SSC General Knowledge Questions And Answers: বাংলা জেনারেল নলেজ ছোট প্রশ্ন

SSC General Knowledge Questions And Answers: বাংলা জেনারেল নলেজ ছোট প্রশ্ন

SSC General Knowledge Questions And Answers: বাংলা জেনারেল নলেজ ছোট প্রশ্ন


SSC General Knowledge Questions And Answers: বাংলা জেনারেল নলেজ ছোট প্রশ্ন



1. ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর্তা -


উত্তর: সুপ্রিমকোর্ট।


2. ‘India Wins Freedom' বইটি লিখেছেন - 


উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।


3. ' Broken Wins ' বইটির লেখক - 


উত্তর: সরােজিনী নাইডু।


4. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে সংসদের উভয় কক্ষের মধ্যে যেকোনাে-  


উত্তর: একটি কক্ষ।


5. ভারতের পাঞ্জাবে আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে।


6. বিশ্ব মানবাধিকার দিবস - 


উত্তর: ১০ ই ডিসেম্বর।


7. 2016 সালে যশ চোপড়া স্মৃতি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় - 


উত্তর: রেখা গনেসান কে।


8. বঙ্গভঙ্গ ঘােষিত হয় - 


উত্তর: 1905 সালের 20 শে জুলাই।


9. বঙ্গভঙ্গ কার্যকরী হয় - 


উত্তর: 1905 সালের 16 ই অক্টোবর। লর্ড কার্জন এর সময়।


10. বঙ্গভঙ্গ রদ হয় - 


উত্তর: 1911 সালে। লর্ড হার্ডিঞ্জ এর সময়।


11. মুসলিম লীগ পাকিস্তান দাবী করে - 


উত্তর: 1940 সালের 20 শে জানুয়ারী।


12. ডেঙ্গু রােগ হয় যে ভাইরাস এ সেটি হল –  


উত্তর: DEN - 1-4


13. ম্যালেরিয়া রােগ হয় সে প্রােটোজোয়া দ্বারা - 


উত্তর: প্লাসমােডিয়াম ভাইভ্যাক্স।


14. ইকোলজি শব্দের প্রবক্তা - 


উত্তর: আরনেস্ট হেকেল।


15. নামধাপা অভয়ারণ্য - 


উত্তর: অরুণাচল প্রদেশে অবস্থিত।


16. শিবপুরী অভয়ারণ্য - 


উত্তর: মধ্যপ্রদেশে অবস্থিত।


17. ভারতীয় গণপরিষদের চিহ্ন - 


উত্তর: হাতি।


18. ভারতের সংবিধানের দশম তফশিলে দলত্যাগ বিরােধী আইনের কথা বলা হয়েছে।


19. ভারতের সংবিধানের 17 নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে।


20. ভারতের সংবিধানের 29 নং ধারায় শিক্ষার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না সে কথা বলা হয়েছে।


21. নির্দেশমুলকনীতি - 


উত্তর: 17 টি। 


22. মৌলিক কর্তব্যের সংখ্যা - 


উত্তর: 11 টি।


23. BPL এর পুরাে অর্থ - 


উত্তর: Below Poverty Line


24. লক্ষী সেওগল ছিলেন - 


উত্তর: একজন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী।


25. ভারতের যে রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় - 


উত্তর: গুজরাট।


26. সদ্য সমাপ্ত প্যারা অলিম্পিকস এ পদক বিচারে ভারতের স্থান - 


উত্তর: 42।


27. 2014 সালে শীতকালীন অলিম্পিকের আসর বসেছিল - 


উত্তর: রাশিয়ায়।


28. ব্রাজিলের কফি বাগানগুলিকে বলে - 


উত্তর: ফ্যাজেন্ডা।


29. তিজপাড়া ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে।


30. বর্তমানে পশ্চিমবঙ্গে স্বাক্ষরতার হার 78 % (প্রায়)।


31. ভরবেগ রাশির একক - 


উত্তর: ডাইন / সেকেন্ড।


32. সদ্য প্রয়াত ঈষিকা খান (ঈষা) - 


উত্তর: হকি খেলার সাথে যুক্ত।


33. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ - 


উত্তর: হুবার্ড (আলাস্কা)।


34. মাদ্রাজের নাম বদলে চেন্নাই রাখা হয়েছে - 


উত্তর: 1968 সালে।


35. ভারতের বৃহত্তম তৈল শােধনাগার - 


উত্তর: কয়ালিতে অবস্থিত।


36. ভারতের কোনারকে গেলে ব্ল্যাক প্যাগােড়া দেখতে পাওয়া যাবে।


37. পাঞ্জাবের লুধিয়ানা হােসিয়ারী শিল্পের জন্য বিখ্যাত।


38. ভারতের হাইটেক বন্দর - 


উত্তর: জহরলাল নেহেরু বন্দর (মুম্বাই)।


39. উত্তর ও মধ্য আন্দামান মহকুমার সদর শহরের নাম – 


উত্তর: মায়া বন্দর।


40. স্যাডল পিক নামক পর্বতশৃঙ্গ দেখতে পাওয়া যায় - 


উত্তর: আন্দামানে।


41. জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনের সভাপতি ছিলেন - 


উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি।


42. কোলকাতায় বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় - 


উত্তর: 1917 সালে |


43. মৌসুমি বায়ু - 


উত্তর: সাময়িক বায়ু।


44. মুম্বাই - 


উত্তর: আরব সাগরের তীরে অবস্থিত।


45. বিশাখাপত্তনম - 


উত্তর: বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।


46. মার্মাগাও ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর।


47. মােট পন্য পরিবহনে মুম্বাই বন্দরের স্থান প্রথম।


48. রানা প্রতাপ সাগর বাঁধ - 


উত্তর: রাজস্থানে অবস্থিত।


49. সালাল প্রকল্প জম্মু ও কাশ্মীরে অবস্থিত।


50. উকাই প্রকল্প তাপ্তি নদীর তীরে অবস্থিত।


51. মাচকুন্ড প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার মধ্যে।


52. লেনা নদীর উৎস বৈকাল হ্রদ।


53. প্রাচীন পলি দিয়ে গঠিত উঁচু অংশকে বলে - 


উত্তর: ভাঙ্গর।


54. সংবিধান সংশােধন হয় - 


উত্তর: 368 নং ধারায়।


55. রাষ্ট্রপতির প্রতি ইম্পিচমেন্ট করা হয় - 


উত্তর: 61 নং ধারায়।


56. নির্বাচন কমিশন লিপিবদ্ধ আছে - 


উত্তর: 324 নং ধারায়।


57. অর্থ কমিশন লিপিবদ্ধ আছে - 


উত্তর: 280 নং ধারায়।


58. এখনও পর্যন্ত 14 টি অর্থ কমিশন গঠিত হয়েছে।


59. শেষ অর্থ কমিশনের সভাপতি - 


উত্তর: বেনুগােপাল রাও।


60. এখনও পর্যন্ত 12 টি পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে।


61. দ্বিতীয় পরিকল্পনায় বােকারাে , ভিলাই , রাউরকেল্লা এই শিল্পগুলি গড়ে ওঠে।


62. ভারতের পরিবেশের সবুজ শক্তির পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন - 


উত্তর: ববি চেলাম।


63. 2016 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলে সানিয়া মির্জা ও মার্টিনা হাভিগম জুটি জয়লাভ করেছে।


64. মরুভূমির দিক থেকে 


উত্তর: প্রথম - সাহারা, দ্বিতীয় - আরাবিয়ান মরুভূমি, তৃতীয় - গােবি, সপ্তম - থর (ভারত)।


65. ট্রাকোমা চোখের রােগ।


66. সুন্দাখাত কোথায় অবস্থিত -


উত্তর: ভারত মহাসাগরে অবস্থিত।


67. হিজরি সাল শুরু হয় - 


উত্তর: 622 সালে।


68. কোন ব্যক্তি 75 সেমি দূরের জিনিসকে না দেখতে পাওয়া রােগকে বলে -


উত্তর: হাইপারমেট্রোপিয়া।


69. বিক্রম সারাভাই মহাকাশ গবেষণাকেন্দ্র - 


উত্তর: ব্যাঙ্গালােরে অবস্থিত।


70. গতিশক্তি ভর ও বেগের উপর নির্ভরশীল।


71. হ্যালােজেন পরিবারের মধ্যে সবচেয়ে বেশী সক্রিয় মৌল - 


উত্তর: ফুওরিন।


72. জাহাঙ্গীর মহল - 


উত্তর: আগ্রাতে অবস্থিত।


73. 1 টাকার নােটে সই থাকে - 


উত্তর: অর্থসচিবের।


74. সােনালী চতুর্ভুজ পরিকল্পনা রাস্তা সংস্কারের সাথে যুক্ত।


75. ভারতবর্ষে মহারাষ্ট্র রাজ্যে জাতীয় সড়ক দীর্ঘতম।


76. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর হায়দ্রাবাদে অবস্থিত।


77. ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত।


78. লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসীতে অবস্থিত।


79. বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পাের্ট ব্লেয়ারে অবস্থিত।


80. পারাদ্বীপ বন্দরের মাধ্যমে কাঁচা লােহা জাপানে পাঠানাে হয়।


81. ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম।


82. ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর চেন্নাই।


83. কোচিন কেরালায় অবস্থিত।


84. নিউ ম্যাঙ্গালাের বন্দরকে বলা হয় কর্ণাটকের প্রবেশদ্বার।


85. ভারতের ব্যস্ততম বন্দর মুম্বাই।


86. ভারতের সংবিধান সভা গঠিত হয় 389 জন সদস্য নিয়ে।


87. ভারতের সংবিধানের উপদেষ্টা B.N. রাও।


88. সংবিধান সভার অস্থায়ী সভাপতি সচীদানন্দ সিনহা।


89. সংবিধান সভার প্রথম অধিবেশন বসে 1946 সালের 3 ই ডিসেম্বর।


90. ভারতের সংবিধান তৈরির জন্য মােট 13 টি কমিটি গঠিত।


91. ভারতের সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন - 


উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ।


92. ব্যক্তি অধিকারের রক্ষা কবচ হেবিয়াস করপাস্।


93. হেবিয়াস কর্পাস কথার অর্থ কোন ব্যক্তিকে স্বশরীরে আদালতে উপস্থিত করা।


94. ভারতীয় সংবিধানের 44 তম সংশােদন হয় - 


উত্তর: 1978 সালে |


95. ভারতীয় সংবিধানের 40 নং ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে।


96. ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় - 


উত্তর: 1955 সালে।


97. ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি।


98. Pearl City Express - চেন্নাই ও তুতিকোরিনের মধ্যে চলাচল করে।


99. একটি জাহাজ যখন সমুদ্র থেকে নদীতে আসে তার জলতল বৃদ্ধি পায়।


100. গ্রীক পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে ছিলেন।


101. সূর্যের বাইরের স্তরের নাম - 


উত্তর: ফটোস্ফিয়ার।


102. রােহিংটন টুপি যে খেলার সাথে যুক্ত - 


উত্তর: ক্রিকেট।


103. পুলকেশী -


উত্তর: চালুক্য রাজ বংশের সাথে যুক্ত।


104. কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত।


105. যে পেশােয়া গেরিলা যুদ্ধে পারদর্শী - 


উত্তর: প্রথম বাজীরাও।


106. রামমােহন রায়কে রাজা উপাধি দেন - 


উত্তর: দ্বিতীয় আকবর।


107. শিখদের মিশলের সংখ্যা - 


উত্তর: 12 টি |


108. পলাশীর যুদ্ধ হয় - 


উত্তর: 1757 সালের 23 শে জুন।


109. বিধবা বিহার আইন পাশ হয় - 


উত্তর: লর্ড ডালহৌসির সময়।


110. সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন - 


উত্তর: লর্ড বেন্টিঙ্ক।


111. হিন্দু পেট্রিয়টের প্রতিষ্ঠাতা - 


উত্তর: হরিশচন্দ্র মুখার্জি।


112. কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা - 


উত্তর: বি . জি . তিলক।


113. সন্ধ্যা পত্রিকার প্রতিষ্ঠাতা - 


উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়।


114. দেবসমাজ পত্রিকার প্রতিষ্ঠাতা - 


উত্তর: শিব নারায়ণ অগ্নিহােত্রী।


115. লােক হিতবাদী বলা হত - 


উত্তর: গােপাল হরি দেশমুখকে।


116. দান সাগর রচনা করেন - 


উত্তর: বল্লাল সেন।


117. হিন্দুস্বরাজ রচনা করেন - 


উত্তর: মহাত্মা গান্ধী।


118. জাতীয় কংগ্রেস হল তিনদিনের তামাশা বলেছিলেন - 


উত্তর: অশ্বিনীকুমার দত্ত।


119. ' সব লাল হাে জায়েগা ' বলেন - 


উত্তর: রণজিৎ সিংহ।


120. ' গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালাে ' বলেন - 


উত্তর: স্বামী বিবেকানন্দ।


121. ডন সােসাইটি প্রতিষ্ঠা করেন - 


উত্তর: সতীশচন্দ্র মুখার্জি।


122. বাংলার মুকুটহীন রাজা - 


উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি।


123. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় - 


উত্তর: 1939 সালের 3 রা সেপ্টেম্বর।


124. ' তরুণের স্বপ্ন ' লিখেছিলেন - 


উত্তর: সুভাষচন্দ্র বসু।


125. কোমাগাতামারু একটি জাহাজের নাম।


126. সুরাটে জাতীয় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন - 


উত্তর: রাসবিহারী ঘােষ।


127. মুন্ডা বিদ্রোহ হয় - 


উত্তর: ছােটনাগপুরে।


128. বরদৌলি সত্যাগ্রহ হয় - 


উত্তর: গুজরাটে।


129. বাংলার নানাসাহেব বলা হত - 


উত্তর: রামরতন রায়কে।


130. মােপলা বিদ্রোহ হয় - 


উত্তর: কেরালাতে।


131. শিবাজীর মায়ের নাম - 


উত্তর: জীজা বাঈ।


132. জৌনপুর শহরের প্রতিষ্ঠাতা - 


উত্তর: ফিরােজশাহ তুঘলক।


133. প্রথম রেলওয়ে লাইন চালু হয় - 


উত্তর: 1853 সালের 16 এপ্রিল।


134. ভারতবর্ষ প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয় - 


উত্তর: 1925 সালে (মুম্বাই - কুরলা পর্যন্ত) |


135. ভারতে প্রথম রেলওয়ে লাইন স্থাপিত হয় - 


উত্তর: মুম্বাইতে।


136. ভারতে প্রথম লাইট সিগনাল চালু হয় - 


উত্তর: 1928 সালে।


137. ষ্টীম ইঞ্জিন তৈরি হয় - 


উত্তর: 1853 সালে।


138. ভারতবর্ষে মােট রেলপথের দৈর্ঘ্য - 


উত্তর: 63140 কিমি।


139. জনশতাব্দী এক্সপ্রেস চলাচল শুরু হয় - 


উত্তর: মুম্বাই থেকে (2000 , 16th April)।


140. ষ্টীম ইঞ্জিন আবিষ্কারকের নাম - 


উত্তর: জর্জ স্টিফেনসন।


141. ভারতবর্ষে রেলওয়ের ইতিহাসের পিতামহ বলা হয় - 


উত্তর: জর্জ স্টিফেনসনকে।


142. পৃথিবীর প্রথম রেলের ইঞ্জিন- লােকোমােটিভ।


143. পৃথিবীর মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয় - 


উত্তর: ইংল্যান্ড।


144. কোলকাতা শিমলা রেলওয়ে লাইন স্থাপিত হয় - 


উত্তর: 1903 সালে।


145. ভিক্টোরিয়া টার্মিনাল গঠিত হয় - 


উত্তর: 1888 সালে।


146. সবরমতী রেলওয়ে লাইনের কাজ শেষ হয় - 


উত্তর: 1870 সালে।


147. দিল্লী মেট্রো চালু হয় - 


উত্তর: 2002 সালের ডিসেম্বরে।


148. ভারতবর্ষে সবচেয়ে দীর্ঘতম টানেল - 


উত্তর: কোলকাতা শিমলা (দৈর্ঘ্য 3752 ফুট)।


149. ভারতবর্ষে প্রথম ইলেকট্রিক ট্রেনের সূচনা করেন - 


উত্তর: উইলসন।


150. ভারতবর্ষে জনতা এক্সপ্রেস চলাচল শুরু হয় - 


উত্তর: 1950 সালে। 


151. পুনা চুক্তি হয় - 


উত্তর: 1932 সালের 25 শে সেপ্টেম্বর।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.