Gksolves Daily Current Affairs 7th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Gksolves Daily Current Affairs 7th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রো তে সোনা জিতে রেকর্ড গড়লেন ভারতীয় এথলিট নীরাজ চোপড়া, অলিম্পিকের ইতিহাসে এথলেটিক্সে ভারত এই প্রথম কোনো পদক জিতলো
❏ পুরুষ ফ্রিস্টাইল রেসলিং এর 65 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন বজরং পুনিয়া
❏ DRDO চেয়ারম্যান জি সতীশ রেড্ডি রেঞ্জ টেকনোলজির উপর অনুষ্ঠিত দ্বিতীয় ইনস্টিটিউট ইফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল কনফারেন্সের এর উদ্বোধন করলেন
❏ ভারত কেশরী রেসলিং দঙ্গল 2021 জিতলেন উত্তরাখণ্ডের লাভানসু শর্মা
❏ কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিং ই-সার্টিফিকেশন প্রোগ্রাম 'reform and regulatory knowledge base for power sector' লঞ্চ করলেন
Also Read:
❏ সপ্তম National Handloom Day পালিত হলো 7 ই আগস্ট
❏ বলিউড অভিনেতা জন আব্রাহাম কে Eurosport India তাদের ক্যাম্পেইনের জন্য আম্বাসাডর পদে নিযুক্ত করলো
❏ ভারতের প্রথম হার্ট ফেলিওর বায়োব্যাংক কেরালায় লঞ্চ করা হলো
❏ পরিষ্কার জল সম্পর্কে মানুষকে সচেতন করতে সম্প্রতি লাদাখ রাজ্য সরকার 'Pani Maah' বা Water Month ক্যাম্পেইন লঞ্চ করলো
❏ সেন্ট্রাল বোর্ড ফর ইনডায়রেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমার্স (CBIC) সম্প্রতি ইন্ডিয়ান কাস্টমস কমপ্লায়েন্স ইনফরমেশন পোর্টরাল (www.cip.icegate.giv.in/CIP) লঞ্চ করলো
Also Read:
Please do not share any spam link in the comment box