Top 100 General Science GK Questions: সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Top 100 General Science GK Questions: সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. ডাকবিল প্লাটিপাস বা হংসচঞ্চু কোন দুই শ্রেণির প্রাণীর মধ্যে যােগাযােগ রক্ষাকারী ?
উত্তর: সরীসৃপ ও স্তন্যপায়ী ।
2. সালােকসংশ্লেষের প্রধান স্থান পাতার কোন কলার কোষ ?
উত্তর: মেসােফিল কলা।
3. এনার্জি কারেন্সি কাকে বলে ?
উত্তর: অ্যাডােনােসাইন ট্রাইফসফেট (শক্তি সঞ্চিত থাকে বলে) ।
4. মানুষের যকৃতে কোন ভিটামিন সতি থাকে ?
উত্তর: ভিটামিন এ।
5. লােহিতকণার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কী বলে ?
উত্তর: পলিসাইথিনিয়া।
6. জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: প্যান্থেয়া টাইগ্রিস।
7. ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত সংবহন একবার সম্পূর্ণ করতে কত সময় লাগে ?
উত্তর: ২৩ সেকেণ্ড (প্রায়)।
8. পেয়ারায় কী ধরণের ভিটামিন থাকে ?
উত্তর: ভিটামিন সি ।
9. রক্তে চিনির মাত্রা কত ?
উত্তর: ৮০ - ১২০ গ্রাম / ১০০ সিসি ।
10. রিকেট রােগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন ডি ।
11. পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত পাউন্ড ?
উত্তর: ৩ পাউন্ড।
12. বিজ্ঞানের কোন শাখা কোষ তৈরি নিয়ে আলােচনা করে ?
উত্তর: সাইটোলজি ।
13. কোন রােগের অপর নাম ‘ Big C ?
উত্তর: ক্যান্সার ।
14. ব্রায়ােফাইটা কী?
উত্তর: অপুষ্পক স্বভােজী স্বাবলম্বী উদ্ভিদ।
15. ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে ?
উত্তর: উজেনেসিস।
16. কীসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয় ?
উত্তর: মেলানিন।
17. মধুর প্রধান উপাদান কী ?
উত্তর: সুক্রোজ।
18. সূর্যের শক্তির উৎস কি ?
উত্তর: নিউক্লীয় সংযোজন
19. কাকে কোষের মস্তিস্ক বলে ?
উত্তর: নিউক্লিয়াস
20. দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি ?
উত্তর: এনামেল
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box