Current Affairs For RRB NTPC 23rd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs For RRB NTPC 23rd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs For RRB NTPC 23rd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs For RRB NTPC 23rd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ সম্প্রতি কেরলের 'Onam' উৎসব সারা বিশ্ব জুড়ে উদযাপন শুরু হলো, এটি মালেয়ালি সম্প্রদায় কতৃক পালিত হয় 

❏ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্তর প্রদেশের লাখনৌ তে  'Ubharte Sitare Fund' লঞ্চ করলেন 

❏ হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার হিসার এয়ারপোর্টের নাম পরিবর্তন করে 'মহারাজা আগ্রাসেন আন্তর্জাতিক এয়ারপোর্ট' রাখলেন

❏ উত্তরাখণ্ডের চামলি জেলার মান্না গ্রামে ভারতের উচ্চতম হার্বাল পার্কের উদ্বোধন করা হলো

❏ NTPC অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেশের বৃহত্তম ভাসমান সোলার PV প্রজেক্ট তৈরি করলো


Also Read:


❏ ডিজিটাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ আমব্রেলা প্রোগ্রামের এসোসিয়েটেড ফান্ড হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক 'সাইবারসিকিউরিটি মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ড' লঞ্চ করলো

❏ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং প্রয়াত হলেন

❏ গ্রাহক পরিষেবা স্বার্থে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক 'Urja' নামক চ্যাটবোট লঞ্চ করলো

❏ এ বছর বিশ্ব সংস্কৃত দিবস বা সংস্কৃত দিবস 22 শে আগস্ট পালিত হলো

❏ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন T M Bhasin কে অ্যাডভাইজারি বোর্ড ফর ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল ফ্রড (ABBFF) এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত করলো


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.