সঙ্গীত, নাটক ও কলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: Music Drama And Art Questions And Answers

সঙ্গীত, নাটক ও কলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: Music Drama And Art Questions And Answers

সঙ্গীত, নাটক ও কলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: Music Drama And Art Questions And Answers


সঙ্গীত, নাটক ও কলা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: Music Drama And Art Questions And Answers



1. স্কট কিনসে কোন ক্ষেত্রে বিশ্ব বিখ্যাত ?


উত্তর: ' কী বাের্ড ' বাদক।


2. ' হর্নবিল ন্যাশনালরক ফেস্টিভ্যাল ' প্রতিবছর ভারতের কোথায় হয় ?


উত্তর: কোহিমায়।


3. লুডহ্বিক ভান বেটোফেনের সৃষ্ট সমবেত যন্ত্রসঙ্গীত অর্থাৎ, সিম্ফনি ক’টি ?


উত্তর: ১০ টি।


4. লুডহ্বিক ভান বেটোফেনের জীবনী গ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?


উত্তর: রম্য রলাঁর লেখা 'Beethoven, Les grandes e'poques cre'atrices' .


5. আহির ভৈরোঁ (উষাকালের) রাগের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের কোনটির মিল আছে ?


উত্তর: অবাদ (Aubade )


6. ' কারােল ' কী ?


উত্তর: সমবেত খ্রিস্টিয় ধর্মীয় কণ্ঠসঙ্গীত।


7. ‘ল্যুট’ কী ?


উত্তর: পাশ্চাত্য সঙ্গীতে ম্যান্ডােলিনের মতাে এক প্রকার জন্তুর তন্তু দিয়ে গঠিত বাদ্য যন্ত্র।


8. ‘অপেরা’ শব্দের অর্থ কী ?


উত্তর: গীতিনাট্য।


9. ‘জাইলােফোন’ কী ?


উত্তর: কাঠের তালবাদ্য যন্ত্রসঙ্গীত।


10. ‘সাক্সোফোন’ কী ?


উত্তর:আদলফে সাক্সের সৃষ্ট এক ধরণের পিতলের বাঁশী।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.