ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম ও অবস্থান: Name And Location Of The Laboratories In India
ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম ও অবস্থান: Name And Location Of The Laboratories In India
1. ইণ্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ : নতুন দিল্লী (দিল্লী)
2. ইণ্ডিয়ান বোটানিকাল সার্ভে: কলকাতা (পঃবঃ)
3. দুগ্ধ গবেষণা কেন্দ্র্র: কার্ণাল (হরিয়ানা)
4. পাট গবেষণা কেন্দ্র্র: ব্যারাকপুর (পঃবঃ)
5. ছাগল গবেষণা কেন্দ্র্র: মথুরা (উত্তর প্রদেশ)
6. ইক্ষু গবেষণা কেন্দ্র্র: লখনৌ (উত্তর প্রদেশ), কোয়েম্বাটুর (তামিলনাড়ু)
7. মৌমাছি গবেষণা কেন্দ্র্র: পুনে (মহারাষ্ট্র)
8. কার্পাস গবেষণা কেন্দ্র্র: নাগপুর (মহারাষ্ট্র)
9. পোলট্রি গবেষণা কেন্দ্র্র: ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
10. সিল্ক গবেষণা কেন্দ্র্র: মাইসোর (কর্ণাটক)
11. কফি গবেষণা কেন্দ্র্র: কাশাড়াগাড় (কেরালা), চিকমাগালুর (কর্ণাটক)
12. চামড়া গবেষণা কেন্দ্র্র: চেন্নাই (তামিলনাড়ু)
13. রবার গবেষণা কেন্দ্র্র: কোট্টায়াম (কেরালা)
14. আলু গবেষণা কেন্দ্র্র: সিমলা (হিমাচল প্রদেশ)
15. চা গবেষণা কেন্দ্র্র: টোকলাই, জোরহাট (অসম); পুণে (মহারাষ্ট্র)
16. তামাক গবেষণা কেন্দ্র্র: রাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ)
Also Read:
❏ বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
❏ কবি সাহিত্যিক এর ছদ্মনাম এর তালিকা
❏ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর
❏ বিখ্যাত বাংলা সাহিত্যিক ও তাদের রচনা
❏ Bengali to English Translation writing Pdf
❏ পত্র লিখন ইংরেজি ও বাংলা Pdf
❏ বাংলা সাহিত্যের প্রশ্নোত্তর Pdf
❏ বাংলা সাহিত্যের বিভিন্ন রচনার পূর্ব নাম Pdf
17. ধান গবেষণা কেন্দ্র্র: কটক (ওড়িশা), চুঁচুড়া (পঃবঃ)
18. গম গবেষণা কেন্দ্র্র: পুসা (দিল্লী)
19. কলা গবেষণা কেন্দ্র্র: তিরুচি (তামিলনাড়ু)
20. তুলা গবেষণা কেন্দ্র্র: নাগপুর (মহারাষ্ট্র)
21. মিলেট গবেষণা কেন্দ্র্র: যোধপুর ও হায়দ্রাবাদ
22. বার্ড ফ্লু পরীক্ষা কেন্দ্র: ভোপাল (মধ্যপ্রদেশ), পুণে (মহারাষ্ট্র), বেলেঘাটা (পঃবঃ), ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
23. চিংড়ি গবেষণা কেন্দ্র্র: নেলোর (অন্ধ্রপ্রদেশ)
24. ভারতীয় দুগ্ধ নিগম: আনন্দ (গুজরাট)
25. জাতীয় মশলা গবেষণা কেন্দ্র্র: কালিকট (কেরালা)
26. আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র্র: ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box