চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর: Movement And Locomotion Questions And Answers

চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর: Movement And Locomotion Questions And Answers

চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর: Movement And Locomotion Questions And Answers


চলন ও গমন সংক্রান্ত প্রশ্নোত্তর: Movement And Locomotion Questions And Answers




❏ ইউগ্লিনার গমনাঙ্গ ফ্র্যাজেলা এবং গমন পদ্ধতি ফ্লাজেলীয় গমন।


❏ অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ এবং গমন পদ্ধতি অ্যামিবয়েড গতি।


❏ শামুকের গমনাঙ্গ মাংসল পদ এবং গমন পদ্ধতি শ্লিপিং।


❏ আরশোলার গমনাঙ্গ পা ও ডানা এবং গমন পদ্ধতি ফ্লাইং ও ওয়াকিং।


❏ টিকটিকির গমনাঙ্গা পা এবং গমন পদ্ধতি ক্রলিং।


❏ হাইড্রার গমনাঙ্গ কর্ষিকা এবং গমন পদ্ধতি লুপিং ও সমারসন্টিং।


❏ তারামাছের গমনাঙ্গ নালিপদ এবং গমন পদ্ধতি লুপিং।


❏ কেঁচোর গমনাঙ্গ সিটি এবং গমন পদ্ধতি ক্রিপিং।


❏ পাখির গমনাঙ্গা পা ও ডানা এবং গমন পদ্ধতি গ্লাইডিং।


❏ মানুষের গমনাঙ্গ পা এবং গমন পদ্ধতি দ্বিপদ গমন।


❏ মানুষের মোট অস্থিসংখ্যা 206টি (শিশুর দেহে থাকে 300-350টি) এবং করোটির অস্থিসংখ্যা 22টি।


❏ মানুষের মেরুদণ্ডের অস্থিসংখ্যা ৩৪টি।


❏ কবজা সন্ধি দেখা যায় ইট, কনুই, আঙুলে।


❏ বল ও সকেট সদ্ধি দেখা যায় কাঁধে।


❏ অস্থিসন্ধিগুলি যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে।


❏ পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে কন্ডরা বা টেনডনের দ্বারা।


❏ হাইপোন্যাস্টি দেখা যায় ফার্ন, কচুপাতা প্রভৃতিতে (গোটানো অবস্থা থেকে খুলে যায়)।


❏ এপিন্যাস্টি দেখা যায় ফার্ন, কচুপাতা প্রভৃতিতে (অপরিণত অবস্থায় গোটানো থাকে)।


❏ প্রকরণ চলন দেখা যায় বনচাঁড়ালে।


❏ ফোটোন্যাস্টি দেখা যায় পদ্মফুলে (দিনের আলোর তীব্রতা বাড়লে ফোটে)।


❏ থার্মোন্যাস্টি দেখা যায় টিউলিপ ফুলে (অধিক তাপে ফুল ফোটে)।


❏ স্পঞ্জ প্রাণী হলেও গমনে অক্ষম।


❏ নিকটিন্যাস্টি দেখা যায় মটরজাতীয় গাছের পাতায় (রোদের তীব্রতা বাড়লে খুলে যায়)।


❏ সিসমোন্যাস্টি দেখা যায় লজ্জাবতীর পাতায় (ম্পর্শ বা আঘাতের তীব্রতায় মুদে যায়)।


❏ ন্যুটেশন দেখা যায় বল্লীজাতীয় উদ্ভিদে (শিম, অপরাজিতা)।


❏ গমনে সক্ষম উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস।


❏ বাইসেপস হল ফ্রেকসর পেশি (ঐচ্ছিক পেশি)।


❏ ট্রাইসেপস হল এক্সটেনসর পেশি (ঐচ্ছিক পেশি)।


❏ জেটগতি দেখা যায় অক্টোপাসের।


❏ সিলিয়ারি গমন দেখা যায় প্যারামিসিয়াম-এ।


❏ তিমির গমনাঙ্গ হল প্যাডেল।



কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.