ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম ও অবস্থান: Names And Locations Of Various Laboratories In India
ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম ও অবস্থান: Names And Locations Of Various Laboratories In India
❏ ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট ➟ কলকাতা
❏ নদী গবেষণা কেন্দ্র ➟ কলকাতা
❏ ধান গবেষণা কেন্দ্র ➟ চুঁচুড়া (হুগলী), কল্যাণী (নদীয়া)
❏ বার্ডফ্লু নির্ণয় কেন্দ্র ➟ বেলগাছিয়া
❏ লবণাক্ত জমিতে ধানচাষ বিষয়ক গবেষণা কেন্দ্র ➟ গােসাবা (দঃ ২৪ পরগনা)
❏ লবণাক্ত জমি বিষয়ক কেন্দ্রীয় গবেষণাগার ➟ ক্যানিং (দঃ ২৪ পরগনা)
❏ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ➟ কলকাতা
❏ ইনস্টিটিউট অফ প্রফেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার ➟ প্রিন্স আনােয়ার শাহ রােড (লেকগার্ডেন)
❏ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ➟ বিধাননগর (কলকাতা)
❏ অ্যানথ্রোপােলােজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ➟ জওহরলাল নেহরু রােড (কলকাতা)
❏ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ➟ দুর্গাপুর
❏ কলেজ অফ লেদার টেকনােলজি ➟ কলকাতা
❏ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ➟ কলকাতা
❏ কেন্দ্রিয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার ➟ যাদবপুর (পশ্চিমবঙ্গ)
❏ কেন্দ্রিয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার ➟ দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)
❏ মৎস্য গবেষণাগার ➟ জুনপুট (পশ্চিমবঙ্গ)
❏ কেন্দ্রিয় পাট গবেষণাগার ➟ ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ)
❏ সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট ➟ কোলকাতা (পশ্চিমবঙ্গা)
❏ কেন্দ্রিয় রােড রিসার্চ ইনস্টিটিউট ➟ নতুন দিল্লি
❏ সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট ➟ দিল্লি
❏ কেন্দ্রিয় রাজপথ গবেষণাগার ➟ দিল্লি
❏ কেন্দ্রিয় গম গবেষণাগার ➟ পুসা (দিল্লি)
❏ কেন্দ্রিয় ঔষধ গবেষণাগার ➟ দিল্লি
❏ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি ➟ নতুন দিল্লি
❏ সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট ➟ সিমলা
❏ ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট ➟ কানপুর
❏ কেন্দ্রিয় ধান ➟ কটক (ওড়িশা)
❏ চা, কফি ➟ কাসারগড়
❏ কেন্দ্রিয় কার্পাস ➟ নাগপুর
❏ দুধ গবেষণাগার ➟ কারনার (বেঙ্গালুরু)
❏ কেন্দ্রিয় চা, নারকেল ➟ কাসেরগড় (কেরালা)
❏ কেন্দ্রিয় মহাকাশ ➟ থুম্বা (কেরালা)
❏ কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার ➟ মহীশূর
❏ খনি গবেষণাগার ➟ ধানবাদ (ঝাড়খণ্ড)
❏ মৃত্তিকা গবেষণাগার ➟ দেরাদুন, চণ্ডীগড়, কোটা, আগ্রা, যােধপুর
❏ জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার ➟ উজ্জয়িনী, হায়দ্রাবাদ
❏ পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার ➟ হরিণঘাটা
❏ বস্ত্র গবেষণাগার ➟ পুণে
❏ হাই অল্টিচিউট রিসার্চ ল্যাবরেটরী ➟ কাশ্মীরের গুলমার্গ
❏ জাহাজ গবেষণাগার ➟ চেন্নাই (তামিলনাড়ু)
❏ কেন্দ্রিয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট ➟ চেন্নাই (তামিলনাড়ু)
❏ কেন্দ্রিয় সমুদ্র গবেষণাগার ➟ পানাজী (গােয়া) / চেন্নাই
❏ পেট্রোলিয়াম গবেষণাগার ➟ দেরাদুন (উত্তরাঞ্চল )
❏ কেন্দ্রিয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ➟ রুরকি (উত্তরাঞ্চল)
❏ ড্রাগ গবেষণাগার ➟ লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)
❏ কেন্দ্রিয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট ➟ লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)
❏ মৎস্য গবেষণাগার (প্রযুক্তি) ➟ এর্নাকুলাম (কেরালা)
❏ কেন্দ্রিয় আখ গবেষণাগার ➟ লক্ষ্ণৌ , কোয়েম্বাটুর
❏ ন্যাশনাল জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ➟ হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ)
❏ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ➟ বেঙ্গালুরু (কর্নাটক)
❏ ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ➟ নাগপুর (মহারাষ্ট্র)
❏ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফসুগার টেকনােলজি ➟ কানপুর (উত্তরপ্রদেশ)
❏ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ➟ দেরাদুন (উত্তরাঞ্চল)
❏ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ➟ দিল্লি
❏ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ➟ নতুন দিল্লি
❏ সেন্ট্রাল ফিসারি রিসার্চ ইনস্টিটিউট ➟ ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ)
❏ ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট ➟ কারনাল (হরিয়ানা)
❏ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ➟ মুম্বাই (মহারাষ্ট্র)
❏ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ➟ বেঙ্গালুরু (কর্নাটক)
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box