Name Of The Famous Playground: খেলা সংশ্লিষ্ট বিখ্যাত মাঠের নাম

Name Of The Famous Playground: খেলা সংশ্লিষ্ট বিখ্যাত মাঠের নাম

Name Of The Famous Playground: খেলা সংশ্লিষ্ট বিখ্যাত মাঠের নাম


Name Of The Famous Playground: খেলা সংশ্লিষ্ট বিখ্যাত মাঠের নাম



1. ফুটবল ➨ যুবভারতী ক্রীড়াঙ্গন (কোলকাতা), আম্বেডকর স্টেডিয়াম (নিউ দিল্লি), এথেন্স অলিম্পিক স্টেডিয়াম (এথেন্স), ব্ৰকল্যান্ড (ইংল্যান্ড), ফেড এক্স ফিল্ড (USA), ইয়ােকোহাম ইন্টারন্যাশানাল স্টেডিয়াম (জাপান), মিলেনিয়াম স্টেডিয়াম (UK)।


2. রাগবি ফুটবল ➨ মিলেনিয়াম স্টেডিয়াম (কারডিব) UK, ব্ল্যাকহেইথ, টুইকেনহাম (ইংল্যাণ্ড)।


3. ক্রিকেট ➨ ইডেনগার্ডেনস্ (কোলকাতা), বঙ্গবন্ধু স্টেডিয়াম (বাংলাদেশ), বারবাটি স্টেডিয়াম (কটক) ফিরােজশা কোটলা (দিল্লি), চিন্নাস্বামী স্টেডিয়াম (ব্যাঙ্গালাের), চিপক স্টেডিয়াম (চেন্নাই), ব্রাবাের্ন স্টেডিয়াম, ওয়াংখড়ে স্টেডিয়াম (মুম্বাই), গ্রীণ পার্ক স্টেডিয়াম (কানপুর), নেহরু স্টেডিয়াম (পুনে), টেন্ট ব্রীজ, ওভাল, ওল্ড ট্রাফোর্ড, লর্ডস (ইংল্যান্ড), সিডনি, মেলবাের্ন, পার্থ (অস্ট্রেলিয়া), সাবিনা পার্ক (ওয়েস্ট ইন্ডিজ), গদ্দাফি স্টেডিয়াম (পাকিস্তান), সিংহলি স্পাের্টস ক্লাব স্টেডিয়াম (কলম্বাে), ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়াম (বিশাখাপত্তনম)।


4. লন টেনিস ➨ DLTA গ্রাউন্ড (দিল্লি), উইম্বলডন (ইংল্যান্ড), রােল্যান্ড গ্যারােস (প্যারিস), ফোরাে ইটালিকো স্টেডিয়াম (রােম), সাউথ ক্লাব গ্রাউন্ড (কোলকাতা)।


5. অ্যাথলেটিক্স ➨ যুবভারতী ক্রীড়াঙ্গন (কোলকাতা), কমনওয়েলথ স্টেডিয়াম (কানাডা), স্টেডিয়াম অস্ট্রেলিয়া (সিডনি), নেহরু স্টেডিয়াম (দিল্লি)।


6. বেসবল ➨ ব্রুকলিন (USA), ডােডগার স্টেডিয়াম (USA), কোয়ালকম স্টেডিয়াম (USA)।


7. হর্স রেসিং ➨ রেস কোর্স (কোলকাতা), আইন্ট্রি (ইংল্যান্ড), ডনকাস্টার (ইংল্যাণ্ড), ফ্লেমিংটন (মেলবাের্ন)।


8. গল্ফ ➨ অগাস্টা ন্যাশনাল ক্লাব (USA), লায়ন গল্ফ ক্লাব (ফ্রান্স), মেট্রোপলিটন ক্লাব (মেলবাের্ন)।


9. বাস্কেট বল ➨ আলামডােম (টেকসাস), শারলেটে স্টেডিয়াম (USA)।


10. পােলাে ➨ হারলিংটন (ইংল্যান্ড), জয়পুর পােলাে গ্রাউণ্ড।


11. বােট রােরিং ➨ পুটনেই (ইংল্যান্ড)।


12. শুটিং ➨ বিসলে (ইংল্যান্ড)।



কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.