বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর - Bengali Grammar Question Answer
বাংলা ব্যাকরণ প্রশ্নোত্তর - Bengali Grammar Question Answer
১. কোন বর্ণের উপরে রেখা দেওয়াকে কী বলে?
উত্তরঃ- মাত্রা।
২. বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে?
উত্তরঃ- ছয়টি।
৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তরঃ- কার/ সংক্ষিপ্ত স্বর।
৪. কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হতে পারে?
উত্তরঃ- ছয়টি।
৫. ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি?
উত্তরঃ- ‘ম’।
৬. অঘোষ ‘হ’ ধ্বনির বর্ণরূপ কী?
উত্তরঃ- ‘ও’।
৭. বাংলা বর্ণমালার কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না?
উত্তরঃ- ‘ৎ’।
৮. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
উত্তরঃ- ‘প’ বর্গের।
৯. ঙ, ঞ, ণ, ন, ম, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়?
উত্তরঃ- ঘ.
১০. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
উত্তরঃ- দুটি।
১১. আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উত্তরঃ- ২৫টি।
১২. অক্ষর কাকে বলে?
উত্তরঃ- কোন শব্দকে একবারই উচ্চারিত করাকে অক্ষর বলে।
১৩. বানান কাকে বলে?
উত্তরঃ- ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের যোগ করাকে বানান বলে।
১৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তরঃ- ‘অ’।
১৫. ধ্বনি উচ্চারণের উৎস কোথায়?
উত্তরঃ- ফুসফুস।
১৬. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
উত্তরঃ- কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি।
১৭. ‘হ্ম’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তরঃ- হ্+ম।
১৮. ‘ঞ্জ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তরঃ- ঞ্+জ।
১৯. ‘জ্ঞ’ যুক্তাক্ষরটি কোন কোন বর্ণযোগে গঠিত?
উত্তরঃ- জ্+ঞ।
২০. এক অক্ষরবিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হয়?
উত্তরঃ- দীর্ঘ।
Also Read:
❏ বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
❏ কবি সাহিত্যিক এর ছদ্মনাম এর তালিকা
❏ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর
❏ বিখ্যাত বাংলা সাহিত্যিক ও তাদের রচনা
❏ Bengali to English Translation writing Pdf
❏ পত্র লিখন ইংরেজি ও বাংলা Pdf
❏ বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর Pdf
❏ বাংলা সাহিত্যের বিভিন্ন রচনার পূর্ব নাম Pdf
❏ বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা
❏ বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর
❏ বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি
❏ ডাউনলোড বাংলা প্রতিবেদন রচনা
❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf
❏ বাংলা সাহিত্যের MCQ প্রশ্নোত্তর Pdf
২১. খণ্ড-‘ত’(ৎ)প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের বহুরূপ?
উত্তরঃ- ‘ৎ’।
২২. ‘আহ্বান’-এর প্রকৃত উচ্চারণ লেখ।
উত্তরঃ- আওভান।
২৩. যৌগিক স্বরের অপর নাম কী?
উত্তরঃ- দ্বিস্বর / সান্ধ্যক্ষর।
২৪. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ- ৭টি।
২৫. ‘ক্ষ্ম’ বর্ণটি বিশ্লেষণ কর।
উত্তরঃ- ক্ + ষ্ + ম।
২৬. অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ) কে কী বর্ণ বলে?
উত্তরঃ- অযোগবাহ বর্ণ / পরাশ্রয়ী বর্ণ।
২৭. ‘র’ ধ্বনিকে কী ধ্বনি বলে?
উত্তরঃ- কম্পোনজাত ধ্বনি।
২৮. ‘ল’ ধ্বনিকে কী ধ্বনি বলে?
উত্তর : পার্শ্বিক ধ্বনি।
২৯. কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে?
উত্তর : শ, ষ, স, হ।
৩০. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
উত্তর : ঘোষ ধ্বনি।
৩১. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোথায় পাওয়া যায়?
উত্তর : আদিতে।
৩২. ‘নিনাদবর্ণ’ বলতে কোন জাতীয় বর্ণকে বোঝায়?
উত্তর : ঘোষ বর্ণ।
৩৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
উত্তর : বিবৃত।
৩৪. কোন দুটি বর্ণকে যৌগিক স্বর বলা হয়?
উত্তর : ঐ, ঔ।
৩৫. ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্যবিষয়?
উত্তর : ধ্বনিতত্ত্বে।
৩৬. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর : ড. মুহম্মদ আবদুল হাই।
৩৭. ড় এবং ঢ় ধ্বনিকে কী ধ্বনি বলা হয়?
উত্তরঃ- তাড়নজাত।
৩৮. পরাশ্রয়ী বর্ণ কয়টি?
উত্তরঃ- ৩টি।
৩৯. Vowel Harmony-র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে?
উত্তরঃ- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৪০. শব্দের ক্ষুদ্রতম একক কী?
উত্তরঃ- ধ্বনি।
৪১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তরঃ- ফলা।
৪২. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তরঃ- ১০টি।
Also Read:
❏ Bengali to English Translation writing Pdf
❏ বাংলা ব্যাকরণ বাক্য ও বাচ্য Pdf
❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf
Please do not share any spam link in the comment box