ভারতের উল্লেখযোগ্য নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল এর তালিকা - Origin And Fall Of Rivers In India
ভারতের উল্লেখযোগ্য নদ নদীর উৎপত্তিস্থল ও পতনস্থল এর তালিকা - Origin And Fall Of Rivers In India
❏ নাম: গঙ্গা
❏ উৎসস্থল: গঙ্গোত্রী হিমবাহ
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: গোদাবরী
❏ উৎসস্থল: ত্রিম্বক পর্বত
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: কাবেরী
❏ উৎসস্থল: ব্রহ্মগিরি শৃঙ্গ
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: লুনী
❏ উৎসস্থল: আনাসাগর
❏ পতনস্থল: কচ্ছের রণ
❏ নাম: মহানদী
❏ উৎসস্থল: সিয়াওয়ারা উচ্চভূমি
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: তাপ্তী
❏ উৎসস্থল: মহাদেব পর্বত
❏ পতনস্থল: কাম্বে উপসাগর
❏ নাম: নমর্দা
❏ উৎসস্থল: অমরকন্টক শৃঙ্গ
❏ পতনস্থল: কাম্বে উপসাগর
❏ নাম: ব্ৰক্ষ্মপুত্র
❏ উৎসস্থল: চেমায়ুংদুং হিমবাহ
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: কৃষ্ণা
❏ উৎসস্থল: মহাবালেশ্বর শৃঙ্গ
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: সিন্ধু
❏ উৎসস্থল: সিন-কা-কাব নামক উষ্ণ প্রস্রবণ
❏ পতনস্থল: আরব সাগর
❏ নাম: সুবর্ণরেখা (পূর্ববাহিনী)
❏ উৎসস্থল: ছোটনাগপুর মালভূমি
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: ব্রাত্মণী (পূর্ববাহিনী)
❏ উৎসস্থল: ছোটনাগপুর
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: বৈতরণী
❏ উৎসস্থল: ছোটনাগপুর
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: বিতস্তা বা ঝিলাম
❏ উৎসস্থল: কাশ্মীরের ভেনিনাগ পাহাড়
❏ পতনস্থল: চেনাব নদী
❏ নাম: ভাইগাই
❏ উৎসস্থল: পালনা পর্বত
❏ পতনস্থল: পক উপসাগর
❏ নাম: মাহী
❏ উৎসস্থল: বিন্ধ্য পর্বত
❏ পতনস্থল: কাম্বে উপসাগর
❏ নাম: সবরমতী
❏ উৎসস্থল: আরাবল্লী
❏ পতনস্থল: খাম্বাত উপসাগর
❏ নাম: কর্ণফুলি
❏ উৎসস্থল: মিজোরাম
❏ পতনস্থল: বঙ্গোপসাগর
❏ নাম: বিপাশা
❏ উৎসস্থল: রোটাং গিরিদার
❏ পতনস্থল: শতদ্রু নদীতে
❏ নাম: যমুনা
❏ উৎসস্থল: যমুনেত্রী হিমবাহ
❏ পতনস্থল: -
❏ নাম: মুসী
❏ উৎসস্থল: মেডাক জেলা
❏ পতনস্থল: কৃষ্ণা
❏ নাম: ধানসিঁড়ি
❏ উৎসস্থল: নাগা পাহাড়
❏ পতনস্থল: ব্রহ্মপুত্র
❏ নাম: ভীমা
❏ উৎসস্থল: পশ্চিমঘাট পর্বত
❏ পতনস্থল: কৃষ্ণা
❏ নাম: ঘাটপ্রভা
❏ উৎসস্থল: পশ্চিমঘাট পর্বত
❏ পতনস্থল: কৃষ্ণা
❏ নাম: শতদ্রু
❏ উৎসস্থল: দরমা গিরিদার
❏ পতনস্থল: সিন্ধুর উপনদী
❏ নাম: দামোদর
❏ উৎসস্থল: খামারপোৎ শৃঙ্গ
❏ পতনস্থল: হুগলি নদীতে
❏ নাম: ময়ূরাক্ষী
❏ উৎসস্থল: সাঁওতাল পরগণা মালভূমি
❏ পতনস্থল: ভাগীরথী (দত্তাবাটি)
❏ নাম: তিস্তা
❏ উৎসস্থল: পয়োহুনরি হিমবাহ
❏ পতনস্থল: ব্রম্মপুত্র (রঙপুর)
❏ নাম: জলঢাকা
❏ উৎসস্থল: সিকিমের হিমালয়
❏ পতনস্থল: ব্রহ্মপুত্র (আলিপুর)
❏ নাম: তুঙ্গভদ্রা
❏ উৎসস্থল: পশ্চিমঘাট পর্বত
❏ পতনস্থল: কৃষ্ণা
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box