প্রানী হরমোন প্রশ্ন উত্তর জীবন বিজ্ঞান জিকে - Animal Hormones Question Answer Life Sciences Gk

প্রানী হরমোন প্রশ্ন উত্তর জীবন বিজ্ঞান জিকে - Animal Hormones Question Answer Life Sciences Gk

প্রানী হরমোন প্রশ্ন উত্তর জীবন বিজ্ঞান জিকে - Animal Hormones Question Answer Life Sciences Gk

প্রানী হরমোন প্রশ্ন উত্তর জীবন বিজ্ঞান জিকে - Animal Hormones Question Answer Life Sciences Gk


১. প্রানী হরমোন কোথায় থেকে ক্ষরিত হয় ?


উত্তর: অন্তঃক্ষরা গ্রন্থি।


২. প্রোটিনধর্মী হরমোনের উদাহরণ দাও।


উত্তর: ইনসুলিন।


৩. লোকাল হরমোনের উদাহরণ দাও।


উত্তর: টেস্টোস্টেরন।


৪. ট্রপিক হরমোনের উদাহরণ দাও।


উত্তর: ACTH, TSH ও GTH .


৫. মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয় ?


উত্তর: পিটুইটারি গ্রন্থিকে।


৬. কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি কাকে বলা হয় ?


উত্তর: হাইপোথ্যালামাস।


৭. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী ?


উত্তর: ACTH, GH, ADH, TSH ও GTH .


৮. ACTH হরমোনের অধিক ক্ষরনে কোন রোগ হয় ?


উত্তর: কুর্শি বর্ণিত।


৯. কোন হরমোন বেশি ক্ষরনে অতিকায়ত রোগ হয় ?


উত্তর: GTH বা GH .


১০. কোন হরমোন কম ক্ষরনে বামনত রোগ হয় ?


উত্তর: GTH বা GH .


১১. কোন হরমোন স্তনদুগ্ধ ক্ষরনে সহয়তা করে ?


উত্তর: LTH বা প্রোল্যকটিন।


১২. কোন হরমোন কম ক্ষরনে বহুমূত্র রোগ হয় ?


উত্তর: ADH .


১৩. কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রন করে ?


উত্তর: মেলাটোলনিন।


১৪. কোন গ্রন্থি BMR নিয়ন্ত্রন করে ?


উত্তর: থাইরক্সিন।


১৫. Hashimto রোগ দেখা যায় কোন গ্রন্থিতে ?


উত্তর: থাইরয়েড।


১৬. গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে ?


উত্তর: থাইরক্সিন।


১৭. গয়টার রোগের ট্রিট্মেন্ট করা হয় কোন আইসোটোপের সাহায্যে ?


উত্তর: আয়োডিন ১৩১।


১৮.কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় ?


উত্তর: অগ্ন্যাশয়।


১৯. কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?


উত্তর: ইনসুলিন।


২০. কোন হরমোন কম ক্ষরনে ডায়াবেটিস রোগ হয় ?


উত্তর: ইনসুলিন।


২১. কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় ?


উত্তর: অ্যাড্রিনালিন।


২২. সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলা হয় ?


উত্তর: অ্যাড্রিনাল।


২৩. কোন হরমোন ত্বকের ‘অ্যারেকটোরেস পিলাই ‘ নামক পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে ?


উত্তর: অ্যাড্রিনালিন।


২৪. কোন হরমোন কম ক্ষরনে গলগণ্ড রোগ হয় ?


উত্তর: থাইরক্সিন।


২৫. কোন হরমোন বেশি ক্ষরনে গ্রেভ বর্ণিত বা বহিঃচক্ষু গলগণ্ড রোগ হয় ?


উত্তর: থাইরক্সিন।


২৬. কোন হরমোনের প্রভাবে পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন ঘটে ?


উত্তর: টেস্টোস্টেরন।


Also Read:

❏ ভিটামিন ও রাসায়নিক নাম

❏ চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর

❏ গুরুত্বপূর্ণ জীববিদ্যা সংক্রান্ত শব্দ

❏ জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম

❏ ভিটামিনের নাম উৎস ও অভাবজনিত রোগ

❏ বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম ও পাঠ্য বিষয়

❏ কৃষি বিষয়ক তথ্য

❏ কীটপতঙ্গের বর্গের নামের তালিকা

❏ সংবহন তন্ত্র সংক্রান্ত প্রশ্নোত্তর

❏ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর

❏ প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম

❏ সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য

❏ ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ

❏ উদ্ভিদ অঙ্গের সম্পূর্ণ তথ্য

❏ 1000+ জীববিদ্যা প্রশ্ন ও উত্তর PDF



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.