Gksolves Daily Current Affairs 17th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gksolves Daily Current Affairs 17th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gksolves Daily Current Affairs 17th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gksolves Daily Current Affairs 17th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ ঐতিহাসিক বিমল প্রসাদ এবং লেখক সুজাতা প্রসাদ জয়প্রকাশ নারায়নের উপর নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'The Dream of Revolution : A Biography of Jayprakash Narayan'

❏ নতুন দিল্লির পুষা তে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ন্যাশনাল জিন ব্যাংকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার

❏ বেঙ্গালুরু তে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট সেন্টার অফ জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ (JNCASR) এর শিলান্যাস করলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু

❏ AIIMS নিউ দিল্লি এবং দিল্লি ফায়ার সার্ভিস জোটবদ্ধ হয়ে দেশের মধ্যে প্রথম AIIMS নিউ দিল্লী হাসপাতালের মধ্যে ফায়ার স্টেশন গড়ে তুললো 

❏ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ সম্প্রতি 144 জনের হাতে বীর সম্মান পুরস্কার তুলে দিলেন, এনাদের মধ্যে অশোক চক্র সম্মান পেলেন মরণোত্তর বাবু রাম, এবং কীর্তি চক্র পেলেন আলতাফ হোসেন


Also Read:


❏ ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল সম্প্রতি 4 টি নতুন জেলার মান্যতা দিলেন, নতুন জেলা গুলি হলো মহলা মানপুর, সারানগড়-বিলাইগড়, শক্তি এবং মানেন্দ্রগড়

❏ ভারতের 69 তম চেস গ্রান্ড মাস্টার হলেন পুনের হার্ষিত রাজা 

❏ গবাদি পশুদের বিশুদ্ধ প্রজাতি সংরক্ষণের জন্য ভারতের প্রথম ক্যাটেল জিনোমিক চিপ 'IndiGau' প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং 

❏ তালিবান শাসন জারি হওয়ায় আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি সম্প্রতি পদত্যাগ করলেন

❏ সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রক অনলাইন স্টাডি প্লাটফর্ম 'TAPAS (Training for Augmenting Productivity and Services)' লঞ্চ করলো


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.