Gksolves Current Affairs In Bengali 9th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gksolves Current Affairs In Bengali 9th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gksolves Current Affairs In Bengali 9th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gksolves Current Affairs In Bengali 9th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়নের আদেশ জারি করলো

❏ সম্প্রতি বর্ষীয়ান বলিউড  অভিনেতা অনুপম শ্যাম প্রয়াত হলেন

❏ সম্প্রতি ভারতীয় রেলওয়ে ইন্টিগ্রেটেড One-stop সলিউশন 'Rail Madad' লঞ্চ করলো

❏ প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'The Year That Wasn't - The Diary of a 14-Year-Old' , বইটি লিখেছেন Brisha Jain

❏ হোম ইন্টেরিয়র ব্র্যান্ড HomeLane এর প্রথম আম্বাসাডর হিসেবে প্রখ্যাত ক্রিকেটার এম এস ধোনী কে নিযুক্ত করা হলো


Also Read:


❏ ক্ষুদ্র,অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSMEs) কে সাহায্য করতে হরিয়ানা রাজ্য সরকার Walmart Vriddhi এর সাথে চুক্তি স্বাক্ষর করলো

❏ সম্প্রতি সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার 'PM-DAKSH' পোর্টরাল এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন

❏ প্রতিবছর 9 ও আগস্ট নাগাসাকি দিবস পালন করা হয়

❏ ভারত এবং UAE নেভি পার্সিয়ান উপসাগরে দ্বিপাক্ষিক নৌ-অনুশীলন 'Zayed Talwar 2021' এ অংশগ্রহণ করলো 

❏ টোকিও অলিম্পিক 2020 তে ভারত মোট 7 টি (গোল্ড - 1, সিলভার - 2, ব্রোঞ্জ - 4) পদক জিতে 48 তম স্থানে ট্যুরনামেন্ট শেষ করলো, মেডেল তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ( মোট পদক - 113, গোল্ড - 39, সিলভার - 41, ব্রোঞ্জ - 33)


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.