Police Constable General Knowledge Pdf: সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর

Police Constable General Knowledge Pdf: সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর

Police Constable General Knowledge Pdf: সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর


Police Constable General Knowledge Pdf: সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর



প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?


উত্তর: ৩৬.৯ ডিগ্রী


প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?


উত্তর: ১৫ পাউন্ড


প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?


উত্তর: হৃদপিন্ডের সংকোচন চাপ


প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় ?


উত্তর: হৃদপিন্ডের প্রসারণ


প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?


উত্তর: লোহিত রক্তকনিকায়


প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় ?


উত্তর: অস্থিমজ্জায়


প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো ?


উত্তর: ৩৩ টি


প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো ?


উত্তর: 20 টি


প্রশ্ন: রক্ত কতো প্রকার ?


উত্তর: ৩ প্রকার


প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?


উত্তর: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা


প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?


উত্তর: অক্সিজেন বাহী রক্ত


প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?


উত্তর: চার প্রকোষ্ট বিশিষ্ট


প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?


উত্তর: ৫ -৬ দিন


প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?


উত্তর: ১০ দিন


প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?


উত্তর: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া


প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?


উত্তর: ল্যান্ড ষ্টিনার


প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?


উত্তর: যকৃত


প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?


উত্তর:ডায়াফ্রাম


প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?


উত্তর: নেফরন


প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?


উত্তর: এমোনিয়া


প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?


উঃ বিলিরুবিনের জন্য


প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?


উত্তর: যকৃত এ


প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?


উত্তর: হরমোন


প্রশ্ন: ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?


উত্তর: ইনসুলিন


প্রশ্ন: পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?


উত্তর: ডিওডেনাম


প্রশ্ন: মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?


উত্তর: যকৃত


প্রশ্ন: চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?


উত্তর: লেকরিমাল গ্রন্থি থেকে


প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?


উত্তর: ১২৫ মিটার


প্রশ্ন: একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?


উঃ ০.৪ সেকেন্ড


প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?


উঃ কিডনি


প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ?


উত্তর: ১ টি


প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?


উত্তর: কিডনীতে


প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?


উত্তর: থাইরক্সিন


প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?


উত্তর: রেটিনা


প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?


উত্তর: পেপসিন


প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?


উত্তর: টিস্প্যানিক পর্দা


প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?


উত্তর: কার্বন


প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?


উত্তর: গ্লাইকোজেন রূপে


প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?


উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা


প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?


উত্তর: প্যারা থরমোন


প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?


উত্তর: অ্যাড্রনালিন


প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?


উঃ টেস্টোস্টেরন


প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?


উঃ অ্যালডোস্টেরন


প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?


উত্তর: অস্থিতে


প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?


উত্তর: ক্ষুদ্রান্তে


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.