঃ অস্মক (গোদাবরী নদীর দক্ষিন তীরে অবস্থিত)


  • বাকি মহাজনপদ গুলি ছিল উত্তর ভারতের।


৬. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?


উত্তরঃ বিম্বিসার  


  • রাজা বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন।


৭. মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?


উত্তরঃ বিম্বিসার


৮. কোন বংশকে ‘পিতৃহন্তা বংশ’ বলে অভিহিত করা হয়?


উত্তরঃ হর্ষঙ্ক বংশকে  


  • এই বংশের পুত্ররা তাদের পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, তাই হর্ষঙ্ক বংশকে পিতৃহন্তা বংশ বলা হয়।


৯. বিম্বিসার কার হাতে নিহত হয়েছিলেন?


উত্তরঃ তার নিজের পুত্র অজাতশত্রু-র হাতে।


১০. হর্ষঙ্ক বংশের রাজধানী কোথায় ছিল?


উত্তরঃ রাজগৃহে (বর্তমানে রাজগীর)


১১. বিম্বিসার কোন উপাধি গ্রহন করেছিলেন?


উত্তরঃ শ্রেনিক


  • জৈন সাহিত্যে এমনটাই উল্লেখ আছে।


১২. ‘কুনিক’- উপাধি কার ছিল?


উত্তরঃ বিম্বিসার এর পুত্র অজাতশত্রু-র


১৩. বৃজি আক্রমনের সময় অজাতশত্রু কোথায় দূর্গ নির্মান করেছিলেন?


উত্তরঃ পাটলিপুত্রে


  • পাটলিপুত্র চারিদিকে জল বেষ্ঠিত হওয়ায় একে ‘জলদূর্গ’ বা ‘Water Fort’ বলা হয়।


১৪. হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি?


উত্তরঃ নাগদাস


হর্ষঙ্ক বংশের বংশ পরম্পরা

  • বিম্বিসার
  • অজাতশত্রু
  • উদয়ী বা উদয়ীভদ্র
  • অনিরুদ্ধ
  • মুন্ড
  • নাগদাস


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.