বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Buddhism And Gautama Buddha Question Answer History Gk

বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Buddhism And Gautama Buddha Question Answer History Gk

বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Buddhism And Gautama Buddha Question Answer History Gk

বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ প্রশ্নোত্তর ইতিহাস Gk - Buddhism And Gautama Buddha Question Answer History Gk


১. গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল?


উত্তরঃ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে।


২. গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কি?


উত্তরঃ পিতার নাম- শুদ্ধোধন এবং মাতার নাম- মায়াবতী


৩. গৌতম বুদ্ধের জন্মনাম কি ছিল?


উত্তরঃ সিদ্ধার্থ (জন্মের সময়ে দেওয়া নাম)  


৪. গৌতম বুদ্ধের নাম সিদ্ধার্থ থেকে গৌতম হওয়ার কারন কি ছিল?


উত্তরঃ গৌতম বুদ্ধের মা মারা গেলে গৌতমি নামের এক মহিলা তার লালন পালন করেছিল। এই কারনে তার নতুন নাম হয় গৌতম।


  • গৌতম বুদ্ধের জন্মের ৭ দিন পর তার মা মারা যান।


৫. গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল?


উত্তরঃ যশোধরা বা গোপা


৬. গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা কি নামে পরিচিত?


উত্তরঃ মহাভিনিষ্ক্রমণ


  • গৌতম বুদ্ধ ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন


৭. গৌতম বুদ্ধ কত বছর বয়সে দিব্যজ্ঞান বা বোধি লাভ করেছিল?


উত্তরঃ ৩৫ বছর বয়সে


৮. দিব্যজ্ঞান বা বোধি লাভ করার পর গৌতম বুদ্ধের নাম কি হয়?


উত্তরঃ তথাগত


  • তথাগত কথার অর্থ হল- যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন।


৯.  গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার বাণী প্রচার করেছিলেন?


উত্তরঃ সারনাথে


  • উত্তরপ্রদেশ রাজ্যের বারানসির নিকটে এই সারনাথ অবস্থিত।


১০. কোন মগধরাজ গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন?


উত্তরঃ বিম্বিসার


১১. গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়?


উত্তরঃ ধর্মচক্রপ্রবর্তন


১২. গৌতম বুদ্ধ যে গাছের তলায় বসে নির্বান লাভ করেছিলেন সেই গাছটির নাম কি রাখা হয়েছিল?


উত্তরঃ  বোধিবৃক্ষ


১৩. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়?


উত্তরঃ  মহাপরিনির্বাণ


১৪. কবে কোথায় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন?


উত্তরঃ 486 খ্রীঃপূর্বাব্দে মল্ল মহাজনপদের কুশিনগরে।


  • বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়।


১৫. বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি এবং  কোন ভাষায় রচিত?


উত্তরঃ ত্রিপিটক, এটি পালি ভাষায় রচিত।


  • পিটক শব্দের অর্থ হল ঝুড়ি বা পাত্র। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক- এই তিন পিটকের সমন্বয়ে ত্রিপিটক রচিত।


১৬.  বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত?


উত্তরঃ ইন্দোনেশিয়ায়


  • ইন্দোনেশিয়ায় অবস্থিত বৌদ্ধ মন্দিরটির নাম বরোবুদুর মন্দির।


১৭. প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন কোথায় হয়েছিল?


উত্তরঃ মগধের রাজগৃহে


  • 486 খ্রীঃ পূর্বাব্দে মগধরাজ অজাতশত্রু ও বুদ্ধ শিষ্যদের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়েছিল।
  • প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন গৌতম বুদ্ধের বাণীগুলি বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটকে বিভক্ত করা হয়েছিল।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.