সংবিধানের ছয়টি মৌলিক অধিকার - Six Fundamental Rights Of The Constitution
সংবিধানের ছয়টি মৌলিক অধিকার - Six Fundamental Rights Of The Constitution
1. সমতার অধিকার (১৪-১৮ নং ধারা)
2. স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা)
➨স্বাধীনতার আবার সাতটি অধিকার হলাে:
❏ বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার
❏ শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার
❏ সংগঠন অথবা সঙ্ঘ গঠনের অধিকার
❏ অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেলার অধিকার
❏ ভারতীয় ভূ-খণ্ডের যে কোন অংশে বসবাস করার অধিকার
❏ সম্পত্তি অর্জন; ভোগ এবং হস্তান্তরের অধিকার
❏ যে কোনও বৃত্তি, উপজীবিকা, ব্যবসা-বাণিজ্যের অধিকার
3. শােষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা)
4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা)
5. সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা)
6. সম্পত্তির অধিকার (৩১ নং ধারা)
7. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং ধারা)
❏ ১৯৭৮ সালে ৬ নং মৌলিক অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box