পুরস্কার সম্পর্কিত প্রশ্নোত্তর: Prize Related Questions Answers
পুরস্কার সম্পর্কিত প্রশ্নোত্তর: Prize Related Questions Answers
পুরস্কার সম্পর্কিত প্রশ্নোত্তর
প্রশ্ন: ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর: সাহিত্য।
প্রশ্ন: কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়?
উত্তর: ইউনেস্কো।
প্রশ্ন: প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?
উত্তর: খান আব্দুল গফফর খান।
প্রশ্ন: নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?
উত্তর: ৬টি [সাহিত্য, শান্তি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি]
প্রশ্ন: নোবেল পুরস্কার প্রতিবছর কোথায় দেওয়া হয়?
উত্তর: স্টকহোম।
প্রশ্ন: নোবেল শান্তি পুরস্কার প্রতি বছর কোথায় দেওয়া হয়?
উত্তর: ওসলো।
প্রশ্ন: প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্রনাথ [১৯১৩]
প্রশ্ন: ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে?
উত্তর: সামাজিক কাজকর্ম।
প্রশ্ন: নিশাই পাকিস্তান পুরস্কার কে পান?
উত্তর: মোরারজী দেশাই।
প্রশ্ন: প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান?
উত্তর: বিশ্বনাথন আনন্দ।
প্রশ্ন: অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উত্তর: খেলাধূলার অবদানের জন্য।
প্রশ্ন: পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
উত্তর: সাহিত্য ও সাংবাদিকতা।
প্রশ্ন: ভারতের সর্বোচ্চ নাগরিকত্ব পুরস্কার কোনটি?
উত্তর: ভারতরত্ন।
প্রশ্ন: ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার কোনটি?
উত্তর: পরমবীর চক্র।
প্রশ্ন: ভারতের সর্বোচ্চ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কোনটি?
উত্তর: অশোকচক্র।
প্রশ্ন: জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উত্তর: সাহিত্যকর্ম।
প্রশ্ন: প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তর: আশাপূর্ণা দেবী [প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য]
প্রশ্ন: দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
উত্তর: খেলার কোচদের।
প্রশ্ন: প্রথম মহিলা যিনি পুলিৎজার পুরস্কার পান?
উত্তর: ঝুম্পা লাহিড়ী।
প্রশ্ন: অস্কার পুরস্কার দেওয়া হয়?
উত্তর: সিনেমার সর্বোচ্চ পুরস্কার।
প্রশ্ন: প্রথম ভারতীয় যিনি অস্কার পান?
উত্তর: ভানু আথাইয়া।
প্রশ্ন: প্রথম ভারতীয় যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান?
উত্তর: ডঃ এস.চন্দ্রশেখর (১৯৮৩)
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: ভি.এস.নাইপল (২০০১)
Also Read:
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box