সংবিধানের ছয়টি মৌলিক অধিকার - Six Fundamental Rights Of The Constitution

সংবিধানের ছয়টি মৌলিক অধিকার - Six Fundamental Rights Of The Constitution

সংবিধানের ছয়টি মৌলিক অধিকার - Six Fundamental Rights Of The Constitution

সংবিধানের ছয়টি মৌলিক অধিকার - Six Fundamental Rights Of The Constitution

 




1. সমতার অধিকার (১৪-১৮ নং ধারা) 


2. স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা)


➨স্বাধীনতার আবার সাতটি অধিকার হলাে:


❏ বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার


❏ শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার


❏ সংগঠন অথবা সঙ্ঘ গঠনের অধিকার


❏ অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেলার অধিকার


❏ ভারতীয় ভূ-খণ্ডের যে কোন অংশে বসবাস করার অধিকার


❏ সম্পত্তি অর্জন; ভোগ এবং হস্তান্তরের অধিকার


❏ যে কোনও বৃত্তি, উপজীবিকা, ব্যবসা-বাণিজ্যের অধিকার 


3. শােষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা)


4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা)


5. সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা) 


6. সম্পত্তির অধিকার (৩১ নং ধারা) 


7. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং ধারা)


❏  ১৯৭৮ সালে ৬ নং মৌলিক অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়।



কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.