ধাতু ও অধাতুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: Metals And Non-metals Question Answers
ধাতু ও অধাতুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: Metals And Non-metals Question Answers
1. সবচেয়ে ভারী ধাতু (প্রাকৃতিক) ➨ ইউরেনিয়াম (পারমাণবিক গুরুত্ব অনুযায়ী)
2. সবচেয়ে হাল্কা ধাতু ➨ লিথিয়াম
3. সবচেয়ে ভারী অধাতু ➨ আয়ােডিন
4. সবচেয়ে হাল্কা অধাতু ➨ হাইড্রোজেন (গ্যাসীয়)
5. সবচেয়ে ভারী তরল ধাতু ➨ পারদ
6. সবচেয়ে হাল্কা তরল ধাতু ➨ গ্যালিয়াম
7. সবচেয়ে ভারী কঠিন অধাতু ➨ কার্বন
8. তরল ধাতু ➨ পারদ, গ্যালিয়াম, সিজিয়াম
9. তরল অধাতু ➨ ব্রোমিন
10. যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি ➨ টাংস্টেন (3,410 ডিগ্রি সেলসিয়াস)
11. যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম ➨ পারদ (-38.87 ডিগ্রি সেলসিয়াস)
12. সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস ➨ রেডন
13. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল ➨ হিলিয়াম
14. নােবেল মেটাল ➨ তামা, রূপা, সােনা ইত্যাদি
15. সবচেয়ে দামী ধাতু ➨ প্লাটিনাম
16. সবচেয়ে কঠিন মৌল ➨ হীরক
17. সবচেয়ে হালকা মৌল ➨ করানডাম
18. ধাতু ও অধাতু উভয়ের গুণ বর্তমান যে মৌলে ➨ অ্যান্টিমনি, আর্সেনিক
19. সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে (Electrical Conductivity) ➨ রূপাে
20. চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হয় যে উষ্ণতায় ➨ 750 ° C
21. ভঙ্গুর ধাতু ➨ বিসমাথ
22. নমনীয় ধাতু ➨ সােনা
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
Please do not share any spam link in the comment box