বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ - The Doctrine Of Political Scientists
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ - The Doctrine Of Political Scientists
❏ ব্রাইস
➨রাষ্ট্রবিজ্ঞান হ’ল একটি প্রগতিশীল বিজ্ঞান।
➨রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি মনােবিজ্ঞানের মধ্যেই নিহিত।
❏ গার্নার
➨রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে।
❏ গেটেল
➨রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলােচনা করে।
❏ সিলি
➨ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন।
❏ ল্যাস্কি
➨সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানবজীবনের আলােচনাই রাষ্ট্রবিজ্ঞান।
❏ অ্যারিস্টটল
➨সমাজ বহির্ভূত ভাবে যে বাস করে সে হয় পশু নয় ভগবান।
➨মানুষ হ'ল সামাজিক জীব।
❏ অধ্যাপক গিলক্রিস্ট
➨রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলােচনা করে।
❏ কান্ট
➨রাষ্ট্রনীতি নৈতিকতার কাছে নতিস্বীকার করে এক পা এগােতে পারে না।
❏ হেগেল
➨রাষ্ট্র হ’ল স্বাধীনতার মূর্ত প্রতীক।
❏ লেনিন
➨বৈপ্লবিক মতবাদ ছাড়া বৈপ্লবিক আন্দোলন অসম্ভব।
❏ রুশাে
➨স্বাধীনতা হ’ল অধিকারের ফল।
➨মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ।
❏ মুসােলিনী
➨পার্লামেন্ট হল একটি প্রীড়নক মাত্র।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box