ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা: The Capital And Official Languages Of The Indian State
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা: The Capital And Official Languages Of The Indian State
❏ রাজ্য: অন্ধ্রপ্রদেশ
❏ রাজধানী: হায়দরাবাদ
❏ প্রধান ভাষা: তেলুগু ও উর্দু
❏ রাজ্য: অরুণাচল প্রদেশ
❏ রাজধানী: ইটানগর
❏ প্রধান ভাষা: আপাতানি, বাঙ্গনি, প্রদেশ তাগিন, হিলস মিরি, গালো, আদি
❏ রাজ্য: অসম
❏ রাজধানী: দিসপুর
❏ প্রধান ভাষা: অসমীয়া, বোড়ো
❏ রাজ্য: বিহার
❏ রাজধানী: পাটনা (পূর্বে পাটলিপুত্র নামে পরিচিত ছিল)
❏ প্রধান ভাষা: হিন্দি, উর্দু, মৈথিলি, ভোজপুরি, মাগধি
❏ রাজ্য: ছত্তিশগড়
❏ রাজধানী: রায়পুর
❏ প্রধান ভাষা: ছত্তিশগারহি এবং হিন্দি
❏ রাজ্য: গোয়া
❏ রাজধানী: পানাজি
❏ প্রধান ভাষা: কোক্কানি এবং মারাঠি
❏ রাজ্য: গুজরাট
❏ রাজধানী: গান্ধীনগর
❏ প্রধান ভাষা: গুজরাটি
❏ রাজ্য: হরিয়ানা
❏ রাজধানী: চণ্ডীগড় (পাঞ্জাবেরও রাজধানী)
❏ প্রধান ভাষা: হরিয়ানভি এবং হিন্দি
❏ রাজ্য: হিমাচল প্রদেশ
❏ রাজধানী: সিমলা
❏ প্রধান ভাষা: হিন্দি এবং পাহাড়ি
❏ রাজ্য: ঝাড়খণ্ড
❏ রাজধানী: রাঁচি
❏ প্রধান ভাষা: সাঁওতালি, মুন্দারি, কুরুখ, খোর্থা, হিন্দি, বাংলা, ওড়িয়া
❏ রাজ্য: জম্মু ও কাশ্মীর
❏ রাজধানী: শ্রীনগর (গ্রীষ্মকাল) এবং জম্মু (শীতকাল)
❏ প্রধান ভাষা: উর্দু, কাশ্মিরী, লাদাখি
❏ রাজ্য: কর্ণাটক
❏ রাজধানী: বেঙ্গালুরু
❏ প্রধান ভাষা: কন্নড়
❏ রাজ্য: কেরল
❏ রাজধানী: থিরুবনন্তপুরম
❏ প্রধান ভাষা: মালয়ালম
❏ রাজ্য: মণিপুর
❏ রাজধানী: ইম্ফল
❏ প্রধান ভাষা: মণিপুরি
❏ রাজ্য: মধ্যপ্রদেশ
❏ রাজধানী: ভোপাল
❏ প্রধান ভাষা: হিন্দি
❏ রাজ্য: মহারাষ্ট্র
❏ রাজধানী: মুম্বাই
❏ প্রধান ভাষা: মারাঠি
❏ রাজ্য: মেঘালয়
❏ রাজধানী: শিলং
❏ প্রধান ভাষা: খাসি, গারো, ইংরেজি
❏ রাজ্য: মিজোরাম
❏ রাজধানী: আইজল
❏ প্রধান ভাষা: মিজো
❏ রাজ্য: নাগাল্যান্ড
❏ রাজধানী: কোহিমা
❏ প্রধান ভাষা: ইংরেজি, কোন্যক, অঙ্গামি
❏ রাজ্য: ওড়িশা
❏ রাজধানী: ভুবনেশ্বর
❏ প্রধান ভাষা: ওড়িয়া
❏ রাজ্য: পাঞ্জাব
❏ রাজধানী: চণ্ডীগড় (হরিয়ানারও রাজধানী)
❏ প্রধান ভাষা: পাঞ্জাবি
❏ রাজ্য: রাজস্থান
❏ রাজধানী: জয়পুর
❏ প্রধান ভাষা: হিন্দি, রাজস্থানি
❏ রাজ্য: সিকিম
❏ রাজধানী: গ্যাংটক
❏ প্রধান ভাষা: নেপালি, ভুটিয়া, লেপচা, লিম্বু, হিন্দি, ইংরেজি
❏ রাজ্য: তামিলনাড়ু
❏ রাজধানী: চেন্নাই
❏ প্রধান ভাষা: তামিল
❏ রাজ্য: তেলেঙ্গানা
❏ রাজধানী: হায়দরাবাদ
❏ প্রধান ভাষা: তেলুগু এবং উর্দু
❏ রাজ্য: ত্রিপুরা
❏ রাজধানী: আগরতলা
❏ প্রধান ভাষা: বাংলা এবং কোকবোরোক
❏ রাজ্য: উত্তরপ্রদেশ
❏ রাজধানী: লক্ষ্ণৌ
❏ প্রধান ভাষা: হিন্দি
❏ রাজ্য: উত্তরাখণ্ড
❏ রাজধানী: দেরাদুন
❏ প্রধান ভাষা: কুমাওনি, গারওয়ালি
❏ রাজ্য: পশ্চিমবঙ্গ
❏ রাজধানী: কলকাতা
❏ প্রধান ভাষা: বাংলা
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box