পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন ও উত্তর: Questions And Answers From Different Lakes Of The World And India
পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন ও উত্তর: Questions And Answers From Different Lakes Of The World And India
1. পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কী ?
উত্তর: আফ্রিকার ট্যাঙ্গানিকা হ্রদ (দৈর্ঘ্য প্রায় ৩৫০ কি.মি)।
2. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ?
উত্তর: চিল্কা হ্রদ।
3. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কী ?
উত্তর: উলার হ্রদ (কাশ্মীর)।
4. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?
উত্তর: রাজস্থানের সম্বর হদ।
5. ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কী ?
উত্তর: লাডাকের প্যাংগং হ্রদ (উচ্চতা - ১৪,২৫৬ ফুট)।
6. পৃথিবীর বৃহত্তম উপহ্রদের নাম কী ?
উত্তর: দো-পতাে। এটি ১৫৮ মাইল দীর্ঘ এবং ৪,১১০ বর্গমাইল বিস্তৃত।
7. কৃত্রিম উপায়ে সৃষ্ট হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর: চম্বল নদীর রাণা প্রতাপ সাগর, ভাকরাবাঁদের গােবিন্দ সাগর, দামােদর নদের পাঞেত জলাধার, মিশরের নাসের সাগর।
8. লবণাক্ত জলের হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর: ভারতের সম্বর, পুষ্কর, মধ্য এশিয়ার মরুসাগর, ইউরােপের কাস্পিয়ান সাগর, আরল সগর, আফ্রিকার চাঁদ।
9. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয়র (আয়তন - ৩১,৮০০ বর্গ কি.মি.)।
10. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?
উত্তর: কাস্পিয়ান সাগর। আয়তন ৩,৯৫,০০০ বর্গ কি.মি. এর ৩৮.৬ শতাংশ ইরানে ও বাকী অংশ রাশিয়াতে অবস্থিত।
11. পৃথিবীর সর্বাধিক লবণনাক্ত হ্রদ ?
উত্তর: মরুসাগর।
12. পৃথিবীর নিম্নতম হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর: জর্ডন ও ইজরায়েল সীমান্তে অবস্থিত ‘ মরুসাগর ’ সমুদ্র সমতল থেকে ৩৯৬ মিটার নীচে অবস্থিত।
13. অবনমনের ফলে গঠিত হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর: উলার হ্রদ (ভারত), ভিক্টোরিয়া হ্রদ (আফ্রিকা)।
14. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর: মহারাষ্ট্রের লােনার হ্রদ, ইতালির বােলসেনা, আমেরিকার নিকারুগুয়া, ওরেগান, জর্ডন উপত্যকার গ্যালিলি হ্রদ, অবিসিনিয়ার টানা হ্রদ, নিউজিল্যান্ডের টাওপাে হ্রদ।
15. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর: আইসল্যাণ্ডের মাইভত্ন হ্রদ।
16. পােলাজি / কাস্ট হ্রদ (চুনাপাথর ও ডলােমাইডযুক্ত অঞ্চল) কোনটি ?
উত্তর: যুগােশ্লাভিয়ার স্কুটারি হ্রদ
17. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ (প্লায়া) ?
উত্তর: রাজস্থানের সম্বর, দিদওয়ানা, উচমন।
18. নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদের নাম কী ?
উত্তর: নীলনদের সাড জলাভূমি।
19. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদের গুলির নাম কী ?
উত্তর: হেমকুণ্ড ও রুপকুণ্ড।
20. ব-দ্বীপ হ্রদের গুলির নাম কী কী ?
উত্তর: কৃষ্ণা ও গােদাবরী ব-দ্বীপ মধ্যবর্তী কোলেরু হ্রদ।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box