Gk Current Affairs 10th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Gk Current Affairs 10th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ 1971 যুদ্ধের নায়ক মহাবীর চক্র প্রাপ্ত উচ্চ-পদস্থ অফিসার Kasargod Patnashetti Gopal Rao সম্প্রতি প্রয়াত হলেন
❏ মহারাষ্ট্রের রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আরো $ 300 মিলিয়ন লোনের মান্যতা দিলো
❏ প্রখ্যাত লেখক সুধা মূর্তি নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'How the Earth Got Its Beauty'
❏ গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সম্প্রতি eNagar মোবাইল অ্যাপ এবং পোর্টরাল লঞ্চ করলেন
❏ ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP) ফোর্সে প্রথমবার দুই মহিলা অফিসার প্রকৃতি এবং দীক্ষা কে নিযুক্ত করা হলো
Also Read:
❏ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অতিউন্নত জিও-ইমেজিং স্যাটেলাইট 'GiSAT - 1' লঞ্চ করতে চলেছে
❏ অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী নীরাজ চোপড়া কে সম্মান জানাতে এথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিবছর 7 ই আগস্ট কে 'জ্যাভেলিন নিক্ষেপ দিবস' (Javelin Throw Day) পালন করবে বলে ঠিক করলো
❏ অষ্টম SCO মিটিং অফ মিনিস্টার্স অফ জাস্টিস এ ভারতের হয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু অংশগ্রহণ করলেন
❏ প্রতি বছর 10 ই আগস্ট বিশ্ব সিংহ দিবস (World Lion Day) পালন করা হয়, এছাড়া এই দিনটি বিশ্ব বায়ো-জ্বালানি দিবস হিসেবেও পালিত হয়
❏ জাতীয় মহিলা কমিশন (NCW) এর চেয়ারপারসন পদে রেখা শৰ্মা কে আরো 3 বছরের জন্য বহাল রাখলো কেন্দ্রীয় সরকার
Also Read:
Please do not share any spam link in the comment box