গুপ্ত সাম্রাজ্য প্রশ্নোত্তর ইতিহাস GK - Gupta Empire Question Answer History GK
গুপ্ত সাম্রাজ্য প্রশ্নোত্তর ইতিহাস GK - Gupta Empire Question Answer History GK
১. কোন যুগকে ভারতের ইতিহাসে ‘সুবর্ন যুগ’ বলা হয়?
উত্তরঃ গুপ্তযুগকে
২. কোন সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্যের উত্থান হয়েছিল?
উত্তরঃ সাতবাহন সাম্রাজ্যের পতনের পর
৩. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ শ্রীগুপ্ত
৪. কোন চৈনিক পরিব্রাজকের বিবরনী থেকে শ্রীগুপ্তের সম্পর্কে জানা যায়?
উত্তরঃ ইৎ সিং
৫. গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন?
উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত
৬. প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ পাটলিপুত্রে
৭. গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের উপাধী কি ছিল?
উত্তরঃ মহারাজাধিরাজ
৮. কোন গুপ্ত সম্রাট ‘গুপ্তাব্দ’- এর প্রচলন করেছিলেন?
উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত (320 খ্রীঃ)
৯. প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কে হয়েছিলেন?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
১০. গুপ্ত বংশের শ্রেষ্ট শাষক বা রাজা কে ছিলেন?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
১১. ‘ভারতের নেপোলিয়ন’- কাকে বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে
১২. ‘কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক’, ‘একরাট’, ‘সর্বরাজচ্ছেত্তা’- এই সমস্ত উপাধীগুলি কার?
উত্তরঃ সমুদ্রগুপ্তের
১৩. এলাহাবাদ প্রশস্তি কার লেখা?
উত্তরঃ হরিষেন- এর
- এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণিত আছে।
১৪. সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি?
উত্তরঃ হরিষেন
১৫. ‘প্রাচীন ভারতীয় স্বুর্ণযূগের অগ্রদূত’- কাকে বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে
১৬. সমুদ্রগুপ্তের পুত্রের নাম কি?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৭. ফা-হিয়েন কোন গুপ্ত সম্রাটের শাসনকালে ভারতে এসেছিলেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
১৮. ‘কিংবদন্তি বিক্রমাদিত্য’ –নামে কে পরিচিত?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৯. ‘শকারি’- উপাধি কার ছিল?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের
২০. ‘রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম’- কোন চিনা পর্যটকের রচনা?
উত্তরঃ ফা-হিয়েন
২১. দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কে হয়েছিলেন?
উত্তরঃ প্রথম কুমারগুপ্ত
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Please do not share any spam link in the comment box