Current Affairs News 19th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
Current Affairs News 19th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs
❏ ভারতের মধ্যে প্রথম ওড়িশা রাজ্য সরকার বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার অধীনে 'স্মার্ট হেল্থ কার্ড স্কিম' লঞ্চ করলো
❏ অলিম্পিক পদকজয়ী হকি খেলোয়াড় PR Sreejesh কে কেরালা এডভেঞ্চার ট্যুরিজম এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হতে চলেছে
❏ দক্ষিণ চীন সাগরে ভারতীয় নৌ-বাহিনী ভিয়েতনামের নৌবাহিনীর সাথে মিলিত হয়ে দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন সম্পন্ন করলো
❏ সম্প্রতি কেনিয়ার নায়রবি তে ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপ শুরু হলো
❏ জেনারেল বিপিন রাওয়াত নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'OPERATION KHUKRI' , এই বইটি লিখেছেন মেজর জেনারেল রাজপাল পুনিয়া এবং দামিনী পুনিয়া
Also Read:
❏ ভারতীয় সেনাবাহিনী জম্মু-কাশ্মীরে 'JAZBAA - E - TIRANGA' নামক 400 কিমি রিলে ম্যারাথনের আয়োজন করলো
❏ পঞ্চম BRICS ইন্ডাস্ট্রি মিটিং এর সভাপতিত্ব করলেন কমার্স এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার পীযুষ গোয়েল , এ বছরের থিম - Intra BRICS Cooperation for Continuity, Consolidation and Consensus
❏ প্রতি বছর 19 শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান দিবস হিসেবেও পালিত হয়, এ বছরের থিম - #TheHumanRace : a global challenge for climate action in solidarity with people who need it the most
❏ সম্প্রতি তামিল অভিনেতা এবং টিভি সঞ্চালক আনান্ধ কান্নান প্রয়াত হলেন
❏ জিওলজি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য ভারতের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমেরিকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে চুক্তি স্বাক্ষর করলো
Also Read:
Please do not share any spam link in the comment box