WBCS Prelim Practice Set - WBCS Preliminary Practice Set

WBCS Prelim Practice Set - WBCS Preliminary Practice Set 

WBCS Prelim Practice Set - WBCS Preliminary Practice Set


WBCS Prelim Practice Set - WBCS Preliminary Practice Set



Choose the right word to fill in the blanks in each of the following sentences:


1. He flew in to a _________ when I refused to listen to him.


(a) anger 


(b) rage


(c) annoyance 


(d) fuss



2. Vidyasagar was a man of _________  qualities.


(a) scarce


(b) exceptionable


(c) exceptional


(d) critical



3. We enjoyed the __________ dessert after our dinner.


(a) sumptuous


(b) delectable


(c) delicate


(d) delicious



4. Most politicians have now sunk in our __________.


(a) estimation


(b) estimate 


(c) esteem 


(d) consensus 



5. Please look ________ the word in the dictionary.


(a) about 


(b) for


(c) up


(d) into



6. I cannot always be dancing attendance ________ you.


(a) for


(b) on


(c) with


(d) about



7. The accused made a _________ confession of his guilt.


(a) clear


(b) simple


(c) genuine


(d) clean



8. Indulgence in _________ pleasures has ruined his career.


(a) sensuous


(b) sensual 


(c) sensitive 


(d) sensible



9. He spoke about a serious thing in a lighter __________.


(a) vain


(b) vein


(c) vane


(d) van



10. Perseverance is indispensable _________ success in life.


(a) to 


(b) for 


(c) over


(d) with 



Pick out the best alternative which can substitute the given expression :


11. A person who walks on foot.


(a) foot-walker 


(b) pavement-walker


(c) pedestrian


(d) passer-by



12. Property inherited from ancestors.


(a) heritage 


(b) patrimony


(c) heirloom 


(d) legacy



13. Stage of growth between boyhood and youth.


(a) puberty 


(b) teenage


(c) adolescence 


(d) manhood 



14. To give up the throne or other office of dignity.


(a) abdicate 


(b) dethrone


(c) relinquish


(d) enthrone



15. A person who often changes his party or ideology.


(a) demagogue 


(b) turncoat


(c) fence-sitter


(d) opportunist



16. A person who loves women.


(a) philogynist


(b) misogynist


(c) celibate


(d) monogamist 



17. That through which light can partly pass.


(a) transparent 


(b) opaque 


(c) translucent


(d) flexible



18. A person who is unable to pay his debts.


(a) debtor 


(b) extravagant


(c) insolvent 


(d) stingy



19. Speech made to oneself when one is alone.


(a) monologue


(b) dialogue


(c) babble 


(d) soliloquy



20. Words inscribed on a tomb.


(a) epigraph 


(b) epitaph


(c) memento


(d) prologue



Choose the nearest meaning of the following idioms.


21. Plus Four


(a) Out of order 


(b) Fully dressed 


(c) More than four 


(d) Exact meaning 



22. To fall in with 


(a) A long way 


(b) Jugglery 


(c) Unfortunate 


(d) To agree 



23. Fast living 


(a) Evade 


(b) Ineffective 


(c) To surrer 


(d) Luxurious life 



24. Break out 


(a) To start 


(b) To fail 


(c) Break down 


(d) Attach to 



25. A thorn in one's felsh 


(a) To win honour 


(b) Not to the point 


(c) A source of irritation 


(d) A misfit



26. প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু _______?


(a) পাকরস ক্ষরণ কমায় 


(b) পাকরস ক্ষরণ বাড়ায় 


(c) অক্ষরণ কমায় 


(d) অক্ষরণ বাড়ায় 



27. মানুষের করােটিক স্নায়ুর সংখ্যা হল –


(a) 12 জোড়া 


(b) 12 টি 


(c) 31 জোড়া 


(d) 31 টি 



28. টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় -


(a) লালারসে 


(b) অগ্ন্যাশয় রসে 


(c) পিত্তরসে 


(d) পাকরসে 



29. যে অবস্থায় কোশ বিভাজিত হতে পারে না তাকে বলে - 


(a) G1


(b) G2


(c) G0 দশা 


(d) S দশা 



30. নীচের কোন অংশ থেকে cotton fibre পাওয়া যায় ?


(a) পাতা 


(b) কান্ড 


(c) বীজত্বক


(d) মূল 



31. দ্বিনিষেক নিম্নলিখিত কোন উদ্ভিদ গােষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ?


(a) ব্যক্তবীজী 


(b) গুপ্তবীজী 


(c) মস 


(d) ফার্ণ 



32. একটি মনােস্যাকারাইড হল - 


(a) ল্যাকটোজ 


(b) মলটোজ 


(c) সুক্রোজ 


(d) ফ্রুকটোজ 



33. হৃদস্পন্দন উৎপন্ন হয় -


(a) AV নোড থেকে 


(b) SA নোড থেকে


(c) নিলয় থেকে 


(d) অলিন্দ থেকে 



34. 'PAN' হল একটি – 


(a) জলদূষক 


(b) বায়ুদূষক


(c) মাটিদূষক 


(d) শব্দদূষক



35. পতঙ্গ নীচের কোনটির অন্তর্গত ?


(a) ক্রাস্টেসিয়া


(b) কড়াটা


(c) অ্যানিলিডা 


(d) আর্থোপােড়া 



36. নীচের কোন ঔষধটি রাতকানা লােকের প্রয়ােজন ?


(a) ভিটামিন -এ 


(b) ভিটামিন -বি 


(c) ভিটামিন -ডি 


(d) আয়ােডিন 



37. হ্যালােফাইট গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায় ?


(a) কালাে মাটি 


(b) লালা মাটি 


(c) লবণাক্ত মাটি 


(d) কোনটিই নয়



38. ডাবের জলে কোন হরমােন পাওয়া যায় ?


(a) কাইনিন 


(b) ট্রিপসিন 


(c) ট্রিপটোফ্যান 


(d) অক্সিন



39. সিস্টোলিথ দেখতে পাওয়া যায়: 


(a) বট পাতায় 


(b) কচু পাতায় 


(c) পদ্ম পাতায় 


(d) ওপরের কোনওটিই নয়



40. Epsom salt -এর সংকেত হল:


(a) CaSO4 2H2O


(b) MgSO4 7H2O 


(c) CaSO4 


(d) MgSO4 



41. Cupellation কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে যুক্ত ?


(a) সােনা 


(b) রূপাে 


(c) তামা 


(d) লােহা 



42. লাইসােজোম হল কোষের-


(a) পাচন কেন্দ্র 


(b) শ্বসণ কেন্দ্র 


(c) রেচন কেন্দ্র 


(d) শক্তিঘর



43. DNA- তে কী ধরনের শর্করা থাকে ?


(a) ডি-অক্সিরাইবােজ


(b) রাইবােজ 


(c) জাইলােজ 


(d) অরাবিনােজ



44. ল্যাপিস লাজুলি কোন ধাতুর সঙ্গে যুক্ত ?


(a) রুপা 


(b) কপার 


(c) অ্যালুমিনিয়াম 


(d) ম্যাঙ্গানিজ 



45. জল যৌগিক পদার্থ একথা প্রমাণ করেন -


(a) প্রীস্টলে 


(b) ক্যাভেন্ডিশ


(c) হামফ্রে ডেভী 


(d) জন ডাল্টন 



46. কার্বন-ডাই-অক্সাইড জলের সাথে মিশে কী গঠন করে ?


(a) CH3COH 


(b) H2 CO3 


(c) (COOH)2 


(d) HCN



47. ফ্যারাডের মান


(a) 26,500 কুলম্ব 


(b) 76,500 কুলম্ব 


(c) 96,500 কুলম্ব 


(d) 96,200 কুলম্ব 



48. প্রতি মিনিটে মানুষের শ্বাসহার হল: 


(a) ৬-৮ বার 


(b) ১০-১৪ বার 


(c) ১৪-১৮ বার 


(d) ৭০-৭২  বার 



49. দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মাধ্যাকর্ষণ শক্তি হবে: 


(a) দ্বিগুণ


(b) চারগুণ 


(c) 1/4 ভাগ 


(d) 4/2 ভাগ



50. একটি পেন্ডুলামের দোলনকাল নিচের কোনটির উপর নির্ভরশীল ?


(a) এর দৈর্ঘ্য 


(b) গােলকের ঘনত্ব 


(c) গােলকের আকৃতি 


(d) গােলকের আয়তন 



51. সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা গঠিত 'হিউম্যান রাইটস সেন' -এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন ?


(a) খুশবন্ত সিং 


(b) গৌতম চৌহান 


(c) শিবেন্দ্র যযাশি 


(d) সত্যেন্দ্র প্রসাদ 



52. ভারত সরকার কোন দেশের ভূমিকম্পগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের পুনঃনির্মানের জন্য ১৯.২১ কোটি টাকা মঞ্জুর করেছে ?


(a) নেপাল


(b) ভুটান 


(c) শ্রীলঙ্কা 


(d) বাংলাদেশ 



53. সম্প্রতি কোন দেশ ‘ ফতেহ -১ ' রকেট সিস্টেমের সফলপূর্বক পরীক্ষন করেছে ?


(a) বাংলাদেশ 


(b) আফগানিস্তান 


(c) পাকিস্তান


(d) মিশর



54. সম্প্রতি কোন রাজ্য 'কৃষি সঞ্জীবনি ভনস (Krishi Sanjeevani Vans) ' শুরু করেছে ?


(a) কর্ণাটক 


(b) তামিলনাড়ু 


(c) মধ্যপ্রদেশ 


(d) পাঞ্জাব



55. সম্প্রতি বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়েছে ?


(a) ৮ জানুয়ারি 


(b) ৯ জানুয়ারি 


(c) ১০ জানুয়ারি 


(d) ১১ জানুয়ারি 



56. সম্প্রতি কোন রাজ্য বিন্দু সাগর সাফাই অভিযান শুরু করেছে ?


(a) পশ্চিমবঙ্গ


(b) উড়িষ্যা 


(c) অন্ধ্রপ্রদেশ 


(d) মহারাষ্ট্র 



57. সম্প্রতি শহরে ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ রুখতে কোন শহরে ' ঠেলা ব্যাঙ্ক (Thela Bank) ' - এর শুরু হয়েছে ?


(a) লক্ষৌ 


(b) মুম্বই 


(c) ভােপাল 


(d) নিউ দিল্লি 



58. সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম ফায়ার ব্যাঙ্ক স্থাপিত হয়েছে ?


(a) মধ্যপ্রদেশ 


(b) উড়িষ্যা 


(c) গুজরাট


(d) ঝাড়খণ্ড 



59. সম্প্রতি কোন রাজ্য শিক্ষখদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝােতা করেছে ?


(a) কর্ণাটক


(b) মধ্যপ্রদেশ 


(c) কেরালা 


(d) অন্ধ্রপ্রদেশ 



60. ‘ প্রবাসী ভারতীয় দিবস ২০২১ ' - এর থিম কি ছিল ?


(a) Apna bharat, apna Gourav


(b) 100 years of Gandhi's return from South Afirca


(c) Contributing to Atmanirbhar Bharat


(d) Redefining engagement with the India diaspora



61. মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প কোন শহরে জরুরি অবস্থা ঘােষণা করেছেন ?


(a) লাস ভেগাস 


(b) ওয়াশিংটন ডিসি


(c) নিউ ইয়র্ক 


(d) লস এঞ্জেলস 



62. ভারত ও কোন দেশের মধ্যে ' মৈত্রি সেতু ' - এর নির্মাণ, কাজ চলছে ?


(a) নেপাল 


(b) বাংলাদেশ 


(c) শ্রীলঙ্কা 


(d) মায়ানমার 



63. সম্প্রতি কোন রাজ্য সরকার ধর্ম স্বতন্ত্র বিল ২০২০ পাশ করেছে ?


(a) মধ্যপ্রদেশ 


(b) উত্তরপ্রদেশ 


(c) হরিয়ানা 


(d) রাজস্থান 



64. ‘ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২১ ' - এ ভারতের স্থান কত ?


(a) দ্বিতীয় 


(b) চতুর্থ 


(c) ষষ্ঠ 


(d) অষ্টম 



65. সম্প্রতি কে ভারতের ৬৭ তম দাবা গ্র্যান্ডমাস্টার - এর স্থান পেয়েছেন ? 


(a) সন্তোষ গুজরাতি 


(b) হরিকৃষ্ণ 


(c) লিওন মেনদোনকা 


(d) সূর্যশেখর গাঙ্গুলী 



66. সম্প্রতি কোন দেশ 'মৃত্যুদন্ডের সাজা' বাতিল করেছে ?


(a) আফগানিস্তান 


(b) কাজাকিস্তান 


(c) বাংলাদেশ 


(d) মালয়েশিয়া 



67. কবে ' কেন্দ্রীয় বাজেট ২০২১ ' প্রস্তাবিত হল ?


(a) ২৫ জানুয়ারি


(b) ১ ফেব্রুয়ারি 


(c) ৩১ জানুয়ারি 


(d) ১০ ফেব্রুয়ারি 



68. সম্প্রতি কোন রাজ্য ‘ দেশ নায়ক দিবস ’ পালনের ঘােষণা করেছে ?


(a) পশ্চিমবঙ্গ 


(b) বিহার


(c) ঝাড়খণ্ড 


(d) উড়িষ্যা 



69. সম্প্রতি কোন ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট চালু করার জন্য ' ভিডিও কেওয়াইসি পরিষেবা ' শুরু করেছে ?


(a) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া


(b) এইচডিএফসি


(c) আইসিআইসিআই


(d) আইডিবিআই ব্যাঙ্ক 



70. সম্প্রতি কোন রাজ্যে ‘ রামলিঙ্গেশ্বরা পার্ক ’ - এর উদ্বোধন করা হয়েছে ?


(a) তামিলনাড়ু


(b) উড়িষ্যা 


(c) কেরালা 


(d) পুদুচেরি 



71. সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট ' মালালা ইউসুফজাই স্কলারশিপ ' শুরু করেছে ?


(a) পাকিস্তান


(b) আমেরিকা যুক্তরাষ্ট্র


(c) ফ্রান্স


(d) চীন



72. সম্প্রতি কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ' তামিল একাডেমি ' প্রতিষ্ঠা করেছে ?


(a) পশ্চিমবঙ্গ 


(b) জম্মু ও কাশ্মীর


(c) দিল্লি


(d) লাক্ষাদ্বীপ 



73. সম্প্রতি কবে মারাঠি পত্রকার দিন (Marathi Patrakar Din) ' পালিত হয়েছে ?


(a) ৬ জানুয়ারি 


(b) ১৫ জানুয়ারি 


(c) ২২ জানুয়ারি 


(d) ৩০ জানুয়ারি 



74. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ২.৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘােষণা করেছে ?


(a) মহারাষ্ট্র 


(b) গুজরাট


(c) মধ্যপ্রদেশ 


(d) উড়িষ্যা 



75. সম্প্রতি অরুন কুমার গােস্বামী কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন ?


(a) কর্ণাটক 


(b) অন্ধ্রপ্রদেশ 


(c) তামিলনাড়ু 


(d) পশ্চিমবঙ্গ 



76. ধননন্দের সেনাপতি কে ছিলেন ? 


(a) ভদ্রবাহু


(b) সেলুকাস 


(c) উপগুপ্ত 


(d) ভদ্রশাল 



77. প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ?


a) পঞ্চসিদ্ধান্তিকা


b) চরক - সংহিতা 


c) বৃহৎ সংহিতা 


d) শুশ্রুত সংহিতা



78. ‘ গ্রন্থসাহেব ’ কাদের ধর্মগ্রন্থের নাম ? 


(a) হিন্দু 


(b) খ্রিস্টান 


(c) শিখ 


(d) ইসলাম 



79. শেরশাহের পিতা হাসান কোথাকার জায়গিরদার ছিলেন ? 


(a) বিহারের সাসারানের 


(b) গুজরাটের 


(c) আফগানিস্তানের 


(d) ফরঘনার 



80. ‘ India of Jahangir ’ গ্রন্থটির রচয়িতা কে ? 


(a) মহম্মদ জায়সী 


(c) প্রমথলাল মিত্র 


(c) জাহাঙ্গীর 


(d) পেলসার্ট 



81. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ? 


(a) ব্রহ্মানন্দ 


(b) নরেন্দ্রনাথ দত্ত 


(b) মুল্লা দাউদ


(d) মূলাশঙ্কর



82. কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী এই দুটি গােষ্ঠী পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় ?

(a) কানপুর অধিবেশনে 


(b) কলকাতা অধিবেশনে


(c) সুরাট অধিবেশনে


(d) লক্ষ্ণৌ অধিবেশনে 



83. সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র কালিবাঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ?


(a) ঘর্ঘরা 


(b) বিপাশা


(c) সিন্ধু 


(d) শতদ্রু নদী 



84. জল সংরক্ষণের নিদর্শন কোথায় পাওয়া গেছে ? 


(a) হরপ্পা 


(b) মহেন-জো-দারাে


(c) ধোলাভিরা 


(d) মেহেরগড়



85. ‘ আইবক ’ কথাটির অর্থ কি ?


(a) ব্যবসায়ী 


(b) দাস 


(c) কৃষক 


(d) শ্রমিক 



86. ‘ আলমগীরনামা ' কে রচনা করেন ?


(a) ঔরঙ্গজেব 


(b) ভীমসেন 


(c) আব্দুল হামিদ লাহােরি 


(d) মহম্মদ কাজিম 



87. ‘ শুদ্ধি আন্দোলন ’ কে করেছিলেন ?


(a) স্বামী দয়ানন্দ সরস্বতী 


(b) রামমােহন রায় 


(c) কেশব চন্দ্র সেন 


(d) নরেন্দ্রনাথ ভট্টাচার্য 



88. ‘ আর্য বংশদ্ভূত প্রধান আর্য ’ এটি কোন পারসিকরাজা শিলালিপিতে উল্লেখ করেছেন -


(a) দরায়ুস 


(b) সেলুকাস 


(c) আব্দুল রজ্জাক 


(d) হেলিওগােরাস



89. জমিকে গভীরভাবে খুরতে যে লাঙল ব্যবহার করা হত সেই লাঙলকে ঋকবৈদিক যুগে কি বলা হত ?


(a) কর্ষিকা 


(b) ফলা 


(c) শীর


(d) ব্রীহি



90. মধ্য এশিয়া হল আর্যদের আদিবাসভূমি এই অভিমতটি কোন ঐতিহাসিকের-


(a) বাসম চাইল্ড 


(b) ম্যাক্সমুলার, য়্যাকোবি 


(c) ম্যাকডেনেল 


(d) গ্রভার, নেহরি



91. জৈনশাস্ত্র গ্রহন করার পর কোন সম্রাটকে চন্দ্রগুপ্ত মুনি বলা হত -


(a) চন্দ্রগুপ্ত 


(b) বিম্বিসার 


(c) অশােক 


(d) কনিষ্ক 



92. আলেকজান্ডার ও পারসিক রাজা দয়ায়ুসের মধ্যে যে যুদ্ধ হয় তার নাম কি -


(a) আরবেলার যুদ্ধ 


(b) ম্যাসি ডােনীর যুদ্ধ 


(c) ঝিলম যুদ্ধ 


(d) হিদাসপিসের যুদ্ধ 



93. মৌর্যযুগে প্রদেশকে কি নামে ডাকা হত ?


(a) বিষয় 


(b) অহর 


(c) অঞ্চল 


(d) দেশ 



94. মাছ ধরবার বঁড়শী কোন যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য 


(a) নব প্রস্তর যুগ 


(b) তাম্র প্রস্তর যুগ 


(c) পুরাতন প্রস্তর যুগ 


(d) মধ্য প্রস্তর যুগ 



95. কার আমলে গড়ে ওঠে মেডিকেল কলেজ ? 


(a) হার্ডিঞ্জ 


(b) ক্যানিং 


(c) অকল্যান্ড


(d) বেন্টিঙ্ক 



96. বাংলাদেশে প্রথম ইংরেজ কুঠি কোথায় স্থাপিত হয় ?


a) বীরভূমে 


b) হুগলিতে 


c) বর্ধমানে


d) হাওড়াতে 



97. কনিষ্কের পর কে সিংহাসনে বসেন ?


(a) বাসিষ্ক 


(b) প্রথম কনিষ্ক


(c) হুবিষ্ক 


(d) তৃতীয় কনিষ্ক



98. নাগদত্ত কোথাকার শাসক ছিলেন ?


(a) কামরূপ


(b) পুষ্করণ


(c) নাগবংশীয়


(d) মধ্যভারত 



99. কোন শিলালিপিতে ঘটোৎকচ গুপ্তের নাম পাওয়া যায় ?


(a) ভারহুত লিপি


(b) সাঁচির লিপি 


(c) তুমাইন লিপি


(d) ভিটারি লিপি 



100. মৌখরী বংশ কবে চির তরে বিলুপ্ত হয়ে যায় ?


(a) ৬০৫ খ্রিঃ 


(b) ৫৯০ খ্রিঃ 


(c) ৬০৬ খ্রিঃ 


(d) ৬১০ খ্রিঃ 



101. ইচ্ছামতী নদীর তীরে লবণাক্ত জলের ভেড়িতে কোন মাছের প্রচুর চাষ হয় ?


(a) কই 


(b) মাগুর 


(c) চিংড়ি 


(d) রুই 



102. কত সালে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প গৃহীত হয় ?


(a) 1971 


(b) 1973 


(c) 1974 


(d) 1980



103. ভাগীরথী হুগলী হল গঙ্গার -


(a) উপনদী 


(b) শাখানদী 


(c) উভয়ই


(d) কোনটাই নয় 



104. বিহারের দুঃখের নদী কোন নদীকে বলা হয় ? 


(a) যৰ্যরা 


(b) গন্ডক 


(c) কোশী 


(d) শােন 



105. যাগার নদীটি কোন দুটি রাজ্যের সীমান চিহ্নিত করা হয় ? 


(a) হরিয়ানা ও উত্তরপ্রদেশ


(b) হরিয়ানা ও পাঞ্জাব 


(c) পাঞ্জাব ও রাজস্থান 


(d) রাজস্থান ও মধ্যপ্রদেশ 



106. প্রাচ্যের নন্দনকানন কাকে বলে ?


(a) সুন্দরবন


(b) দার্জিলিং 


(c) কাশ্মীর উপত্যকা 


(d) ইম্ফল উপত্যকা 



107. কেরালার উপকূল লবণাক্ত জলের হ্রদ কী নামে পরিচিত ? 


(a) চিলকা 


(b) পুলিকট 


(c) কয়াল 


(d) ভেমবানাদ 



108. নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?


(a) হিমাচলপ্রদেশ 


(b) অসম 


(c) উত্তরাখন্ড


(d) সিকিম



109. রাজস্থানে মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়ি কী নামে পরিচিত ? 


(a) সিদ বালিয়াড়ি 


(b) বারখান 


(c) ধ্রিয়ান


(d) ধান্দ



110. সহ্যদ্রি কোন পর্বতশ্রেণীর নাম ?


(a) পূর্বঘাট 


(b) পশ্চিমঘাট 


(c) বিন্ধ্যপর্বত 


(d) সাতপুরা



111. কালবৈশাখী অসমে কী নামে পরিচিত ?


(a) অসমী


(b) বরদৈটিলা 


(c) অম্লবৃষ্টি


(d) আঁধি



112. ভারতের কত শতাংশ অঞ্চল খরা কবলিত ?


(a) 30 %


(b) 33 %


(c) 40 %


(d) 43 %



113. খুব ওজন হ্রাসশীল খনিজ দ্রব্য কোনটি ?


(a) ম্যাঙ্গানিজ


(b) তামা 


(c) পেট্রোলিয়াম 


(d) অভ্র 



114. পশ্চিমবঙ্গের প্রধান ও বৃহত্তম কয়লা উৎপাদন ক্ষেত্র ?


(a) রামনগর 


(b) রাণীগঞ্জ 


(c) আসানসােল 


(d) কোনটিই নয় 



115. ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?


(a) জব্বলপুর 


(b) যােধপুর


(c) দেরাদুন 


(d) এলাহাবাদ 



116. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামকরণ কত সালে হয় ?


(a) 1967 


(b) 1954 


(c) 1969 


(d) 1987 



117. ভারতের উৎপাদনের বিচারে বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত ?


(a) তারাপুর 


(b) কালপক্কম 


(c) নারােয়া 


(d) কোট



118. হিমালয় পার্বত্য অঞ্চলে বড় বড় হ্রদকে কী নামে ডাকা হয় ?


(a) দুন 


(b) তালা 


(c) দিয়ারা 


(d) কোনটিই নয় 



119. কুপ ও নলকূপের মাধ্যমে ভারতের কোন রাজ্যে জলসেচ বেশি হয় ?


(a) তামিলনাড়ু 


(b) গুজরাট 


(c) অন্ধ্রপ্রদেশ 


(d) উত্তরপ্রদেশ 



120. থােরিয়াম উৎপাদনে (২০১২) ভারতের স্থান কোথায় ?


(a) দ্বিতীয় 


(b) প্রথম 


(c) চতুর্থ 


(d) তৃতীয়



121. শিবাসমুদ্রম প্রকল্প অবস্থিত কোন নদীতে ? 


(a) কৃষ্ণা 


(b) কাবেরী


(c) গঙ্গা 


(d) কোনটিই নয়



122. পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের (২০১২) স্থান ভারতে ?


(a) দ্বিতীয়


(b) প্রথম 


(c) চতুর্থ 


(d) তৃতীয়



123. পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহইস্পাত কারখানাটি স্থাপিত করার জন্য কোন পরিকল্পনায় অনুমােদিত হয় ?


(a) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 


(b) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 


(c) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 


(d) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 



124. ভারতের কোন রাজ্যে প্রথম নিউজপ্রিন্ট কারখানা হয় ? 


(a) উত্তরপ্রদেশ 


(b) মধ্যপ্রদেশ 


(c) রাজস্থান 


(d) মহারাষ্ট্র 



125. ২০১১ সালের জনগননায় ভারতে লিঙ্গ অনুপাত কত ?


(a) 933 জন 


(b) 940 জন 


(c) 943 জন 


(d) 944 জন



126. কোন অধিকারটিকে ডঃ আম্বেদকর 'heart and soul of the constitution' বলেছেন ?


(a) ধর্মীয় স্বাধীনতার অধিকার 


(b) সম্পত্তির অধিকার 


(c) সাম্যের অধিকার


(d) সাংবিধানিক অধিকার 



127. ‘ প্রিভেনটিভ ডিটেনশন অ্যাক্ট (PDA) কোন অধিকারকে সংকুচিত করে ?


(a) সাম্যের অধিকার 


(b) ধর্মের অধিকার 


(c) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 


(d) স্বাধীনতার অধিকার



128. আজ পর্যন্ত কতবার ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে ?


(a) ২ বার 


(b) ৩ বার 


(c) ৫ বার 


(d) ১১ বার 



129. ভারত কত সালে বিশ্ববাণিজ্য সংস্থার সদস্য হয় ?


(a) ১৯৪৫ 


(b) ১৯৪৬ 


(c) ১৯৫০ 


(d) ১৯৯৫



130. ভারত কোন দেশের অনুসরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে ?


(a) রাশিয়া


(b) আমেরিকা 


(c) ব্রিটেন


(d) চিন



131. সর্বপ্রথম ভারতীয় সংবিধানে কয়টি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়া হয় ? 


(a) ১৩ 


(b) ১৫ 


(c) ১৪ 


(d) ১২ 



132. কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কোথায় হয় ? 


(a) বােম্বাই 


(b) কলকাতা 


(c) নয়াদিল্লি 


(d) মাদ্রাজ 



133. কোন পঞবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও শিল্প ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল ?


(a) প্রথম 


(b) দ্বিতীয়


(c) তৃতীয় 


(d) চতুর্থ 



134. নেহেরু রােজগার যােজনা কী উদ্দেশ্যে গৃহীত হয় ?


(a) শহরাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য 


(b) মহিলা দারিদ্র্য দূরীকরণের জন্য 


(c) গ্রামাঞ্চলে দারিদ্র্য দূরীকরণের জন্য 


(d) এগুলির কোনওটিই নয় 



135. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে একজন ব্যক্তিকে পূর্ণ করতে হবে - 


(a) ২৫ বছর 


(b) ৩০ বছর 


(c) ৩৫ বছর 


(d) ৪০ বছর 



136. পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায়-


(a) ২৪৩ ধারায় 


(b) ২৪৪ ধারায় 


(c) ২৪৫ ধারায় 


(d) ২৪৬ ধারায় 



137. পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয় ? 


(a) ২০০১ সালে 


(b) ২০০২ সালে 


(c) ২০০৩ সালে 


(d) ২০০৪ সালে 



138. রাজকোষ সংক্রান্ত নীতি নির্দেশ করে - 


(a) কৃষি রাসায়নিক সার-সংক্রান্ত নীতি 


(b) গ্রামীণ ঋণনীতি 


(c) সুদ-সংক্রান্ত নীতি 


(d) সরকারী আয় ও ব্যয় সংক্রান্ত নীতি 



139. ' গরিবি হটাও ' স্লোগানটি কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয় ?


(a) তৃতীয় 


(b) চতুর্থ 


(c) পঞ্চম 


(d) ষষ্ঠ 



140. কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন নিচের কোন আইনের ভিত্তিতে হয়েছে ?


(a) মর্লে-নিন্টো রিফর্মর্স, ১৯০৯ 


(b) মন্টেগু-চেমসফোর্ড অ্যাক্ট, ১৯১৯ 


(c) গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৫ 


(d) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেল অ্যাক্ট, ১৯৪৭ 



141. Constitutent Assembly-র Constitutional Advisor কে ছিলেন ?


(a) সচ্চিদানন্দ সিনহা 


(b) কে.এম. মুনসি 


(c) বি.এন. রাও 


(d) টি.টি. কৃন্মাচারি 



142. নিচের কোন ধারায় সংসদকে নতুন রাজ্য গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে ?


(a) Art - 1 


(b) Art - 2 


(c) Art - 3 


(d) Art - 4



143. ভারতীয় সংবিধানে কল্যাণরাষ্ট্রের (Welfare State) আদর্শ কোথায় বিবৃত হয়েছে ?


(a) প্রস্তাবনা


(b) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 


(c) মৌলিক অধিকার 


(d) সপ্তম তফশিল



144. ‘ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ’ শর্ত সংবিধানের কোথায় উল্লেখিত হয়েছে ?


(a) সংবিধানের প্রস্তাবনায়


(b) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে


(c) মৌলিক অধিকার সমূহে


(d) নবম তফশিল 



145. নিচের কোন সুপারিশ রাষ্ট্রপতি সংসদের সামনে পাঠাতে হয় ?


1. ফিনান্স কমিশনের সুপারিশ


2. পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপাের্ট


3. CAG - এর রিপোর্ট


4. ন্যাশনাল কমিশন ফর এস. সির রিপাের্ট


(a) কেবমাত্র 1


(b) 2, 4 


(c) 1, 3, 4 


(d) 1, 2, 3, 4 



146. নিচের কোনগুলি রাজ্যপালের ব্যতিক্রমী ক্ষমতা ?


1. রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরামর্শ 


2. মন্ত্রীদের নিয়ােগ 


3. রাজ্য আইনসভায় পাশ হওয়া কোনাে বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানাে 


4. রাজ্য সরকারের কার্য পরিচালনার কতিপয় বিধি আরােপ 


(a) 1, 2 


(b) 1, 3 


(c) 2, 3, 4 


(d) 1, 2, 3, 4 



147. সংবিধানের ধারায় Metropolitan Planning Committee গঠনের ব্যবস্থা রয়েছে ?


(a) Art 242 


(b) Art 243 


(c) Art 244 


(d) এগুলির কোনােটিই নয় 



148. ভারতীয় পার্লামেন্টে অসম পুনর্ঘঠন পাশ হয় কত সালে ?


(a) ১৯৪৯ সালে 


(b) ১৯৫৯ সালে 


(c) ১৯৬৯ সালে 


(d) ১৯৭৯ সালে 



149. সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের স্থায়ী অধিবাসীদের জন্য সরকারী চাকরির ক্ষেত্রে বিশেষ সুযােগদানের ব্যবস্থা বর্ণিত আছে ?


(a) ১৯ নম্বর ধারায়


(b) ১৬ নম্বর ধারায় 


(c) ১৩ নম্বর ধারায় 


(d) ১০ নম্বর ধারায় 



150. সংবিধানের কততম সংশােধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ?


(a) ২৪ তম 


(b) ৪২ তম 


(c) ৪৪ তম


(d) ২৫ তম



151. ' যুবদিবস ' কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয় ?


(a) গান্ধিজি 


(b) স্বামী বিবেকানন্দ 


(c) ঋষি অরবিন্দ ঘােষ 


(d) সুভাষচন্দ্র বসু 



152. ‘ বাংলার বার্ক ’ নামে পরিচিত : 


(a) বিপিনচন্দ্র পাল 


(b) বাঘাযতীন 


(c) অরবিন্দ ঘােষ 


(d) রামতনু লাহিড়ী 



153. ‘ দেশপ্রিয় ’ নামে অভিহিত হন কে ? 


(a) মহাত্মা গান্ধী 


(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


(c) রাসবিহারী বসু 


(d) যতীন্দ্রমােহন সেনগুপ্ত 



154. তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল ? 


(a) ১৯৪২ 


(b) ১৯৪৪


(c) ১৯৪৫ 


(d) ১৯৪৮ 



155. বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ? 


(a) অনুশীলন সমিতি 


(b) আত্মােন্নতি সমিতি 


(c) যুগান্তর দল 


(d) প্রাদেশিক সমিতি 



156. ‘ সুলভ সমাচার ’ পত্রিকাটি কে প্রকাশ করতেন ? 


(a) আম্বেদকর 


(b) কেশবচন্দ্র সেন


(c) গান্ধিজি 


(d) নবগােপাল মিত্র



157. মহাত্মা গান্ধিকে কে মিকি মাউস আখ্যা দেন ? 


(a) চার্চিল 


(b) ম্যাকডােনাল্ড 


(c) সরােজিনী নাইডু 


(d) সুভাষচন্দ্র বসু 



158. নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ? 


(a) ভগৎ সিং 


(b) সূর্য সেন 


(c) চিত্তরঞ্জন দাস 


(d) লালা লাজপত রায় 



159. ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় ?


(a) ১৮৫৭ সালে 


(b) ১৮৫৮ সালে 


(c) ১৮৬১ সালে 


(d) ১৮৯২ সালে 



160. লাহাের প্রস্তাব কত সালে পাশ হয় ? 


(a) ১৯৩০ সালে 


(b) ১৯৪০ সালে 


(c) ১৯৪২ সালে 


(d) ১৯৪৫ সালে



161. ইন্ডিয়ান প্যাট্রিয়য়াটিক অ্যাসােসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?


(a) ১৮৭৯ সালে 


(b) ১৮৮৮ সালে 


(c) ১৮৯২ সালে 


(d) ১৮৯৬ সালে 



162. 'India in the Victorian age' বইটি কার লেখা ?


(a) রমেশচন্দ্র দত্ত 


(b) লর্ড কার্জন 


(c) দাদাভাই নৌরজি 


(d) জামিল আহমেদ 



163. কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ? 


(a) ১৭৮০ সালে 


(b) ১৭৮১ সালে 


(c) ১৭৮২ সালে 


(d) ১৭৮৪ সালে 



164. সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দু সরকার প্রথম গঠিত হয় : 


(a) জাপান 


(b) জার্মানি 


(c) মণিপুর 


(d) সিঙ্গাপুর 



165. বেঙ্গল ভলান্টিয়ার্স দলের নেতা ছিলেন ? 


(a) রহমত আলি 


(b) কৃষ্ণকুমার মিত্র 


(c) হেমচন্দ্র ঘােষ


(d) রাসবিহারী ঘােষ 



166. পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় ? 


(a) বীরেশ লিঙ্গম 


(b) বাল গঙ্গাধর তিলক 


(c) এম ডি রানাডে 


(d) দাদাভাই নৌরজি 



167. প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ? 


(a) ১৯০৬ সালে 


(b) ১৯০৮ সালে 


(c) ১৯১২ সালে 


(d) ১৯১৬ সালে 



168. মুসলিম সম্প্রদায়কে প্রথম পাশ্চাত্য শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করেন :


(a) থিওডাের বেক 


(b) সৈয়দ আহমেদ খান 


(c) ফজলুল হক 


(d) মহম্মদ আলি জিন্না 



169. অকালি আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?


(a) মহারাষ্ট্র 


(b) উত্তরপ্রদেশ 


(c) বাংলাদেশ 


(d) পাঞ্জাব 



170. ' Political freedom is the life breath of a nation ' – কে বলেছিলেন ?


(a) বাল গঙ্গাধর তিলক 


(b) লালা লাজপত রায় 


(c) অরবিন্দ ঘােষ 


(d) অ্যানি বেসান্ত



171. তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল ?


(a) ১৯২১ সালে


(b) ১৯৪৬ সালে


(c) ১৯৪৫ সালে


(d) ১৯৪৩ সালে 



172. বিদেশের মাটিতে প্রথম কামিউনিস্ট পার্টি তৈরি করেন :


(a) মানবেন্দ্রনাথ রায় 


(b) জামিল আহমেদ 


(c) মুজাফফর আহমেদ 


(d) সত্য ভক্ত 



173. স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় ? 


(a) ১৯০৫ সালে 


(b) ১৯০৭ সালে 


(c) ১৯১৭ সালে 


(d) ১৯১৯ সালে 



174. ‘ অল ইন্ডিয়া হরিজন ’ সংঘ কে প্রতিষ্ঠা করেন ?


(a) মহাত্মা গান্ধী 


(b) বি আর আম্বেদকর 


(c) জগজীবন রাম 


(d) বিনােবা ভাবে 



175. কে বলেছিলেন ' Nehru is patriot while Jinnah is politician ' ?


(a) মহাত্মা গান্ধী 


(b) স্যার মহম্মদ ইকবাল 


(c) মৌলানা আজাদ 


(d) আবদুল গফফর খান 



176. আগুনের পরশমনি : মুক্তিযুদ্ধ :: জীবন থেকে নেওয়া :


(a) সিপাহি বিদ্রোহ


(b) ভাষা আন্দোলন


(c) মুক্তিযুদ্ধ 


(d) গণ অভ্যুত্থান 



177. Bird : Nest :: Horse :


(a) stable 


(b) mare 


(c) gallop 


(d) ride 



178 . Boot : Foot as Glove : 


(a) Cloth 


(b) Cover 


(c) Hand 


(d) Nylon 



179. নিচের শব্দগুলাের মধ্যে কোনটি অসামঞ্জস্যপূর্ণ ?


(a) মাইল 


(b) কিলােমিটার 


(c) গজ


(d) কিলােগ্রাম 



180. নিচের কোন শব্দটি সমগােত্রীয় নয় ?


(a) Car 


(b) Scooter 


(c) Aeroplane 


(d) Truck



181. নিম্নের পরের সংখ্যাটি কত হবে ?


10, 22, 46, 94, ?


(a) 190 


(b) 184 


(c) 200 


(d) 180 



182. 8 1 17 29 53 - পরবর্তী সংখ্যাটি কত ?


(a) 102


(b) 75


(c) 59


(d) 101



183. যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয় । তাহলে STAY কে কী কোডে লেখা হবে ।


(a) WWCZ


(b) WVCZ 


(c) WWDB 


(d) WVZC 



184. যদি w কে a কোডে লেখা হয়, s কে r কোডে লেখা হয় তাহলে answer কে কী কোডে লেখা হয় ?


(a) wnsaes


(b) anraew


(c) anrwas


(d) wnraes



185. যদি CORRESPONDENCE NUTTRAXUPQRPNER এই কোডে লেখা হয় তাহলে SCOPE কে কী কোডে লেখা হয় ?


(a) AUXNR


(b) ANUXR


(C) RNUXA


(d) XUPAR



186. যদি APPROCH কে CHOAPRAP এই কোডে লেখা হয় তাহলে RESTRICT কে কী কোডে লেখা হয় ?


(a) CTRISTER


(b) ERTSIRTC


(C) CTRISTRE


(d) TCIRSTRE



187. যদি FACE কে 6135; BIG কে 297, HAD কে 814 এবং BADGE কে 21475 এই কোডে লেখা হয় তাহলে A এর কোড কী হবে ?


(a) 3 


(b) 1 


(c) 5 


(d) 9



188. কোনাে একটি কোড ভাষায় 721 বলতে বােঝায় ' good college life ' , ' 526 ' বলতে বােঝায় ' you are good ' এবং 257 বলতে বােঝায় ' life are good ', তাহলে কোন নম্বরটি ' you ' এর কোড হবে ?


(a) 6


(b) 5


(c) 7


(d) কোনােটিই নয়



189. যদি ' birds ' কে বলা হয় ' kings ' , ' kings ' কে বলা হয় ' flowers ' ' flowers ' কে বলা হয় ' cubes ' , ' cubes ' কে বলা হয় ' tables ' , ' tables ' কে বলা humans এবং humans কে বলা হয় birds , , তাহলে গােলপগুলিকে কী কী বলা হয় ?


(a) tables


(b) flowers


(c) cubes


(d) human


উত্তর

1. (b). 2. (c). 3. (d). 4. (a). 5. (c). 6. (b). 7. (d). 8. (b). 9. (b). 10. (a). 11. (c). 12. (b). 13. (c). 14. (a). 15. (b). 16. (a). 17. (c). 18. (c). 19. (d). 20. (b). 21. (b). 22. (d). 23. (d). 24. (a). 25. (c). 26. (d). 27. (a). 28. (a). 29. (c). 30. (c). 31. (b). 32. (d). 33. (b). 34. (b). 35. (d). 36. (a). 37. (c). 38. (a). 39. (a). 40. (b). 41. (c). 42. (a). 43. (a). 44. (c). 45. (b). 46. (b). 47. (c). 48. (c). 49. (c). 50. (a). 51. (b). 52. (a). 53. (c). 54. (a). 55. (c). 56. (b). 57. (a). 58. (b). 59. (d). 60. (c). 61. (b). 62. (b). 63. (a). 64. (c). 65. (c). 66. (b). 67. (b). 68. (c). 69. (d). 70. (b). 71. (b). 72. (c). 73. (a). 74. (d). 75. (b). 76. (d). 77. (b). 78. (c). 79. (a). 80. (a). 81. (d). 82. (c). 83. (a). 84. (c). 85. (b). 86. (d). 87. (a). 88. (a). 89. (c). 90. (b). 91. (a). 92. (a). 93. (d). 94. (d). 95. (d). 96. (b). 97. (a). 98. (c). 99. (c). 100. (c). 101. (c). 102. (b). 103. (b). 104. (c). 105. (b). 106. (c). 107. (c). 108. (d). 109. (c). 110. (b). 111. (b). 112. (b). 113. (c). 114. (b). 115. (a). 116. (a). 117. (c). 118. (b). 119. (d). 120. (b). 121. (b). 122. (b). 123. (b). 124. (b). 125. (b). 126. (d). 127. (d). 128. (b). 129. (d). 130. (a). 131. (c). 132. (c). 133.(a). 134.(a). 135. (c). 136. (d). 137. (d). 138. (d). 139. (c). 140. (c). 141. (c). 142. (c). 143. (b). 144. (b). 145. (c). 146. (b). 147. (b). 148. (c). 149. (b). 150. (c). 151. (b). 152. (a). 153. (d). 154. (b). 155. (b). 156. (b). 157. (c). 158. (a). 159. (b). 160. (b). 161. (b). 162. (a). 163. (b). 164. (d). 165. (c). 166. (c). 167. (d). 168. (b). 169. (d). 170. (c). 171. (b). 172. (a). 173. (c). 174. (a) 175. (b). 176. (b) 177. (a) 178. (c) 179. (d) 180. (c) 181. (a) 182. (d) 183. (a) 184. (b) 185. (b) 186. (c) 187. (b) 188. (a) 189. (c)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.